LIC Saral Pension Plan – চাকরি না করেও প্রতিমাসে 12 হাজার টাকা পেনশন। নতুন পলিসি করলেই লাইফ সেট।
টাকা এমনই জিনিস যা বাচ্চা থেকে বয়স্ক সকল মানুষের নিত্যদিনের প্রয়োজন। এবং তার জন্য সকলে আয় ব্যায়ের পাশাপাশি সঞ্চয়ও করেন, LIC (LIC Saral Pension Plan) পলিসি কেনেন, বিনিয়োগ করেন ভবিষ্যতের জন্য। কারন বয়সকালে আমাদের টাকার প্রয়োজন বেশি হয়। অনেকেই বলবেন বয়সকালে টাকা কেন লাগবে তখন তো কিছুই করার থাকে না। সেটা ভুল কথা টাকার প্রয়োজন সব সময়েই। সেই সময় মানুষ বেশি অসুস্থ হন, তাই চিকিৎসা, ঔষধ, অনেকের নার্স বা আয়ার প্রয়োজন হয় সেই খরচ যথেষ্ট ব্যয়বহুল আর সেই অর্থের যৌবনে সঞ্চয় খুব জরুরি।
LIC Saral Pension Plan calculator
তাই সময় থাকতে কিনেনিন LIC এর এই পলিসি। তাতে ভবিষ্যৎ ভালো হবে কারন LIC ভারতের সবচেয়ে বড় বিমা কম্পানি। এই কোম্পানিতে শুধু পেনশনই সয়ে।সকল বয়সের জন্য আলাদা আলাদা স্কিম, লাইফ কভারেজও দেয় তা আমরা সকলেই জানি। আজ জেনে নিন এই পেনশন স্কিমের বিষয়ে।
স্কিমের নামঃ
এই স্কিমের নাম সরল পেনশন স্কিম (LIC Saral Pension Plan).
LIC এর দুর্দান্ত প্ল্যান, মাত্র একবার টাকা দিয়ে সারাজীবন সুবিধা পাবেন।
কারা, কিভাবে পারবেন বিনিয়োগ করতে?
যদি কোন ব্যক্তি ৪০-৮০ বছর বয়সের মধ্যে হন তাহলে তিনি LIC Saral Pension Plan স্কিমের আওতায় আসবেন। এই স্কিমে বিনিয়োগকারীরা ৪০ বছর বয়সেই আবেদন জানাতে পারবেন এবং ৮০ বছর বয়স অব্দি এই টাকা পাবেন। যদি কোন ব্যক্তি ১০ লাখ টাকা বিনিয়োগ করেন তবে তিনি চাইলে প্রতি মাসে, ৩ মাসে, ৬ মাসে এবং বছরে পেনশন নিতে পারবেন।
LIC Pension Plan Single premium
এই স্কিমে ন্যূনতম পেনশন 1000 টাকা প্রতি মাসে, তিন মাসে 3000 টাকা, ছয় মাসে 6000 টাকা এবং বারো মাসে 12 হাজার টাকা পেনশন পেতে পারেন। LIC Saral Pension Plan পলিসি শুরু হওয়ার ৬ মাসের পর ব্যাক্তি এই স্কিম বন্ধ করতে পারবেন। এই পেনশন পেতে হলে বিনিয়োগকারীকে এককালীন একটি মোটা অঙ্কের বিনিয়োগ করতে হবে। সাধারনত অবসর গ্রহনের পর চাকরিরত ব্যক্তির কিছু অর্থ জমে যেমন PF বা ব্যাংকে।
গ্রাহকদের কথা ভেবে আবারও সুদের হার বাড়ালো জনপ্রিয় এই রাষ্ট্রয়ত্ব ব্যাংক।
সেই টাকা আপনি LIC তে বিনিয়োগ করে মাসে ১২,০০০ টাকা অব্দি প্রতি বছরে পেতে পারেন। শুধু তাই নয় এই স্কিমের অধিনে থাকা ব্যক্তি বিনিয়োগের ৬ মাস পর লোন নিতে পারবেন তার সঞ্ছিত অর্থের পরিবর্তে। এছাড়া যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তবে নমিনি সেই অর্থ পাবেন। আপনি পেনশন দুই ভাবে পেতে পারেন, সিঙ্গল লাইফ, জয়েন্ট লাইফ। তাহলে দেরি না করে নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করে নিন।