Lottery Winning Tips – লটারি জেতার নতুন উপায়, না জানলে লস করবেন।
Lottery Winning Tips – লটারির টিকিট কাটার আগে দেখে নিন পদ্ধতি।
মাত্র একটি লটারির টিকিট বদলে দিতে পারে যে কোনো ব্যক্তির ভাগ্য (Lottery Winning Tips)। আর সেই আশাতেই মাসের পর মাস বা বছরের পর বছর লটারির টিকিট কেটে থাকেন সাধারণ মানুষ। কিন্তু তাদের মধ্যে অনেকেই আছেন যারা বিজয়ী না হতে পারার কারণে দ্বিতীয়বার আর লটারির টিকিট কাটতে চান না। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে কিভাবে লটারির টিকিট কাটলে বিজয়ী হওয়া সম্ভব।
লটারির টিকিট কাটার আগে জেনে নিন এই পদ্ধতিগুলি-
১) লটারির টিকিট কাটার আগে যে নম্বরগুলি সবার প্রথমে দেখতে হবে, তা হল শেষ চারটি নম্বর। যেমন শেষ নম্বর হতে পারে 3,4,5,8,9. সংবাদ মাধ্যম সূত্র অনুসারে, বেশিরভাগ ক্ষেত্রে যে লটারির টিকিটগুলির মাধ্যমে মানুষ টাকা জিতেছেন, তার মধ্যে সবথেকে বেশি 3,5,9 এই সংখ্যাগুলি শেষ নম্বর হিসেবে রয়েছে। (Lottery Winning Tips)
রেশন কার্ড বাতিল হবে এই 4 টি নিয়ম না মানলে, সাথে নেওয়া হবে আইনি ব্যবস্থাও
২) বিভিন্ন সমক্ষায় দেখা গেছে, মিডল নম্বরে যে সংখ্যাগুলি রয়েছে সেই অনুসারে শেষ নম্বর বা লাস্ট ডিজিট নির্ধারণ করা হয়। মিডল নম্বরে যে সংখ্যাগুলি থাকে সেই নম্বরগুলিই শেষ নম্বর হওয়ার সম্ভাবনা থাকে।হবে। যেমন- মিডল নম্বর 68, তাহলে লাস্ট ডিজিটটি 6 বা 8 হতে পারে। এছাড়া মিডল নম্বর দু’টির যোগফল হিসেবে যেই নম্বর হবে তার আগের সংখ্যাটি বা সেই সংখ্যাটি এবং তার ঠিক পরের সংখ্যাটি লটারির লাস্ট ডিজিট দু’টির যোগফলের সমান হবে। (Lottery Winning Tips)
৩) লটারির টিকিটের মাধ্যমে বিজেতা হতে গেলে ব্যাক নম্বর, মিডল নম্বর এবং শেষ নম্বরগুলির প্রাধান্য বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই মিডল নম্বর দুটির যোগফল ও ব্যাক নম্বরটি সমান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া মিডিল নম্বর হিসেবে ব্যাক নম্বরের সংখ্যাটি বা তার পূর্বের সংখ্যার বিপরীত সংখ্যা দুটিও হতে পারে। যেমন- ব্যাক নম্বর যদি 8 হয়, তবে মিডল নম্বর হতে পারে 53 বা 21. (Lottery Winning Tips)
রেশন সামগ্রীর বদলে ভর্তুকির টাকা এবার ব্যাংক একাউন্টে, কিভাবে পাবেন দেখুন
উল্লেখ্য, ব্যাক নম্বরের নম্বরটি বা তার পরবর্তী নম্বরটি লাস্ট ডিজিট হতে পারে। যেমন- ব্যাক নম্বর 7 হলে লাস্ট ডিজিট হতে পারে 7 বা 8. মিডল নম্বরে যে সংখ্যাদুটি থাকবে সেগুলিও লটারির টিকিটের লাস্ট ডিজিট হতে পারে। যেমন- মিডল নম্বর হিসেবে 3 ও 4 থাকলে লাস্ট ডিজিট হিসেবে 3 বা 4 হতে পারে। (Lottery Winning Tips)
বিশেষ দ্রষ্টব্য- আমাদের নিউজ পোর্টাল কোন ধরনের গ্যারান্টি প্রদান করছে না যে এই কৌশলগুলি ফলো করলেই আপনি লটারি জিততে পারবেন। কিংবা এই ধরনের খেলায় যোগদান করার জন্য কোন উৎসাহ প্রদান করছে না। আপনি যদি এমন কোন খেলায় উৎসাহিত হয়ে থাকেন তবে নিজ বিবেচনায় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কোনো রকম ভুল পদক্ষেপের জন্য আমাদের নিউজ পোর্টাল কোন ভাবে দায়ী নয়।
প্রতিদিন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manika Basak.
ভারতে ফিক্সড ডিপোজিটে নয়া দিগন্ত! এই স্কীমে পাবেন সর্বোচ্চ সুদ