Post office Scheme – পোস্ট অফিসের এই প্রকল্পে টাকা রেখেছেন? সবচেয়ে বেশি সুদ পাবেন।
Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করে প্রতিমাসে আয় করুন।
পোস্ট অফিস গ্রাহকদের সুখবর। পোস্ট অফিসে সুদের হার বেড়ে গেল। পোস্ট অফিস এমআইএস স্কিমে (Post Office Scheme) এখন আরও বেশি সুদ দিচ্ছে। আপনি যদি মাসে মাসে সুদের টাকা পেতে চান তবে আপনার জন্য Post Office MIS Scheme ভালো। আর এককালীন টাকা পেতে ৫ বছরের পোস্ট অফিস সঞ্চয়পত্র সবচেয়ে ভালো।
Post Office Scheme calculator:
সবচেয়ে বড় সরকারি বিনিয়োগ প্রকল্পগুলির মধ্যে একটি হল পোস্ট অফিস মাসিক POMIS স্কিম। সমস্ত বয়সের লোকেরাই পোস্ট অফিসের এই জনপ্রিয় স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন কারণ এই বিনিয়োগ সমস্ত বিনিয়োগকারীকে প্রত্যেক মাসে আয় করার সুযোগ দিয়ে থাকে। পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে আপনি প্রত্যেক মাসে মাসে রিটার্ন পাবেন এবং আপনার সেভিংস একাউন্টে টাকা জমা হবে।
কারা POMIS account খুলতে পারবেন ?
সকল ভারতীয় নাগরিক যাদের বয়স ১৮ বছরের উপরে তারা সবাই পোস্ট অফিস (Post Office Scheme MIS account) খুলতে পারবে। ১০ বছরের নিচে বাচ্চাদের নামে অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারবে। পোস্ট অফিস POMIS account যৌথভাবেও খোলা যায়। যৌথ অ্যাকাউন্ট সর্বোচ্চ ৩ জন একসাথে খুলতে পারবে। এই একাউন্টটি শুধুমাত্র পোস্ট অফিসে খুলতে পারবেন কোনো ব্যাংকে এই একাউন্টেটি খুলতে পারবেন না।
পোস্ট অফিস MIS স্কিমে কত টাকা জমা পর্যন্ত জমা করতে পারবেন
পোস্ট অফিস MIS স্কিমে সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ হল ১০০০ টাকা এরপর ১ হাজার টাকার গুণিতকে টাকা ডিপোজিট করতে পারবেন অর্থাৎ ২০০০ টাকা, ৪০০০ টাকা, ৫০০০ টাকা এইভাবে বিনিয়োগ করতে পারবেন।
Post Office Scheme MIS স্কিমে একক অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্টধারীরা সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবে এবং যৌথ একাউন্ট অর্থাৎ জয়েন্ট একাউন্ট এর ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা জমা করতে পারবে।
২০২৩ সালে পোষ্ট অফিস MIS প্রকল্পে সুদের পরিমান কত?
Post Office Scheme MIS প্রকল্পে সুদের পরিমান প্রতিটি কোয়ার্টারে পরিবর্তন হয় । বর্তমানে পোষ্ট অফিস MIS প্রকল্পে সুদের হার হল ৭.৪%। পোষ্ট অফিস MIS প্রকল্প থেকে পাওয়া সুদের টাকা প্রতি মাসে আপনি আপনার সেভিংস একাউন্টে পেয়ে যাবেন।
ম্যাচিউরিটি কবে হবে?
পোষ্ট অফিস MIS প্রকল্পে ম্যাচুরিটির সময়কাল হল মাত্র ৫ বছর অর্থাৎ আপনি পোষ্ট অফিস MIS প্রকল্পে যে টাকাটা বিনিয়োগ করবেন সেটি পাঁচ বছর পর পেয়ে যাবেন। এছাড়াও আপনি ম্যাচিউরিটির আগে প্রিম্যাচিউর ক্লোজ করতে পারবেন। প্রথম বর্ষে আপনি প্রিম্যাচিউর ক্লোজ করতে পারবেন না কিন্তু পরবর্তী বর্ষে প্রিম্যাচিউর ক্লোজ করা যাবে।
পোস্ট অফিস MIS প্রকল্পের সুবিধা
1) আপনি যদি বাসস্থান পরিবর্তন করেন তাহলে আপনার MIS একাউন্টটিও এক্ পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তর করতে পারেন।
2) পোস্ট অফিস MIS প্রকল্পে নমিনির সুবিধা হয়েছে অর্থাৎ আপনি মারা গেলে আপনার পুরো টাকাটি নমিনি পেয়ে যাবে।
3) পোস্ট অফিস MIS প্রকল্পে এক বছরের লক ইন পিরিয়ডের সুবিধা রয়েছে।
4) পোস্ট অফিস MIS প্রকল্পের মাধ্যমে আপনি প্রতিমাসে আয় করতে পারবেন।
5) এটি ভারত সরকার দ্বারা পরিচালিত একটি নিরাপদ বিনিয়োগ।
6) যেহেতু এটি সরকার দ্বারা পরিচালিত তাই গ্যারান্টি যুক্ত রিটার্নের সুবিধা রয়েছে।
পোস্ট অফিস সুদের হার কত?
বিভিন্ন প্রকল্পে পোস্ট অফিসে সুদের হার বিভিন্ন রকম।
যেমন সেভিংস একাউন্টে ৪%.
MIS স্কিমে ৬.৬%
৫ বছরের সঞ্চয় প্রকল্পে ৭.৪%.
পোস্ট অফিসে ১ লক্ষ টাকার মাসিক সুদ কত
বর্তমানে ৫ বছরের সঞ্চয় প্রকল্পে ৭.৪% সুদ দিচ্ছে। সেক্ষেত্রে ১ লাখ টাকায় প্রতিমাসে ৬১৬ টাকা করে পেতে পারেন।