Lpg গ্যাস সিলিন্ডার ব্যবহারের নতুন নিয়ম, না মানলে ভর্তুকি পাবেন না।
Lpg গ্যাস সিলিন্ডার ব্যবহারের কোটা নির্ধারিত হল, জেনে নিন।
পুজোর আগে বড় ধাক্কা। Lpg গ্যাস সিলিন্ডার ব্যবহারে নয়া নিয়ম জারি করা হল। একদিকে রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে। তার মধ্যেও অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয় রান্নার গ্যাস। তাই এই নয়া পদক্ষেপ।
কাঠের আঁচে রান্না করতে কষ্ট হয় অনেকেরই। কিন্তু মূল্য বৃদ্ধির জন্য lpg গ্যাস সিলিন্ডার ব্যবহার করা থেকে বিরত থাকেন আর্থিক দিক থেকে পিছিয়ে পরা অনেক মানুষ। তো আবার অনেকে মাসে নির্দিষ্ট পরিমানের চেয়ে বেশি ব্যবহার করে।
এ গেম খেলছে কি বাচ্চারা? 1 টা ক্লিকেই ব্যালেন্স ZERO! বিশদে জানুন
নয়া নিয়মে গ্রাহকেরা মাসে ২টির বেশি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন না। তাছাড়া বছরে ১৫ টির বেশি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন না। বাকি সিলিন্ডার কিনতে হলে গ্রাহকদের সেগুলি ভর্তুকি ছাড়া কিনতে হবে৷
রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্পের দিন ঘোষণা, কবে কোথায় হবে দেখে নিন
অন্যদিকে কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বর্তমানে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৭৬.৫০ টাকা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে আগামী ১ অক্টোবর থেকে বাড়তে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম৷ সমীক্ষা অনুসারে বছরের ১ এপ্রিল এবং ১ অক্টোবর প্রাকৃতিক গ্যাসের মূল্য বেড়ে থাকে৷ তাছাড়া এলপিজি ও সিএনজি প্রাকৃতিক গ্যাস দিয়েই তৈরী করা হয়ে থাকে৷ যেহেতু প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তাই lpg গ্যাস সিলিন্ডারের দামও বাড়তে পারে৷
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
বিনামূল্যে Ration দেওয়ার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার, কতদিন মিলবে?