LIC New Scheme: এলআইসির এই স্কিমে একবার বিনিয়োগ করে সারা জীবন 1 লক্ষ টাকার পেনশন! নতুন স্কিম সম্পর্কে জানুন

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প এনে হাজির করেছে (LIC Scheme). বিভিন্ন বয়সী মানুষদের জন্য এলআইসির এই স্কিমগুলি খুব উপকারী। বর্তমানে অবসর গ্রহণ করা ব্যক্তিরা এলআইসির নতুন প্রকল্প থেকে সহজে উপকার পেতে পারেন। মাত্র একবার বিনিয়োগ করে এই প্রকল্প থেকে এক লক্ষ টাকার পেনশন পাওয়া যায়।

এলআইসির এই স্কিম এতটা লাভজনক যে অনেকেই এখানে বিনিয়োগ করা শুরু করেছেন। অবসরের পর সকলেরই চিন্তা থাকে জীবনযাপন যাতে সঠিকভাবে চলে। সেক্ষেত্রে এলআইসির এই প্রকল্প (LIC Scheme) নিঃসন্দেহে সাহারা হয়ে উঠবে। এখানে আপনি টাকা বিনিয়োগ করলেই মোটা অর্থের পেনশন পাবেন।

১০০০ টাকা রাখুন রিটার্ন পান ১০ কোটি। কোথায় এবং কিভাবে বিনিয়োগ করবেন? জেনে নিন

LIC Scheme 2024 | এলআইসি স্কিম ২০২৪

এলআইসির এই নতুন স্কিমটির (LIC Scheme) নাম হল জীবন শান্তি। এলআইসির এক স্কিমে নিয়মিত আয়ের প্রবাহ নিশ্চিত করা হয় এবং বিনিয়োগকারীর টাকা নিরাপদে থাকে। এখানে একবার বিনিয়োগ করে সারা জীবন পেনশন পাবেন। একজন বিনিয়োগকারী এই প্রকল্প থেকে এক লক্ষ টাকার পেনশন পেতে পারবেন।

এবার জেনে নেওয়া যাক এই স্কিমের কিছু নিয়ম আর এই স্কিমে আপনারা কিভাবে টাকা বিনিয়োগ করা যায়, সেই বিষয়ে বিস্তারিত। তবে এখানেই শেষ নয়, এই স্কিমে পেনশনের সঙ্গে মিলবে অন্যান্য সুবিধা। যদি পলিসির মেয়াদে ধারক মারা যান, তবে তাঁর অ্যাকাউন্টে থাকা পুরো পরিমাণটি পেয়ে যাবেন নমিনি। ১১ লক্ষ টাকার বিনিয়োগে নমিনি পাবেন ১২ লক্ষ ১০ হাজার টাকা।

বিরাট লাভ! এলআইসির এই পলিসি দিচ্ছে লাখ লাখ টাকার রিটার্ন! নিমিষে হবেন বড়লোক

LIC New Scheme Eligibility

এলআইসির এই পেনশন প্রকল্পের জন্য বিনিয়োগ করতে পারবেন ৩০ থেকে ৭৯ বয়সী ব্যক্তিরা। এই স্কিমে যেমন গ্যারান্টিযুক্ত পেনশন পাওয়া যায় এর সাথে অন্যান্য সুযোগ -সুবিধাও মেলে। LIC-এর এই নতুন স্কিমে দুটি পেনশন অপশন রয়েছে। যার মধ্যে একটি হল প্রথমটি হল, একক জীবনের জন্য বিলম্বিত বার্ষিকী আর দ্বিতীয়টি, যৌথ জীবনের জন্য বিলম্বিত বার্ষিকী৷ অর্থাৎ, আপনি চাইলে এখানে একক পরিকল্পনার জন্য বিনিয়োগ করতে পারবেন। আবার যৌথ বিনিয়োগের বিকল্প বেছে নিতে পারবেন।

LIC-এর স্কিমে কিভাবে পাবেন ১ লাখ টাকা?

আসলে এলআইসির জীবন শান্তি যোজনা হলো একটি জনপ্রিয় বার্ষিক পরিকল্পনা। একজন ব্যক্তি অবসর গ্রহণের পর এই স্কিমের দ্বারা নির্দিষ্ট হারে পেনশন পেতে পারবেন। এই স্কিমের বিনিয়োগের ক্ষেত্রেও যথেষ্ট সুদ পাওয়া যায়।

যদি কোন ব্যক্তির বয়স ৫৫ বছর হয়, এবং এলআইসির জীবন শান্তি প্রকল্প কেনার জন্য তিনি ১১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, সেটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। সেই ব্যক্তি ৬০ বছর পর থেকে প্রতি বছর ১ লক্ষ ২ হাজার ৮৫০ টাকা করে পেনশন পাবেন। ‌ তবে ব্যক্তি যদি চান ছয় মাস অন্তর কিংবা প্রতিমাসেও পেনশন নিতে পারবেন। ‌

Purbasha