Govt Scholarship: মাধ্যমিক, HS পাশে সরকারি স্কলারশিপের তালিকা। কত নম্বর থাকলে কোন স্কলারশিপ পাবেন?

Government Scholarship 2025

ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার স্বার্থে চালু হয়েছে বিভিন্ন সরকারি স্কলারশিপ (Govt Scholarship). পশ্চিমবঙ্গের দুই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা হিসেবে বিবেচিত হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন। এই দুই পরীক্ষায় ভালো নম্বর করা ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের সাহায্য প্রদান করা হয়। কিন্তু কত নম্বরে কোন স্কলারশিপ পাওয়া যায়? কোন স্কলারশিপে কত টাকা দেওয়া হয়? দেখে নিন সরকারি স্কলারশিপের তালিকা।

Govt Scholarship List 2025

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সকল ছাত্র-ছাত্রীরা অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে নতুন শ্রেণীতে ভর্তি হয়েছেন, গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনা করছেন, তাঁদের জন্য রয়েছে বিভিন্ন সরকারি বৃত্তি।

মাধ্যমিকে ৭০০ নম্বরের মধ্যে যারা ৩৫০ নম্বরের বেশি এবং উচ্চমাধ্যমিকে যারা বেস্ট অফ ফাইভের ভিত্তিতে ৫০০ এর মধ্যে ২৫০ নম্বরের বেশি পেয়েছেন সেই সকল ছাত্র-ছাত্রীরা সরকারি স্কলারশিপের সাহায্য পেয়ে থাকবেন। এছাড়া ৫০ শতাংশের চেয়ে বেশি নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা বৃত্তি প্রকল্প চালু রয়েছে ভারতে।

১) ন্যাশনাল স্কলারশিপ

ন্যাশনাল তথা কেন্দ্রের (Central Government) তরফে এই স্কলারশিপ চালু করা হয়েছে। বৃত্তি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সেই সকল ছাত্র-ছাত্রীরা যাদের পূর্ববর্তী পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর রয়েছে। যেকোনো মেধাবী পড়ুয়া এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। ন্যাশনাল স্কলারশিপে ৫০,০০০ টাকার আর্থিক সহায়তা করা হয়।

আরও পড়ুন: জগদীশ চন্দ্র বোস স্কলারশিপে ৪৮,০০০ টাকা ও ল্যাপটপ পাবেন শিক্ষার্থীরা। কারা পাবেন সুবিধা? আবেদন জানাবেন কিভাবে?

২) নবান্ন স্কলারশিপ

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কলারশিপ চালু করেছেন। পূর্ববর্তী পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকা পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তি প্রকল্পের ১০ হাজার টাকা এককালীন সহায়তা করা হয়।

৩) ওয়েসিস স্কলারশিপ

পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকারের (WB Government) তরফে চালু করা হয়েছে ওয়েসিস বৃত্তি প্রকল্প। এই স্কলারশিপে আবেদন করতে পারবেন সেই সকল ছাত্র-ছাত্রীরা যারা পূর্ববর্তী পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়েছেন ও এসসি/এসটি/ওবিসি শ্রেণিভুক্ত। এই স্কলারশিপে ২০০০ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়।

৪) ঐক্যশ্রী স্কলারশিপ

পশ্চিমবঙ্গের মাইনরিটির অন্তর্গত ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ চালু হয়েছে। এই বৃত্তি প্রকল্পে ৬০০০ থেকে ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়ে থাকে। আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন জমা করতে পারবেন।

৫) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

এই বৃত্তি প্রকল্প মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য নির্মাণ করা হয়েছে। পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু হওয়া এই বৃত্তি প্রকল্পে ১২,০০০ টাকা থেকে ১৮,০০০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।স্নাতকোত্তর স্তর পর্যন্ত বৃত্তির সাহায্য পাওয়া যায়।‌

৬) ঐক্যশ্রী SVMCM

এই স্কলারশিপটিও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশের অধিক নম্বর পেলে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীভুক্ত পড়ুয়া এই স্কলারশিপের সুবিধা পাবেন। ১২০০০ টাকা থেকে ৬০ হাজার টাকার আর্থিক সাহায্য করা হয়।

আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে নয়া ঘোষণা বিকাশ ভবনের তরফে। পড়ুয়াদের জেনে নেওয়া দরকার

উপসংহার

আজকের প্রতিবেদনে বেশ কিছু সরকারি বৃত্তির প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও আলাদাভাবে কিছু স্কলারশিপ চালু রয়েছে বাংলা ও ভারতবর্ষে। রয়েছে বেশ কিছু বেসরকারি বৃত্তি।‌ অনলাইনে সার্চ করলে সেইসকল কলারশিপের সম্পর্কে বিষয়ে তথ্য পেয়ে যাবেন।

Related Articles

Back to top button