মাধ্যমিক পাশে, রাজ্যের প্রতিটি জেলা অফিসে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
মাধ্যমিক পাশে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বেরোল। দেখুন বিস্তারিত।
মাধ্যমিক পাশে কর্মী নিয়োগঃ
অতিমারী আবহাওয়ায় নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়ার রাজ্য তথা গোটা দেশের বেকারত্ব বেড়েছে তরতর করে। দীর্ঘ দুই বছর পরে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে নতুন করে বিভিন্ন দপ্তরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে জানবো পশ্চিমবঙ্গে চাকরি নিয়ে বিশেষ বিজ্ঞপ্তির কথা।
Madhyamik Pass Jobs in West Bengal 2022:
সম্প্রতি District Legal Services Authority জারি করেছে মাধ্যমিক পাশে একটি নতুন বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে রাজ্যে প্রচুর পরিমানে স্বেচ্ছাসেবক পদে নিয়োগ করা হবে। রাজ্য ভিত্তিক হবে নিয়োগ অর্থাৎ, রাজ্যের যেকোন জায়গা থেকেই এই পদে যোগ দেওয়া যাবে। এখানে নারী পুরুষের কোনো বাধ্যবাধকতা থাকছে না।
District legal services authority এর তরফ থেকে এই পদে নিয়োগ করা হবে। পদের নাম হল প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার্স। বেতন দেওয়া হবে প্রতিদিনের হিসেবে। প্রতিদিনের হিসেবে দেওয়া হবে 500 টাকা করে। আসুন এবারে জেনে নেই যে কিভাবে আবেদন করতে হবে এই পদের জন্য?
এই পদের জন্য কোন অনলাইন পদ্ধতি রাখা হয় নি। সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ফর্ম ডাউনলোড করে নিয়ে আবেদন করতে হবে।
http://jhargram.gov.in/ এটি হল সেই ওয়েবসাইট, যেখান থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে। ফর্ম ডাউনলোড করে পাঠাতে হবে নিচের ঠিকানায় – To, The Chairman, District Legal Services Authority, Jhargram, District Judges’ Court Complex, Jhargram, PIN- 721507.
18 বছর বয়স হলেই, মাধ্যমিক পাশে, আবেদন করা যাবে। নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। শিক্ষার সব রকম প্রমাণ দিতে হবে। সাথে দিতে হবে অবশ্যই বয়সের প্রমাণ পত্র। বাসস্থানের প্রমাণ হিসেবে রেশন বা আধার কার্ড দিলেও চলবে। আর কোন পূর্ব অভিজ্ঞতা থাকলে তা সাথে জুড়ে দিতে হবে।
মাধ্যমিক পাশে ও উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করবেন। এছাড়া কম্পিউটারে বিশেষ প্রশিক্ষিত হলে অগ্রাধিকার পাবেন। অবশ্যই তাকে হতে হবে ভারতীয় নাগরিক। আর কোন ধরণের ক্রিমিনাল কেস থাকলে তার আবেদন বাতিল হয়ে যাবে।
এরকম আরো আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.
মাত্র 750 টাকায় বুক করুন রান্নার গ্যাস, দেখে নিন সহজ পদ্ধতি।
আমি 2nd year student আমি akhono পড়ছি পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্যে আমি job khujchi
Jangipur
Sanmotinagar
Please