LPG

LPG সিলিন্ডারের দাম কমাতে পুজোর মাসে স্বস্তি সাধারণ মানুষের।

কোভিড অতিমারির পর বন্ধ বাজারের সকল পণ্যের দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। দিনের পর দিন বেড়েই চলেছে LPG সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। যার মধ্যে প্রতি মাসেই বাড়ছিল পেট্রোল, ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় নানা দ্রব্যের দাম। ফলে জনগণের স্বাভাবিক জীবনে এর বেশ কুপ্রভাব পড়ে।

Advertisement

কিন্তু এবার পুজোর মরশুমেই খুশির খবর দিল কেন্দ্র সরকার। এবারে কমতে চলেছে LPG গ্যাস সিলিন্ডারের দাম। এর ওপরেই নির্ভর করে থাকে অনেক পরিবার। কারণ কেরোসিন তেলের দাম উর্দ্ধমুখী। আর এখন আর মানুষ আগের মতো কয়লা বা ঘুটে ব্যবহার করে রান্না করে না।

পুজোর আগেই কেন্দ্র সরকার বাণিজ্যিক LPG -এর দাম কমিয়ে দিল। অক্টোবর মাসের শুরুতেই ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমলো ২৫.৫০ টাকা থেকে ৩২.৫০ টাকা পর্যন্ত। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের আগের মূল্য ছিল ১৯৯৫. ৫০ টাকা। সেই দাম কমে হলো ১৯৫৯.৫০ টাকা। দিল্লিতে এই মুহূর্তে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের  মূল্য ১৮৫৯ টাকা।

Ads

Lpg গ্যাস সিলিন্ডার ব্যবহারের নতুন নিয়ম, না মানলে ভর্তুকি পাবেন না।

স্বাভাবিকভাবেই খুব বড় উপহার পেয়ে কিছুটা স্বস্তি পাবে মধ্যবিত্ত। অন্যদিকে পেট্রোপণ্যসহ নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে নিয়মিত আন্দোলন করে চলেছেন বিরোধীরা। এখন পেট্রোল, ডিজেল এবং অন্যান্য জিনিসপত্রের দাম কবে কমে – সেদিকেই তাকিয়ে জনগণ।

Advertisement

এই গ্যাস বিষয়ে আরো জানানো হয় যে বছরে ১৫ টির বেশি গ্যাস কেউ বুক করতে পারবেন না। কারণ অনেক ক্ষেত্রেই অভিযোগ এসেছে যে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস ব্যবহার করে চালানো হচ্ছে অন্যান্য যানবাহন বা তা ব্যবহৃত হচ্ছে হোটেল বা মিষ্টির দোকানের মতো নানা ব্যবসার কাজে।

Advertisement

LPG রান্নার গ্যাস বুকিং এ নিষেধাজ্ঞা, এইমাসে আর গ্যাস পাবেন না, নতুন নিয়ম জেনে নিন।

এই সকল কারণে নতুন নিয়ম জারি করা হয়েছে। একই মাসে পরপর দুটি গ্যাস বুকিং এর ক্ষেত্রেও বেশ সমস্যা। সুতরাং এখন থেকেই সাবধান হন। এমন আরো খবরের সন্ধান পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Ads
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *