Rule Change From December: রান্নার গ্যাস থেকে ব্যাংকের নিয়ম! সব আমূল বদলে যাচ্ছে 1 ডিসেম্বর থেকে। একনজরে জেনে রাখুন
This Three Rule Change From 1st December
সাধারণত প্রত্যেক মাসের শুরুতেই দেখা যায় বেশ কিছু নিয়মে বদল এসেছে (Rule Change From December). তা সে রান্নার গ্যাসের দাম হোক, ব্যাংকের নিয়ম, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি সব ক্ষেত্রেই কম বেশি বদল দেখা যায়। অক্টোবর ও নভেম্বর মাসের পর সামনে আসন্ন ডিসেম্বর মাস। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে, এই মাসেও বেশ কিছু নিয়মে বদলে আসতে চলেছে। তাই মাস পড়ার আগেই জেনে নেওয়া জরুরী, ঠিক কোন কোন নিয়ম বদলাতে চলেছে। আপাতত সম্ভাবনা বলছে, ডিসেম্বর থেকে নিয়ম বদল হতে চলেছে এলপিজি (LPG), ট্রাই (TRAI) ও ক্রেডিট কার্ডের (Credit Card)।
Rule Change From December 2024
দেখতে দেখতে বছরের শেষ পর্বে পৌঁছে গিয়েছি আমরা। আর হাতে রয়েছে একটা মাস। ডিসেম্বর মাসে বেশ কিছু নিয়মের বদল জনসাধারণকে প্রভাবিত করতে চলেছে। যেমন প্রত্যেক মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেতে বা কম হতে দেখা যায়। অর্থাৎ রান্নার গ্যাসের দামে বদল আসে। এছাড়াও দরকারি বেশ কিছু নিয়মকানুন বদলে যায়। ইতিমধ্যে নভেম্বর মাসটিও শেষ হতে চলেছে। সেক্ষেত্রে বড় পরিবর্তন হতে চলেছে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকে।
প্রতি মাসের মতো ডিসেম্বরের প্রথম তারিখেও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, ক্রেডিট কার্ডের নিয়ম-কানুন সহ অনেক পরিবর্তন আসবে। এসব পরিবর্তনের প্রভাব সরাসরি পড়বে আমজনতার পকেটে। এর মধ্যে TRAI 1 ডিসেম্বর, 2025 থেকেই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে, যেখানে জানা যাচ্ছে যে, SBI এবং Axis Bank-এর ক্রেডিট কার্ডের নিয়মেও পরিবর্তন হতে চলেছে। এছাড়া আগামী মাস ডিসেম্বরে গ্যাস সিলিন্ডারের দাম চেঞ্জ হতে পারে। রান্নার গ্যাসের দাম পরিবর্তন হতে পারে।
১ ডিসেম্বর থেকে যে যে নিয়ম বদলাবে
১) রান্নার গ্যাসের দাম
আমরা সবাই জানি মাসের শুরুতে রান্নার গ্যাসের দামে বদল আসে। সাধারণত দেখা যায় যে, তেল বিপণন সংস্থাগুলি (OMCs) প্রতি মাসের শুরুতে অর্থাৎ ১ তারিখে LPG সিলিন্ডারের দাম পরিবর্তন করে৷ গত মাস অক্টোবরে, গ্যাস কোম্পানিগুলি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বাড়িয়েছিল। কিন্তু গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার-এর দামে কোনও পরিবর্তন আসেনি। কিন্তু এবার ডিসেম্বরে দাম বাড়বে নাকি কমবে।
২) TRAI এর নতুন নিয়ম
ডিসেম্বর মাসের শুরুতে TRAI নতুন নিয়ম চালু করতে চলেছে। স্প্যাম এসএমএস বার্তার হুমকি রোধ এবং ফিশিং আক্রমণ প্রতিরোধ করার জন্য বড় পদক্ষেপ করতে চলেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই)। ভারতের প্রথম সারির টেলিকম সংস্থাগুলি যেমন রিলায়েন্স জিও, সুনীল মিত্তালের ভারতী এয়ারটেল, এছাড়া ভোডাফোন আইডিয়া (VI) এবং রাষ্ট্রীয় মালিকানাধীন BSNL টেলিকম অপারেটরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 1 ডিসেম্বর থেকে ট্রেসেবিলিটি নিয়মগুলি কার্যকর করার জন্য। তা সত্ত্বেও কোম্পানিগুলি যদি নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়, ব্যবহারকারীরা কোনও ওটিপিই গ্রহণ করতে পারবেন না অথবা আরও দেরি হতে পারে।
৩) ক্রেডিট কার্ডের নিয়মে বদল
আগামী 1 ডিসেম্বর থেকে, Yes Bank ফ্লাইট এবং হোটেলের জন্য রিডিম করা যাবে। এছাড়া এমন রিওয়ার্ড পয়েন্টের সংখ্যাও সীমিত করা হবে বলে জানা যাচ্ছে। HDFC ব্যাঙ্ক তার রেগালিয়া ক্রেডিট কার্ড ব্যবহার কারীদের জন্য লাউঞ্জ অ্যাক্সেসের নিয়মও পরিবর্তন করছে। আগামী 1 ডিসেম্বর থেকে লাউঞ্জ অ্যাক্সেস পেতে ব্যবহারকারীদের খরচ করতে হবে প্রতি তিন মাসে 1 লাখ টাকা। ঠিক একইভাবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অ্যাক্সিস ব্যাঙ্কও তাঁদের ব্যক্তিগত গ্রাহকদের জন্য ইতিমধ্যেই রিওয়ার্ড পয়েন্টের নিয়ম এবং ক্রেডিট কার্ডের চার্জকে সংশোধন করেছে।