Lottery Tips : লটারি কাটার গোপন নিয়ম! এই নিয়মে লটারি কাটলে জেতার চান্স শতভাগ, Big Chance!

Lottery Tips : একবার এই নিয়মে লটারি কেটেই দেখুন, রাতারাতিই হয়ে যাবেন মালামাল

মাত্র ৬ টাকা বানাতে পারে একজন মানুষকে কোটিপতি (Lottery Tips)। কিন্তু সেটি সম্পূর্ণ ভাগ্যের উপরই নির্ভর করে। তবে অনেকেই লটারি কাটতে ভয় পেয়ে থাকেন। যদি সেই লটারি পুরষ্কারের নম্বরগুলির তালিকায় না থাকে। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে, কীভাবে লটারি নম্বর দেখে কিনলে জেতা যাবে পুরষ্কার।

আরও পড়ুন, মাত্র ৬ টাকার টিকিট কেটে কে হলেন আজকের কোটিপতি, আপনি নন তো? জেনে নিন

অনেকে বছরের পর বছর লটারি কেটে যাচ্ছে, কিন্তু লাভের কোনও মুখই দেখতে পাচ্ছেন না (Lottery Tips)। আবার অনেকে জানেন ই না কীভাবে লটারির মাধ্যমে পুরষ্কার জেতা যায়। এই প্রতিবেদনটি তাদের সকল প্রশ্নের সমাধান করবে। তাই দেরি না করে এখনই দেখে নেওয়া যাক লটারি জেতার উপায়গুলি।

লটারি কাটার ক্ষেত্রে নম্বরের ভূমিকা অন্যতম (Lottery Tips)। কারণ লটারিতে থাকা নম্বরের ভিত্তিতেই পুরষ্কার জেতা সম্ভব হয়। তাই নম্বর বাছাইয়ের ক্ষেত্রেও মানতে হবে কয়েকটি বিশেষ নিয়ম-
১) লটারি বাছাইয়ে কম নম্বর দিয়ে শুরু লটারি বাছুন (Lottery Tips)। যেমন -১ কারণ দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে লটারির বিজেতার লটারি নম্বরে ১ থাকে।
২) দুটি জোড় সংখ্যার লটারি বাছুন। যেমন- ৬ বা ৮।
৩) দুটি বিজোড় সংখাযুক্ত লটারি বেছে নিতে পারেন। যেমন- ৩ বা ৫, ৫ বা ৭, ৭ বা ৯।

উল্লেখ্য, এই বিষয়গুলি মাথায় রেখে কিনলেই যে ১০০ ভাগ নিশ্চিতভাবে লটারির পুরষ্কার পাওয়া সম্ভব হবে, তেমনটা নাও হতে পারে (Lottery Tips)। এটি বেশিরভাগ ক্ষেত্রে ভাগ্যের উপরও নির্ভর করে। তবে এই পন্থায় লটারি কেটে দেখতেই পারেন, ভাগ্য সাথ দিলে আপনিও হতে পারেন ১ কোটি টাকার মালিক। এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন, 100 টাকার এই পুরাতন নোটটির দাম উঠলো ১ কোটি টাকা, আপনার কাছে নেই তো?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button