বন্ধ করা হচ্ছে হাজার হাজার Facebook অ্যাকাউন্ট! আপনার আইডি সুরক্ষিত আছে তো? সমস্যায় পড়লে কি করবেন?
Fraud Facebook Account Are Being Closed

ভারতবর্ষের জনসাধারণের জন্য ফেসবুক (Facebook) অত্যন্ত জনপ্রিয় একটি সমাজ মাধ্যম। দৈনন্দিন অবসর কাটানোর জন্য এই সমাজ মাধ্যমে যে কত মানুষের অ্যাকাউন্ট রয়েছে তা তো আলাদা করে বলার নয়। তবে এখন শোনা যাচ্ছে এমন একটা খবর যা শুনে চিন্তায় পড়বেন প্রত্যেক ফেসবুক ইউজার। কি খবর? হঠাৎ করেই বন্ধ হচ্ছে হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট। আপনারটা সুরক্ষিত আছে তো?
Many Facebook Accounts Are Being Closed
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সাধারণ মানুষের দৈনন্দিন বিনোদনের জায়গা। সোশ্যাল মিডিয়া (Social Media) এখন সাধারণ মানুষের অভ্যাস বলা যায়। হাতে হাতে স্মার্টফোন আর সেখানে নিয়মিত চলছে সোশ্যাল মিডিয়া। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া ডাউন হলেও চিন্তার শেষ থাকে না জনতার। এখন নাকি বন্ধ হয়ে যাচ্ছে একাধিক একাউন্ট। কিন্তু কেন? প্রশ্ন তুলছেন একাধিক ফেসবুক ইউজার।
কেন বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট?
সম্প্রতি একটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে, মেটা (Meta) নাকি প্রায় ২৩,০০০ ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দিয়েছে। মূলত সেই পেজ ও ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে যেগুলি থেকে মূলত জালিয়াতি এবং অপরাধমূলক কাজ করা হত। শোনা যাচ্ছে, আর এই অপরাধগুলির শিকার হতেন মূলত ভারতীয়রা। শুধু তাই নয়, এর পাশাপাশি নাকি বেশ কিছু অ্যাকাউন্ট ব্রাজিলের ব্যবহারকারীদেরও টার্গেট করত।
প্রেস বিজ্ঞপ্তিতে কি জানালো মেটা?
গতকাল ৭ মে তারিখে বুধবার দিন একটি প্রেস বিজ্ঞপ্তিতে মেটার তরফে জানানো হয়েছে যে, ‘এই ধরনের জালিয়াতরা মূলত ডিপফেক ব্যবহার করতেন। শুধু তাই নয়, এর সঙ্গে আরও নানান প্রযুক্তিও ব্যবহার করা হত। তাঁরা এমনভাবে প্রচার করতেন যেন তারা আদপে তাঁরা ভারতের এবং ব্রাজিলের জনপ্রিয় পার্সোনাল ফিনান্স কনটেন্ট ক্রিয়েটর, অথবা তাঁরা কোনো ক্রিকেট খেলোয়াড়, অথবা তাঁরা কোনো বড় ব্যবসায়ী। আর এইসব পরিচয়ের আড়াল থেকেই জালিয়াতির বিনিয়োগ স্কিম ও ভুয়ো গ্যাম্বলিং ওয়েবসাইটের প্রচার করত এরা। এরা মানুষকে প্রলোভন দেখিয়ে জালিয়াতির দিকে টানতো।
আরও পড়ুন: বন্ধ থাকছে ATM? রান্নার গ্যাস, জ্বালানি ও চাল, ডাল কিনে রাখতে হবে? গুজব নয়, সরকারের নির্দেশ জানুন
সাধারণ মানুষের কী করণীয়?
সূত্রের খবর, টেক জায়ান্ট মেটা ফেসবুক মার্কেট প্লেস সেলার প্ল্যাটফর্ম থেকে মূলত জালিয়াতির অভিযোগে বেশ কিছু অ্যাকাউন্টকে বন্ধ করেছে। সাধারণ মানুষকে বলা হচ্ছে, ‘কোনও পণ্য কেনার সময় যখনই তাঁদের আগাম টাকা দেওয়ার কথা বলা হবে, তখনই তাঁদের সতর্ক হতে হবে। আর ঠিক এই ধরনের অ্যাকাউন্টগুলোর থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এখন মনে রাখবেন আপনি যদি কোনো জালিয়াতির কাজ না করে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টও সুরক্ষিত থাকবে। আপনার আইডি বন্ধ করা হবে না।
আরও পড়ুন: ফেসবুক দিচ্ছে নতুন পদ্ধতিতে রোজগারের সুযোগ। কাজের ফাকে উপরি ইনকাম করুন।
উপসংহার
মনে রাখবেন, সংস্থার পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে, তারকাদের মুখ ব্যবহার করে জালিয়াতি রুখতে মেটা ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ব্যবহার শুরু করেছে। তবে আপনি এই নিয়ে চিন্তিত হবেন না। কারণ, যদি আপনার অ্যাকাউন্ট সঠিক কাজে ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেটি বন্ধ করার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, নিজের স্বার্থে সতর্ক থাকুন।



