LIC Best Policy 2022 : এলআইসির ধামাকা পলিসি! ২৫০ টাকার কম ইনভেস্ট করে পেয়ে যান ১৭ লাখ টাকা
LIC Best Policy 2022 : এই পলিসিতে বোনাস পাওয়ার সুবিধাও থাকছে, বিশদে জানুন
সন্তানের ভবিষ্যৎ বা বৃদ্ধ বয়সে (LIC Best Policy 2022) নিজেদের সুরক্ষিত রাখতে সকলেই ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে টাকা-পয়সার সেভিংস করে থাকেন। আবার অনেকে এলআইসির বিভিন্ন পলিসিতেও টাকা বিনিয়োগ করে থাকেন। সাধারণ মানুষের সুবিধার্থে এলআইসি এর আগেও অনেক পলিসি বাজারে অঞ্চ করেছে। এবার আর একটি যোজনা নিয়ে এলো এলআইসি। এই যোজনায় পাওয়া যাবে বিশেষ সুবিধা।
আরও পড়ুন, লেনদেনের ক্ষেত্রে বড়োসড় বদল ঘটাচ্ছে SBI! আজই জানুন, না জানলে পস্তাবেন
এলআইসির এই পলিসি সকল মানুষ বিনিয়োগ করতে পারবেন (LIC Best Policy 2022)। প্রতিদিন একটি নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ করলেই বিনিয়োগকারী মেয়াদ শেষে পেয়ে যাবেন প্রায় ১৭ লাখ টাকা। জীবনের প্রতিটি ধাপে টাকা- পয়সার প্রয়োজন হয়ে থাকে। তাই সাধারণত মানুষের কয়েকটি জরুরি বিষয়ের দিকে লক্ষ্য রেখেই এই পলিসি তৈরি করা হয়েছে। কি কি সুবিধা পাওয়া যাবে এই পলিসির মাধ্যমে? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
পলিসির নাম- এলআইসি জীবন লাভ (LIC Jeevan Labh Policy)
কত টাকা বিনিয়োগ করতে হবে –
এই পলিসিতে বিনিয়োগকারীকে প্রতিদিন ২৩৩ টাকা করে বিনিয়োগ করতে হবে (LIC Best Policy 2022)। নির্দিষ্ট মেয়াদ শেষে পাওয়া যাবে প্রায় ১৭ লাখ টাকা। মূলত লেখাপড়া, মেয়ের বিয়ে, সম্পত্তি কেনা বেচা ইত্যাদি দিকের কথা মাথায় রেখেই এই পলিসি তৈরি করা হয়েছে।
পলিসির জন্য বয়সসীমা –
এই পলিসিতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বাধিক ৫৯ বছর হতে হবে। টা না হলে বিনিয়োগ করা সম্ভব নয়।
পলিসির মেয়াদ –
পলিসির মেয়াদ ১৬ থেকে ২৫ বছর পর্যন্ত হতে পারে (LIC Best Policy 2022)। তবে পলিসিতে নূন্যতম ২ লাখ টাকা সাম অ্যাসিওর্ড হিসেবে হতে হবে। এই ক্ষেত্রে সর্বাধিক পরিমানের সীমা নেই।
অন্যান্য সুবিধা-
১) ৩ বছর পর্যন্ত প্রিমিয়ামের সুবিধা।২) প্রিমিয়ামের ট্যাক্সে ছাড়।৩) পলিসি ধারকের মৃত্যুতে বীমার টাকা এবং বোনাস পাওয়া যাবে।৪) সিম্পল রিভার্সানারি বোনাস এবং ফাইনাল অ্যাডিশন বোনাসের ক্ষেত্রে পাওয়া যাবে ডেথ বেনিফিট। সঙ্গে পলিসির নমিনি পাবেন অতিরিক্ত সাম অ্যাসিওর্ড অ্যামাউন্ট (LIC Best Policy 2022)।৫) পলিসির বিনিয়োগকারীর মৃত্যু হলে, মৃত্যু পর্যন্ত দেওয়া প্রিমিয়াম ফেরত দেওয়া হবে।
তাহলে আর দেরি কিসের (LIC Best Policy 2022)! এলআইসি -এর পলিসিতে এত বড় সুযোগ পেতে হলে অবশ্যই এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন। আর এই সম্পর্কে বিশদে জানতে হলে নিকটবর্তী এলআইসি অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন। এছাড়া এলআইসি -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
আরও পড়ুন, ব্রেকিং নিউজ পেট্রলের দাম কমলো 9.50 টাকা, ডিজেল 7 টাকা, রান্নার গ্যাসের দাম কমলো 200 টাকা।