Madhyamik Result 2022 – মাধ্যমিক রেজাল্ট 2022, পাশের হার, গ্রেজ নম্বর, নূন্যতম পাস নম্বর কত, PDF Download Link, Big Update
WB Madhyamik Result 2022 – জানুন মাধ্যমিকের নানা জানা-অজানা তথ্য
অতিমারীর আবহে গত বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result 2022) নেওয়া না গেলেও এবছর সংক্রমণের গ্রাফ কিছুটা নামতেই সমস্ত করোনা বিধি মেনে নেওয়া হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। প্রথা অনুযায়ী ঠিক সকাল ৯ টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রেস মিট করে ফলাফল ঘোষণা করেছেন। অনেকেই হয়তো জানেন, এবছরের মাধ্যমিকের উত্তরপত্র দেখে তাজ্জব বনেছেন অনেক পরীক্ষক।
তবে ঠিক কি বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশের হার সম্পর্কে?
প্রসঙ্গত, গত ৭ মার্চ থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result 2022)। এবারে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। যাঁদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন এবং ছাত্র সংখ্যা ছিল ৫ লক্ষ ৫৯ জন। গত ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলেছিল পরীক্ষা। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, এবছর মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা অর্থাৎ ১৬ মার্চ থেকে প্রায় ৭৯ দিনের মাথায় প্রকাশ করা হলো মাধ্যমিকের ফলাফল।
উল্লেখ্য যে, আগের বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০ হাজার ছাড়িয়েছে। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৬০ শতাংশ। এদের মধ্যে পাশ করা ছাত্র সংখ্যা ৮৮.৫৯ শতাংশ। তবে খুব একটা পিছিয়ে নেই ছাত্রীরাও। ছাত্রী পরীক্ষার্থীর পাশের হার ৮৫ শতাংশ। এবছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে নানা আশ্চর্যজনক ঘটনার স্বাক্ষী থেকেছেন অনেক শিক্ষক-শিক্ষিকা। সেটি আর কিছু নিয়ে নয়, বরং উত্তরপত্র লেখা নিয়ে। (Madhyamik Result 2022)
এক সার্টিফিকেটেই মুশকিল আসান, আর দিতে হবে না কোন পরীক্ষা, কি সেটি?
উত্তরপত্রে কোনও পরীক্ষার্থী যেমন লিখেছেন ‘খেলা হবে’, তেমনই কোনও পরীক্ষার্থী উত্তরপত্রে অশ্রদ্ধাকর ভাষা বা বাক্যের ব্যবহার করেছেন। আবার অনেক পরীক্ষার্থী অনলাইনে ক্লাসের দরুণ করতে পারেননি ঠিকমত পড়াশোনা। তাই সকল পরীক্ষার্থীই যে পাস করবেন না বা করানো হবে না তা প্রায় সকলেরই জানা ছিল। (Madhyamik Result 2022)
এদিকে সূত্রের খবর, অনেক পরীক্ষার্থীকেই গ্রেজ নম্বর হিসেবে প্রায় ১০ নম্বর অধিক দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষায় ২০ নম্বর পেয়ে থাকেন, তাকে আরও ১০ বাড়িয়ে ৩০ নম্বর দেওয়ার মাধ্যমে পাশ করিয়ে দেওয়া হয়েছে পরীক্ষায়। সেদিক থেকে দেখতে গেলে অনেকটা ছাড় পেয়েছেন বাকি বছরের তুলনায়। (Madhyamik Result 2022)
সূত্রের খবর, অনেক পরীক্ষার্থীকে গ্রেজ নম্বর দিয়ে উত্তীর্ণ করানো হয়েছে, তাদের ভবিষ্যতের দিকটি চিন্তা করেই। উল্লেখ্য, এবছর পূর্ব মেদিনীপুরের পাশের হার সর্বাধিক, প্রায় ৯৮ শতাংশ। এরপরের স্থানে রয়েছে কালিংপং যেখানে পাশের হার ৯৪.৭১ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পাশের হার ৯৪.৬২ শতাংশ। (Madhyamik Result 2022)
বলাই বাহুল্য, ২০২০ সালের তুলনায় এবছর মাধ্যমিকে পাশের হার অধিক। তাই সব দিক বিবেচনা করে বলা যায়, অতিমারি আবহেও পরীক্ষার্থীদের আশানুরূপ পরীক্ষার ফল ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমিয়েছে অনেক অভিভাবকদের। শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manisha Basak.
Ki sob apnara vul val bolchen je numberta pabo vablam tar thakeo kom pelam er bodla Lebo amra sabdhne thakben