Physical Science Suggestion p3

WBBSE Madhyamik Physical Science Suggestion 2023, Part-3/4. মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩। Get West Bengal Board Of Secondary Education Madhyamik Physical Science Suggestion 2023. পার্ট-৩/৪। West Bengal Madhyamik Physical Science Suggestion Full syllabus – 2023.

Advertisement

Madhyamik Physical Science Suggestion 2023 – মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন। Part-3/4.

Physical Science Suggestion 2023 – এর পার্ট – 3 দেখে নেওয়া যাক। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তৈরি করা এই সাজেশন অনুসারে নিজেকে তৈরি করুন। এগুলি তৈরি করলে নম্বর নিয়ে ভাবতে হবে না। Physical Science Suggestion 2023 – এর পার্ট – 1 এবং পার্ট – 2 ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। অন্যান্য বিষয়ের সাজেশনও ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। লিঙ্ক দেওয়া থাকবে নিচে। ক্লিক করে দেখে নিন।

Madhyamik Physical Science Suggestion. 2 এবং 3 নম্বরের প্রশ্নের সাজেশন।
64. বিরল মৃত্তিকা মৌল কাকে বলে?65.সন্ধিগত মৌলের দুটি বৈশিষ্ট্য লেখ।66. কপারের তড়িত বিশ্লেষণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ কর। ব্যবহৃত তড়িত্ত দ্বার ও তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া।67. উদাহরণসহ তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের সংজ্ঞা দাও।

Ads

68. তড়িত বিশ্লেষণ কাকে বলে?69. তড়িৎ বিশ্লেষণে সর্বদা ডিসি প্রবাহ ব্যবহার করা হয় কেন?70. গোল্ড প্লেটিং এবং সিলভার প্লেটিং করার সময় তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়।71. শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়ার শিল্প প্রস্তুতি লেখ।

Advertisement

72. কোন মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝায়।73. আলফা ও গামা রশ্মির আধান আয়োনাইজিং ক্ষমতা তুলনা কর। 74. তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ কর।75. হাইড্রোজেনের ধর্মের সঙ্গে অন্য মৌল গুলির একটি ধর্মের সাদৃশ্য উল্লেখ কর।

Advertisement

76. কপার সালফেট এর জলীয় দ্রবণে এইচএস গ্যাস চালনা করা হলে কি ঘটে সমীকরণসহ লেখ।77. অসওয়ার্ল্ড পদ্ধতিতে এইচ এন ও প্রস্তুতির নীতি ও বিক্রিয়া সমীকরণ লেখ।78. ডিনেচার্ড স্পিরিট কি? এর দুটি ব্যবহার লেখ।79. শর্তসহ ইথিলিনের হাইড্রোজেনেশন বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় লেখ।

Ads

WBBSE Madhyamik Physical Science Suggestion 2023 – মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন। Part-2/4.

80. তড়িৎ বিশ্লেষণ এর সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িত বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে?81. এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয়?

82. সিটু এইচ সিক্সকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কিন্তু সিটু এইচ ফোর কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন?83. কোন পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলী ও সমিত ও রাসায়নিক সমীকরণ লেখ।84. জৈব ও অজৈব যৌগের তিনটি ধর্মের তুলনা করো।

পরিবারের আয় একটু কম হলেই পড়াশোনার সব খরচ দিচ্ছে ষ্টেট ব্যাংক, আবেদন করলেই পাবে এই স্কলারশিপ।

85. একটি জৈব যৌগের আণবিক সংকেত সিটু এইচ ফোর ও টু ওয়ান যৌগটি জলের দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO3 যোগ করলে co2 নির্গত হয়। জৈব যৌগটিকে সনাক্তকর কর।86. জৈব যৌগটি সঙ্গে ইথানলের বিক্রিয়ার শর্ত ও সমিতের রাসায়নিক সমীকরণসহ লেখ।

আমাদের পরবর্তী প্রতিবেদনে থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। এছাড়াও অন্যান্য বিষয়ে 100% এর বেশি কমন পেতে নজরে রাখুন আমাদের ওয়েবসাইট। এছাড়াও বিভিন্ন রকমের সরকারি ও বেসরকারি স্কলারশিপ, চাকরী সংক্রান্ত তথ্য পাবেন ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.


Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *