LIC Plans – LIC আনল দুর্দান্ত প্ল্যান। মাত্র 5 বছরেই পাবেন ডবল টাকা।
ভবিষ্যতের কথা ভেবে ভবিষ্যৎ সুরক্ষিত করার উদ্দেশে করতে আমরা বিভিন্ন আর্থিক সংস্থায় টাকা বিনিয়োগ করে থাকি (LIC Plans). কেউ ব্যাঙ্কে টাকা জমান তো কারোর কারোর বিনিয়গের জন্য সর্ব প্রথম মাথায় পোস্ট অফিস নয়তো এলআইসির (Life Insurance Corporation) মতো আর্থিক সংস্থা। আপনিও কি কোথাও বিনিয়োগ করার কথা ভাবছেন? যেখানে স্বল্প সময়ের বিনিয়োগে আপনি পেতে পারেন ভালো হারে। তবে ভালো কিছু পেতে গেলে একটু তো রিস্ক নিতেই হবে। ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের একটি ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান তথা LIC Plans রয়েছে, যার ওপর অনেকেই আছেন এখন ঝুঁকছেন।
LIC Plans Nivesh Plus Returns Calculator
যারা অল্প সময়ের মধ্যে বেশি টাকার পাওয়ার আশায় থাকেন তাঁরা LIC নিবেশ প্লাস প্ল্যানটি (LIC’s Nivesh Plus) নিতে পারেন। প্ল্যানের বিশেষত্ব হল এটি এফডির (Fixed Deposit) মতো কেবল একবার প্রিমিয়াম (Premium) দিতে হবে। টাকা সোজাসুজি খাটানো হবে স্টক মার্কেটে। স্টক মার্কেট সম্পর্কে আমরা সকলেই জানি এটি কতটা ঝুঁকি সম্পন্ন একটি প্লাটফর্ম।
তবে উচ্চতর রিটার্ন পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। LIC Plans এর বিশেষত্ব হল এটি এফডির (Fixed Deposit) মতো কেবল একবার প্রিমিয়াম (Premium) দিতে হবে। এর পাশাপাশি সময়ের সাথে সাথে জীবন ও দুর্ঘটনা বীমার পরিমাণও বৃদ্ধি পায়। তবে এই স্কিমে কমপক্ষে 5 বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে। 15 শতাংশ এনএভি প্রবৃদ্ধির ভিত্তিতে 5 বছরে অর্থ প্রায় দ্বিগুণ হবে।
উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যক্তি 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে বিনিয়োগকারী 1,87,500 টাকার সাধারণ কভারেজ এবং 3,75,000 টাকার দুর্ঘটনা কভারেজ পান। এটি তৃতীয় বছর থেকে বেড়ে যায়। একই সঙ্গে ঝুঁকি যেমন কমবে, তেমনি রিটার্নও কমে যাবে।এটি মুলত একটি LIC Plans. প্ল্যানের ধরন, বিসেসত্ত,বয়স সীমা, আবেদনের পদ্ধতি, পলিসি, নিয়ম প্রভৃতি জানতে পড়ুন বিস্তারিত।
এই LIC Plans মাধ্যমে 4 ধরনের ফান্ড আপনি পেতে পারেন। এর মধ্যে রয়েছে বন্ড ফান্ড, সিকিউরড ফান্ড, ব্যালেন্সড ফান্ড এবং গ্রোথ ফান্ড। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এগুলির যে কোনও একটিতে বিনিয়োগ করতে পারেন। যার প্রবেশের ন্যূনতম বয়স 90 দিন থেকে 70 বছর। যেখানে সর্বোচ্চ বয়স 85 বছর। পলিসির মেয়াদ 10 থেকে 35 বছর। এতে লক-ইন পিরিয়ড 5 বছর অর্থাৎ 5 বছরের আগে টাকা তোলা যাবে না।
এলআইসির দুর্দান্ত 4 টি নতুন প্ল্যান! বিনিয়োগে মাত্রই মিলবে একাধিক সুবিধা।
এ ছাড়া পলিসিতে বিনিয়োগের ন্যূনতম সীমা এক লাখ টাকা। পলিসি চলাকালীন পলিসি হোল্ডার যিনি তার মৃত্যু হলে নমিনি রাখা বাক্তি নিভেশ প্লাস প্ল্যান থেকে মৃত্যু সুবিধা পাবেন। পলিসি হোল্ডার LIC Nivesh Plus এর মেয়াদ শেষ পর্যন্ত বেঁচে থাকেন তবে বিমাকৃতকে ইউনিট ফান্ড মূল্যের সম পরিমাণ অর্থ প্রদান করা হয়। মনোনীত ব্যক্তির সুবিধার জন্য, বীমা কিস্তির আকারে মৃত্যুর পেমেন্ট দাবি করার জন্য নিষ্পত্তির বিকল্পও প্রদান করে।
পলিসি যদি সরাসরি কোম্পানির কাছ থেকে কেনা হয়, তাহলে 15 দিনের ফ্রি-লুক পিরিয়ড থাকে এবং অনলাইনে কেনা হলে 30 দিনের ফ্রি-লুক পিরিয়ড থাকে।
আবেদনের পদ্ধতি –
নতুন বছরে ফিক্সড ডিপজিটে 9% সুদ ঘোষণা। নিরাপত্তা ও গ্যারান্টি রিটার্নের সাথে ঝড়ের গতিতে বাড়বে টাকা।
- প্রথমে LIC-র অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in/ -এ যান।
- Buy A New Policy ট্যাবে ক্লিক করুন।
- এরপর এখন “ULIP” ট্যাবে ক্লিক করুন। আপনি LIC Nivesh Plus প্ল্যানের বিকল্প পাবেন।
- অনলাইনে কিনুন” টিপুন এবং তারপরে “অনলাইনে কিনতে ক্লিক করুন” এ ক্লিক করুন।
- কোভিড তথ্য প্রদান করুন এবং তারপর “এগিয়ে যান” এ ক্লিক করুন।