Lottery

Lottery জেতার লাকি নাম্বার লুকিয়ে আছে আপনার কাছেই।

নিজের ভাগ্যের পরীক্ষা করার জন্য হোক বা হোক না নিজের ভবিষ্যৎ স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা, Lottery না কাটা মানুষ খুব কমই আছেন। রাজ্যে প্রতিদিন কোটি কোটি Lottery বিক্রি হয় যার মাধ্যমে অনেকেই বিজয়ী হয়ে নিজের স্বপ্ন পূরণ করেই ফেলেন। অনেকে বলেন লটারি জেতা ভাগ্যের খেলা। তবে কিছু যুক্তি, অভিজ্ঞতা, স্ট্যাটিসটিক্স, অঙ্কের হিসেব মেনে Lottery কাটলে তাতে কাজ হতেও পারে। আসুন দেখে নি কিছু তথ্য।

Advertisement

টাকার দরকার আছে সবার। এই পৃথিবীতে এমন কোনও মানুষই খুঁজে পাওয়া যাবে না যার টাকার দরকার নেই। যদিও থাকে তাদের খুঁজে পাওয়া মুশকিল। মুকেশ আম্বানি থেকে আদানি, কেউ থেমে নেই। অবিরাম ছুটে চলেছে টাকার পেছনে। তবে মুহূর্তে কুবেরের ধন পেতে লটারির মাধ্যমে নিজের ভাগ্যকে যাচাই করে অনেকেই। আর দীপাবলি এলে আর তো কথাই নেই।

শুধু Lottery কাটলেই হবে না, টিকিট বাছাই অর্থাৎ নাম্বার বাছাই করার পদ্ধতি জানতে হবে। খেয়াল করলে দেখবেন, যারা প্রায়ই লটারির প্রাইজ জিতছে তারা দোকানে গিয়ে কখনোই অন্যদের পছন্দ করা টিকিট বেছে নেয় না। আবার দোকানে গিয়েই হঠাৎ করে একটা টিকিট কিনে নেয় না। ধীরে সুস্থে বিভিন্ন ক্যালকুলেশন করার পরেই টিকিট বাছে। বহু পর্যবেক্ষণের মাধ্যমে আজ আমরা কয়েকটি নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক।  

Ads

ধরা যাক, আপনার নাম হলো রমা প্রসাদ। এক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে কটা অক্ষর আছে? ২+৩= ৫। তাহলে প্রথমে যেই লাকি নাম্বার পাওয়া গেল তা হল ৫। এভাবে আপনি আপনার নাম ধরে হিসেব করে নিন। এবারে Lottery – এর সাথে আপনি কিভাবে এই নাম্বার মেলাবেন। সাধারণত লটারিতে ৫ টা নাম্বার থাকে।

Advertisement

Lottery জেতার গোপন 4টি অব্যর্থ ফর্মুলা! শুভ দীপাবলিতে ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য।

এবারে ধরা যাক, Lottery – এর নাম্বার হল ৩৯৬৫৪। এবারে আপনাকে এই সঙ্খ্যাগুলিকে যোগ করতে হবে। অর্থাৎ, ৩+৯+৬+৫+৪= ২৭। এবারে আবার এই ২ টি অঙ্ক যোগ করতে হবে। অর্থাৎ, ২+৭= ৯। এবারে আপনাকে মিলিয়ে দেখতে হবে যে এই নাম্বার ২ টি একই হচ্ছে কিনা? আর লটারির টিকিটের মধ্যে অবশ্যই আপনাকে আপনার নাম এর যোগফল এর নাম্বারটি থাকতেই হবে। যেই দোকানে পাবেন, সেই দোকান থেকেই নেবেন। যদি এক হয়ে যায় তাহলে আর ঠেকায় কে?

Advertisement

আরও একটি কৌশল থাকছে আপনাদের জন্য। ১৯৯০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সব থেকে বেশি জেতা লটারির নম্বর গুলির মধ্যে ১ সংখ্যাটি ছিল সবথেকে বেশি। সুতরাং, বুঝতেই পারছেন Lottery কেনার সময় লটারির নম্বরে ১ থাকা আবশ্যক। এছাড়াও আরেকটি সংখ্যা বিশেষভাবে লক্ষ্য করা যায় সেটা হল ৮ নম্বর এর আশেপাশের সংখ্যা অর্থাৎ, ৭ এবং ৯। এই ধরণের নম্বর থাকা লটারি গুলি বেশি প্রাইজ জিতে থাকে।

Ads

লটারি জেতার বৈজ্ঞানিক উপায়, খুব সহজেই ভাগ্যবান হওয়ার গোপন সুত্র।

এমন টিকিট পছন্দ করুন যে টিকিটের নম্বর পরপর সংখ্যা রয়েছে। যেমন ধরুন ৮-৯, ৩-৪, ৫-৬, ৯-০, ১-২ ইত্যাদি। বিশেষজ্ঞরা দেখেছেন Lottery – এর মাধ্যমে জেতা টিকিটের নম্বরগুলি বেশিরভাগই বিজোড় সংখ্যা থাকে। যেমন, ৩৫৭১৯, ৭৩১৯৩ ইত্যাদি। আপনি চাইলে একটি লটারির মধ্যে দুটি বিজোড় সংখ্যা থাকলেও সেই লটারি পছন্দ করতে পারেন। এই ধরনের লটারিতে প্রাইজ পাওয়ার সম্ভাবনা ৫০-৬০ শতাংশ।

এছাড়াও আরও অনেক গোপন ফর্মুলার পোস্ট আপলোড করা আছে আমাদের ওয়েবসাইটে। নতুন হলে একবার চোখ বুলিয়ে দেখতে পারেন। টিপস গুলোকে অনুসরণ করে নিজের কাজে লাগানোর চেষ্টা করুন। আশা করি সফলতা পাবেন। উপরে উল্লেখিত সমস্ত নিয়ম গুলি ফলো করার সাথে সাথে আপনার ভাগ্য যদি আপনার সঙ্গ দেয়, আপনি নিশ্চিত লটারির বড় প্রাইজ জিততে পারেন। তবে এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা আপনাকে কখনোই লটারি কাটতে উৎসাহিত করছি না। লটারি কাটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। কোনভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হলে ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *