Madhyamik Routine 2024 – জেনে নিন মাধ্যমিক রুটিন 2024, আগামী বছরের পরীক্ষার সময় সূচী ও নিয়মাবলী Download করুন।

Madhyamik Routine 2024 – মাধ্যমিক রুটিন 2024

মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের সাথেই ঘোষিত হল Madhyamik Routine 2024 বা মাধ্যমিক রুটিন 2024. 2024 সালের মাধ্যমিক পরীক্ষার পুর্নাঙ্গ সূচী।পর্ষদের ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে, ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখে, আর শেষ হবে ১২ ই ফেব্রুয়ারি। সামনের বছর মাধ্যমিক পরীক্ষা অনেকটা এগিয়ে আসলো। আর নিয়মে ও কিছু বদল আনা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সকাল ১০টা নাগাদ নিবেদিতা ভবন থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এবার মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ। এবারও টেক্কা দিয়েছে জেলা। পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার সবচেয়ে বেশি। মোট ৯৬.৮১ শতাংশ। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং এবং তারপরে কলকাতা। এবারও কলকাতাকে টেক্কা দিল জেলা।

মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাজি, ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে সে। দেবদত্তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৭ তারপরেই দ্বিতীয় স্থান অধিকার করেছে ৪ জন পরীক্ষার্থী। বর্ধমান মিউনিসিপাল স্কুলের শুভম পাল, মোট নম্বর ৬৯১ শতাংশের হিসেবে ৯৮.৭১ শতাংশ। মালদার রিফাত হাসান সরকার, টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ক মন্ডল।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কলকাতা থেকে এইবার কেউই প্রথম দশের মেধা তালিকায় (Merritt List) নেই। ১৬ টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশের মেধা তালিকায় রয়েছে। উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ৯ জন রয়েছে। পাশাপাশি, মালদা থেকে ২১ জন, পূর্ব বর্ধমান থেকে ১৭ জন রয়েছে এই মেধা তালিকায়।

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে এবং শেষ হয়েছিল ৪ মার্চ। এবার প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেয়। এবার এদিন ফলাফল প্রকাশের সঙ্গেই ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এবং রুটিন ঘোষণা করে দিল পর্ষদ। একবার দেখে নেওয়া যাক,

click here png 1

Madhyamik Routine 2024

২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষার রুটিন (Madhyamik Exam Routine 2024):
২ ফেব্রুয়ারি- ২০২৪- প্রথম ভাষার পরীক্ষা
৩ ফেব্রুয়ারি- ২০২৪- দ্বিতীয় ভাষার পরীক্ষা
৫ ফেব্রুয়ারি- ২০২৪- ইতিহাস

৬ ফেব্রুয়ারি- ২০২৪- ভূগোল
৮ ফেব্রুয়ারি- ২০২৪- অংক
৯ ফেব্রুয়ারি- ২০২৪- জীবন বিজ্ঞান
১০ ফেব্রুয়ারি- ২০২৪- ভৌত বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি- ২০২৪- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

click here png 1

সুখবর বাংলা

Leave a Comment