ব্যবসা latest business idea below 10k

ব্যবসাই পথ দেখাবে। কারণ, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এখন মাত্রাতিরিক্ত দ্রব্যমুল্যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। অপরদিকে রাজ্য তথা সারা দেশেই চাকরির বেহাল পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তার কোন ইয়ত্তা নেই। এমন পরিস্থিতিতে ব্যবসাই হয়ে উঠতে পারে জীবন পাল্টে দেবার মোক্ষম উপায়। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement

ব্যবসা করতে গেলে থাকে স্বাধীনতা, কাজে অতিরিক্ত চাপ না থাকায় কাজে বেশি গুরুত্ব দেওয়া যায়।

বর্তমানে মোবাইল (Mobile) ব্যবহার করে না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শুধু তাই নয়, অনেক পরিবারে থাকে একাধিক আধুনিক প্রযুক্তির অ্যান্ড্রয়েড মোবাইল। তবে মোবাইল থাকলেই তার সাথে সাথে আনুসাঙ্গিক অনেক কিছুই আছে যা এর সাথে সাথে প্রয়োজন হয় ব্যবহারকারীদের। এই নিয়েই আমাদের আজকের প্রতিবেদন।

যেকোনো Business করতে গেলেই আগে যেটি প্রয়োজন, তা হলো উপযুক্ত স্থান। সঠিক স্থান নির্বাচন না করতে পারলে ব্যবসায় লাভের মুখ দেখা খুব দুষ্কর। New Business সেখানেই চলবে যেখানে মানুষের নিরন্তর আনাগোনা থাকে। এক্ষেত্রে বাজার সবথেকে ভালো জায়গা। কিন্তু সবার বাড়ির কাছে বাজার সবসময় থাকে না।

Ads

আর এক্ষেত্রে সঠিক পজিশনে দোকান পাওয়া সহজ নয়। এক্ষেত্রে যদি রাস্তার সাথেই বাড়ি থাকে, তাহলে নিজের বাড়িতেই করা যাবে এই ব্যবসা। আর এক্ষেত্রে বাড়তি দোকান ভাড়া দিতেও হবে না। ফলে মাসিক খরচও বেশ কমে যাবে। আর দোকানের জন্য অনেক সময় দেওয়া যাবে।

Advertisement

এবারে আসি আসল কথায়। মোবাইল (Mobile) বিক্রির দোকান করতে গেলে যেমন অনেক টাকা বিনিয়োগ করতে হয়, এক্ষেত্রে সেই বিনিয়গের পরিমাণ অনেক কম। আর মোবাইলের তুলনায় মোবাইল অ্যাক্সেসরিজ এর প্রয়োজনীয়তা গ্রাহকদের অনেক বেশি। চাহিদা থাকলে ব্যবসায় লাভও পাওয়া যায় বেশি।

Advertisement

কম খরচে বাম্পার লাভ হওয়ায় এই Business নিজের বাড়িতেই ছোট স্টল করে স্বল্প খরচেই শুরু করা যায়। আর এই Business Idea কোন নির্দিষ্টকালীন সময়ের জন্য নয়। বরং সারা বছর এই ব্যবসা চলে রমরমিয়ে। আর উৎসব এলে তা বেড়ে যায় অনেকটাই। বর্তমানে মোবাইলের চার্জার, মোবাইল স্ট্যান্ড, ইয়ারফোন, ব্লুটুথ এর ব্যবহার তো আছেই।

Ads

এর সাথে সাথে আছে ইউএসবি ফ্যান, লাইট, অনেক ধরনের কেবল, লাইটিং স্পিকার, কার্ড রিডার, সাউন্ডবার স্পিকার এর মতো অনেক কিছুই নতুন মডেলে বাজারে এসেছে। এই জিনিসগুলির প্রচুর চাহিদাও রয়েছে। কোনও ব্যক্তি যদি এখন এই ব্যবসা শুরু করেন, তাহলেও মোটা টাকা উপার্জন করা যেতে পারে। এর পাইকারি মুল্য কম থাকায় অল্প পুঁজি নিয়েই যে কেউ এই Business Idea শুরু করে দিতে পারেন।

স্বল্প পুঁজির বিনিয়োগে এবারের শীতে কামান লাখ লাখ টাকা। আইডিয়া কাজে লাগান, স্বাবলম্বী হন।

মোবাইল অ্যাক্সেসরিজের Business শুরু করার সময় প্রথমেই জেনে নেওয়া দরকার কোন ধরণের প্রোডাক্টের ওপরে মানুষের বেশি আকর্ষণ আছে। সেই জিনিসই কিনতে হবে। একসঙ্গে অনেক আইটেম কেনার মতো ভুল না করে অল্প আইটেম দিয়ে ব্যবসা শুরু করুন। বিভিন্ন ক্যাটাগরির জিনিস কিনলে গ্রাহকদের সুবিধা হবে, দোকানটি জনপ্রিয়তা পাবে। তারা অনেক ক্যাটাগরির জিনিস দেখতে পাবে।

এটি এমন একটি Business যা পার্ট টাইম বা ফুল টাইম দু’ভাবেই করা যেতে পারে। Mobile Accessories Business ভালো লাভজনক। এই Business Idea – তে খরচের 2-3 গুণ লাভ সহজেই পাওয়া যায়। একটি জিনিস 12 টাকায় কিনলেন হোলসেল মার্কেট থেকে। সেক্ষেত্রে সেই জিনিসটি সহজেই 40 থেকে 50 টাকায় বিক্রি করতে পারেন। যার অর্থ সহজেই 2-3 গুণ লাভ করা যায়।

এককালীন 3 লাখ টাকা দিয়ে মাসে 45 হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে ষ্টেট ব্যাংক।

Mobile Accessories Business করতে কেমন খরচ?
সবচেয়ে ভালো ব্যাপার হল মাত্র 5-10 হাজার টাকা খরচ (Low Cost Business) করেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। তবে এক্ষেত্রে আসল বিষয় হল কাস্টমারের সাথে ভালো ব্যবহার। কাস্টমার ডিলিং ভালো থাকলে তারাই আপনাকে নিত্যনতুন গ্রাহক এনে দেবে। দোকানে লাকি কুপন ড্র এর মতো আকর্ষণীয় অফার নিজের ব্যবসা চালু করতে সাহায্য করবে।

মাল কোথা থেকে কিনবেন?
কোলকাতার শিয়ালদহ, ক্ষিদিরপুর, চাঁদনী এলাকায় পাইকারি মোবাইল অ্যাক্সেসরিজ এর বাজার আছে। সেখান থেকে আপনি অনেক কম দামে ভালো কোয়ালিটির মাল কিনতে পারবেন। তবে আর দেরি না করে ভাবা শুরু করুন আজ থেকেই। আরও অনেক রকম Business Idea পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। কোন জিজ্ঞাস্য থাকলে অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *