LPG Gas Price 2024: মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম বাড়ল! আজ থেকে চালু হল নতুন দাম।

নভেম্বরের শুরুতে রান্নার গ্যাসের দাম বেড়ে গেল

মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) বাড়বে সে আশঙ্কা অনেকদিন ধরেই ছিল আমজনতার। দিনের পর দিন ধরে রান্নার গ্যাসের দাম যে হারে বেড়েছে তাতে মধ্যবিত্তের ব্যাপক মুশকিল হচ্ছে মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দেওয়ার। এমনিতেই ভারতবর্ষের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ রীতিমতো জেরবার। সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষ বলছেন, এত দাম দিয়ে জিনিসপত্র কিনতে হলে পকেটে রীতিমত চাপ পড়ছে। আর এদিকে আবার বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম।

LPG Cylinder Price 2024

বছরের শুরু থেকেই রান্নার গ্যাসের দামের (LPG Cylinder Price) দিকে নজর ছিল জনতার। প্রায় প্রতিমাসে আশা করা হয়, এলপিজি সিলিন্ডারের দাম হয়তো কমবে। কিন্তু বাস্তবে দেখা যায় দাম কমার বদলে পুনরায় রান্নার গ্যাসের দাম বেড়ে গিয়েছে। ভারতবর্ষের নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে এত দাম দিয়ে রান্নার গ্যাস কেনা সমস্যার কারণ হচ্ছে। মধ্যবিত্তদের পক্ষেও পরিস্থিতি কঠিন হচ্ছে। তাই সকলেই আশা করছেন রান্নার গ্যাসের দাম এবার কমুক।

এদিকে চলতি বছরের শেষ দু মাসে রান্নার গ্যাসের দাম চড়লো ফের। ২০২৪ সালের শেষ হতে আর মাত্র ২ মাস। আর নভেম্বর মাসের শুরুর দিকে এলপিজি সিলিন্ডারের দাম লাফিয়ে বাড়লো। দেশজুড়ে দীপাবলীর মরশুম। উৎসবের আবহে মেতেছে ভারতবর্ষ। আর তার মাঝেই একলাফে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি কিছুটা হলেও চিন্তার কারণ হলো। ইতিমধ্যে কলকাতা-সহ গোটা দেশে কালীপুজোর মধ্যে ফের একবার বৃদ্ধি পেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।

আগের থেকেই শোনা যাচ্ছিল, নভেম্বরের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পুনরায় বেড়ে যেতে পারে এবং বাস্তবেও হল তাই। পুনরায় সিলিন্ডারের দাম বৃদ্ধি সমস্যায় ফেলল প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষকে। ‌কারণ এখন প্রত্যেকের ঘরে ঘরে রান্নার গ্যাস। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হলে আমজনতাকে অতিরিক্ত টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হবে। ‌কিন্তু আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, নভেম্বরের শুরুর দিকে রান্নার গ্যাসের দাম কতটা বেড়েছে? তাহলে আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক ভারতবর্ষের কলকাতা সহ দেশের প্রধান শহরগুলিতে বর্তমানে রান্নার গ্যাসের মূল্য কত হয়েছে।

LPG Cylinder New Price Update

অক্টোবর মাস শেষে নভেম্বর পড়ার সঙ্গে সঙ্গেই দাম বৃদ্ধি পেল বাণিজ্যিক ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের। সেক্ষেত্রে ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় বৃদ্ধি পেয়েছে ৬১ টাকা। এর ফলে বর্তমানে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের বর্তমান দাম হয়েছে ১৯১১.৫ টাকা। আগে যা ছিল ১৮৫০.৫ টাকা।

একইভাবে দেশের অন্য দুটি গুরুত্বপূর্ণ শহর দিল্লি ও মুম্বাইতেও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। ‌যা দেখা যাচ্ছে, বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে মোট ৬২ টাকা করে। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ১৮০২ টাকা ও মুম্বাইতে দাম ১৭৫৪.৫ টাকা। এছাড়া অপর গুরুত্বপূর্ণ শহর চেন্নাইতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ১৯৬৪.৫ টাকা। যা গত অক্টোবর মাসে ছিল ১৯০৩ টাকা।

499 টাকায় মিলছে গ্যাস সিলিন্ডার! কিভাবে পাবেন জানুন

তবে বর্তমানে কিছুটা স্বস্তির খবর এটাই যে, ভর্তুকিহীন ১৪.২ কেজি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু বাড়েনি। বিশেষ করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। কলকাতা শহরে এই সিলিন্ডারের মূল্য এখনো পর্যন্ত ৮২৯ টাকা রয়েছে। মার্চ মাসের পর থেকে গৃহস্থলীর গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি। দিল্লিতে দাম রয়েছে ৮০৩ টাকা, মুম্বাইতে দাম রয়েছে ৮০২.৫ টাকা এবং চেন্নাই শহরে ৮১৮.৫ টাকায় ১৪.২ কেজি রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে।

Related Articles

Back to top button