Personal Loan : কোন ব্যাংকে সহজে ও সবচেয়ে কম সুদে পার্সোনাল লোন পাওয়া যায়?
Lowest Personal Loan Interest Bank
বর্তমানে যে কোনো প্রয়োজনে আমাদের ব্যক্তিগত ঋণ (Personal Loan) নিতেই হয়। তা সে বাড়ি, গাড়ি কেনার জন্য হোক কি চিকিৎসা, শিক্ষা কি বিবাহ। মোট কথা হঠাৎ করে টাকার দরকার হলে আমরা ব্যাংকের দ্বারস্থ হই ঋণ নেওয়ার জন্যই। কিন্তু পার্সোনাল লোনের জন্য আবেদন করার আগে অবশ্যই মনে রাখতে হবে, কোন ব্যাংকে কম সুদে লোন পাওয়া যাচ্ছে। কারণ কম সুদে লোন পেলে তবেই আপনার ঋণের বোঝা কম হবে।
Low Interest Personal Loan Banks
ভারতীয়দের জরুরি আর্থিক চাহিদা মেটানোর জন্য জরুরী ও জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে পারসোনাল লোন। দেশের প্রথম সারির ব্যাংক গুলি গ্রাহকদের ব্যক্তিগত ঋণ দিয়ে থাকে। আর তার মধ্যে অন্যতম হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) এরা দেশের মধ্যে শীর্ষস্থানীয় আর প্রতিযোগিতামূলক ব্যক্তিগত ঋণ অফার করে থেকে। আজকের এই প্রতিবেদনে আমরা এমন তিনটি ব্যাংকের মধ্যে তুলনা করব।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)
দেশের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর লাখ লাখ গ্রাহক। আর এই ব্যাংক ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক এবং সাশ্রয়ী ঋণের জন্যও দারুণ ভাবে পরিচিত। প্রতিবছর এখান থেকে প্রচুর মানুষ ঋণ গ্রহণ করেন। এই বছর অর্থাৎ ২০২৫ সালে এসবিআই -এর ব্যক্তিগত ঋণের বৈশিষ্ট্যগুলি দেখে নিন।
- স্টেট ব্যাংকের সুদের হার: এই ব্যাংক ১১.১৫% থেকে ১৫.৩০% প্রতি বছর হারে সুদ প্রদান করে।
- এখান থেকে ২৫,০০০ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করা যায়।
- স্টেট ব্যাংকে ঋণের মেয়াদ ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত। এর পাশাপাশি
- এখানে প্রসেসিং ফি হলো ঋণের পরিমাণের ১.৫% (১,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা)। এছাড়াও আছে বিশেষ সুবিধা। যেমন,
- এসবিআই-এর “এক্সপ্রেস ক্রেডিট” দ্রুত লোন অনুমোদন আর সঙ্গে কম প্রসেসিং ফি অফার করে থাকে।
- মহিলা ঋণগ্রহীতা হলে ০.৫% সুদের হারে ছাড় পান।
আরও পড়ুন: 2 লাখ রাখলে হাতে পাবেন 6 লাখ! পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করে কোটিপতি হওয়ার হাতছানি
আইসিআইসিআই ব্যাংক (ICICI BANK)
ভারতের ওপর গুরুত্বপূর্ণ একটি ব্যাংক হলো আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank). এই ব্যাংক তার গ্রাহকদের কাছে প্রতিযোগিতামূলক সুদের হার আর সঙ্গে ডিজিটাল ঋণ প্রক্রিয়ার জন্যও পরিচিত। ২০২৫ সালে এই ব্যাংকের কিছু ব্যক্তিগত ঋণের বৈশিষ্ট্য হল-
- এখানে সুদের হার প্রতিবছরে ১০.৮৫% থেকে ২২%.
- এখানে ঋণ নেওয়া যায় ৫০,০০০ টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত।
- ঋণের মেয়াদ ১২ মাস থেকে ৭২ মাস।
- এখানে ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রসেসিং ফি: নেওয়া হয় ঋণের পরিমাণের ২.৫% পর্যন্ত। এর পাশাপাশি থাকছে বিশেষ সুবিধা। আর সেটি হল
- আইসিআইসিআই ব্যাঙ্কের “ইন্সটা পার্সোনাল লোন” যা গ্রাহকদের তাৎক্ষণিক ঋণ প্রদান করে। এছাড়া যদি আপনার ৮০০ বা তার বেশি ক্রেডিট স্কোর থাকে, তাহলে কম সুদের হার পাওয়া যায়।
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
আমরা যে তিনটি ব্যাংকের বিষয় আলোচনা করছি তার মধ্যে অন্যতম হলো এইচডিএফসি ব্যাঙ্ক। এই ব্যাংক থেকে যদি আপনি লোন দেন তাহলে কি কি সুবিধা পাবেন? আসুন সেটাই দেখে নেওয়া যাক। এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ব্যক্তিগত ঋণ নেওয়ার মূল বৈশিষ্ট্যগুলি হল-
- এখানে সুদের হার হলো ১০.৫০% থেকে ২৪% প্রতি বছর।
- এখান থেকে আপনি ৫০,০০০ টাকা থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
- ঋণের মেয়াদ হল ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত।
- এছাড়া, প্রসেসিং ফি মূলত ঋণের পরিমাণের উপর ২.৫% পর্যন্ত। এর পাশাপাশি কিছু বিশেষ সুবিধা থাকছে।
আরও পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাক ও ৩টি জনপ্রিয় ব্যাংক কে জরিমানা। মহা চিন্তায় কোটি কোটি গ্রাহক
উপসংহার
তাহলে আপনারা দেখে নিলেন তিনটি ব্যাংকের ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বৈশিষ্ট্য আর কোথায় আপনি কত কম সুদে ঋণ পাচ্ছেন। এই প্রতিবেদন আশা করা যায় আপনাদের উপকার হয়েছে। আরো বিস্তারিত জানতে ব্যাংকের শাখায় ভিজিট করুন।