LIC

এই নতুন বছরে LIC চালু করেছে নতুন প্ল্যান, যেখানে টাকা রাখলে আপনি পাবেন দারুণ সব নতুন রকমের সুযোগ সুবিধা। এই প্ল্যানের আবেদন করা যাবে মাত্র 90 দিন বয়স থেকেই। সুতরাং যেকেউ এই প্ল্যানের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে যে সকল সুবিধা দেওয়া হবে তা জানতে হলে দেখতে হবে আজকের এই প্রতিবেদন।

Advertisement

LIC এর নতুন প্ল্যানের মেয়াদ 15-20 বছর, সাম অ্যাসিওর্ড 2-5 লাখ টাকা।

LIC এর এই নতুন প্ল্যানের সাথে পাওয়া যায় একই সাথে ট্যাক্স বেনিফিট, রাইডার সুবিধা এবং আরও অনেক অফার। এই LIC প্ল্যান অনেকেই এজেন্টের থেকে নিতে ইতস্তত বোধ করে থাকেন। তবে এই বিষয়ে বলে রাখা ভালো, যদি আপনি LIC এর পরিচয় পত্র সহ কারো কাছ থেকে কোন প্ল্যানে অন্তর্ভুক্ত হন, তাহলে কোন সমস্যার কারণ নেই।

LIC প্ল্যানের ক্ষেত্রে 80C এবং 10(10D) এর অধীনে পাওয়া যাবে কর ছাড়ের সুবিধা। গত 19শে জানুয়ারি, 2023 এই কোম্পানি একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে যার নাম জীবন আজাদ পলিসি। এক্ষেত্রে বিশেষ একটি সুবিধা রয়েছে যা হলো পলিসি ধারকের দুর্ভাগ্যজনক মৃত্যু হলে, এই প্ল্যান মনোনীত ব্যাক্তিকে আর্থিক সুবিধা দিয়ে থাকে।

Ads

মাত্র 90 দিন বয়স পেরোলেই যে কেউ এই পলিসির সাথে যুক্ত হতে পারবেন। তবে সর্বোচ্চ বয়স সীমা রাখা হয়েছে 50 বছর বয়স পর্যন্ত। এই প্ল্যান ম্যাচিয়র হবে 18-70 বছর বয়সে। প্ল্যানের মেয়াদ হলো 15-20 বছর। সেক্ষেত্রে প্রিমিয়াম পরিশোধের সময় মোট মেয়াদের থেকে 8 বছর কম। এক্ষেত্রে বেসিক সাম অ্যাশিওরড করা হয়েছে 2-5 লক্ষ টাকা।

Advertisement

পেট্রোল-ডিজেল দাম বৃদ্ধিতে চরম অস্বস্তিতে জনগণ! কত হলো দাম, জেনে নিন।

LIC জীবন আজাদ প্ল্যানের ক্ষেত্রে প্রত্যেকটি প্রিমিয়াম ধারা 80C এর অধীনে আয়করের সুবিধা যুক্ত থাকায় আয়কর সংক্রান্ত সকল রকমের সুবিধা পাওয়া সম্ভব। এই পলিসিতে গ্রাহকেরা ঋণ গ্রহণের সুবিধাও পেয়ে যাবেন। এছাড়া এই পলিসির আরও একটি বিশেষ সুবিধা হচ্ছে ফ্রি লুক পিরিয়ড। অর্থাৎ এই পলিসি গ্রহণের পর যদি কোন কারণে তিনি এই পলিসি ছেড়ে দিতে চান, তাহলে 30 দিনের মধ্যে তিনি তা ছেড়ে দিতে সক্ষম হবেন।

Advertisement

একটি উদাহরণ দিয়ে এই প্ল্যানটি জেনে নেওয়া যাক। ধরুন, কেউ মাসিক 1 হাজার টাকা বিনিয়োগ করতে চান। তাকে বিনিয়োগ করতে হবে 10 বছরের জন্য। এরপর এই অর্থ তার পরবর্তী আরও 10 বছর ধরে খাটবে। যদি হিসেব মতো 8% হারে সুদ দেওয়া হয় তাহলে বিনিয়োগকারী আগামী 20 বছর পর পাবেন 3.98 লক্ষ টাকা। এক্ষেত্রে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা বিনিয়োগ করে 20 বছর পর পাওয়া যাবে 3 লক্ষ 98 হাজার টাকা।

Ads

এলআইসি গ্রাহকদের জরুরি ঘোষণা, আদানি গ্রুপে শেয়ার বিপর্যয়ে পলিসি হোল্ডারদের কি করণীয়, জেনে নিন।

এমন আরও বিষয়ে জানতে দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদন। LIC সংক্রান্ত বিষয়ে কিছু জানার থাকলে আমাদের জানান কমেন্ট বক্সে। এছাড়া ভালো লাগলে অবশ্যই আমাদের এই প্রতিবেদন শেয়ার করুন নিজের পরিচিতদের সাথে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *