যত দিন যাচ্ছে টেকনোলজি তত এগোচ্ছে। এখন প্রায় সবকিছুই আমাদের হাতের নাগালে। বাড়িতে বসেই সেরে নেওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ একাধিক কাজ। ইউপিআই(UPI) আসার পর থেকে টাকা লেনদেন করা অনেক বেশি সহজ হয়েছে। এখন ক্যাশ টাকা মানুষ ক্যারি করেন কম। ইউপিআই (UPI) ব্যবহার করেই সর্বত্র টাকার লেনদেন চলে।
অনলাইনের মাধ্যমে টাকা আদান-প্রদান বর্তমানে এতটাই সহজ হয়েছে যে ব্যাংক অথবা এটিএম এর লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ে না। কিন্তু জানেন কি টাকা জমা করার জন্য এখন আর আপনাকে ব্যাংকে ছুটতে হবে না। কারণ খুব সহজেই আপনি বাড়িতে বসে ইউপিআই ব্যবহার করে টাকা জমা করতে পারবেন। কিভাবে? আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
অবিশ্বাস্যভাবে দাম কমলো সোনার! পুজোর আগে ঊর্ধ্বে চাহিদা! সেপ্টেম্বরে 10 গ্রাম সোনার দাম কত হলো?
UPI New Fecility 2024
আপনার কাছে যদি ডেবিট কার্ড না থাকে তাহলে আপনি ইউপিআই এর মাধ্যমেই টাকা জমা করতে পারবেন (UPI New Fecility). সাধারণ মানুষকে সুবিধা দিতে UPI নিয়ে এসেছে ইন্টারঅপারেবল ক্যাশ ডিপোজিট (UPI-ICD)। এই পদ্ধতি এমন একটি পদ্ধতি যে, গ্রাহকেরা নিজেদের মোবাইল নম্বর বা অনলাইন পেমেন্টের অপশনটি ব্যবহার করে ব্যাঙ্কে নগদ টাকা জমা করতে পারবেন।
ATM কার্ড নেই? চিন্তা কিসের? হাতে ফোন থাকলেই তোলা যাবে ক্যাশ টাকা! জেনে নিন সিক্রেট
বর্তমানে প্রত্যেক গ্রাহকদের কাছে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য দুটি বিকল্প আছে। যার মধ্যে একটি হলো ব্যাঙ্কের শাখায় গিয়ে টাকা জমা দেওয়া আর অপরটি হল এটিএম -এ গিয়ে ডেবিট কার্ড ব্যবহার করে টাকা জমা দেওয়া।
আপনি যদি আপনার কাছাকাছি কোনো ব্যাংকের শাখায় গিয়ে নগদ জমা করতে চান, তাহলে তার জন্য আপনাকে একটি টাকা জমা করার ফর্ম পূরণ করতে হবে। তারপর ব্যাঙ্ক প্রতিনিধিকে ক্যাশ টাকা দিতে হবে। যা আপনি জমা করতে চাইছেন। এটি ছিল প্রথম পদ্ধতি।
আর দ্বিতীয় পদ্ধতিটি হল এটিএম-এর মাধ্যমে নগদ জমা করা। এই পদ্ধতি টিতে আপনার ডেবিট কার্ডের প্রয়োজন হবে। কিন্তু এখানেই জেনে রাখুন যে, এবার থেকে আর এটিএম-এর টাকা জমা করার জন্য আপনার ডেবিট কার্ড লাগবে না। কারণ এবার থেকে সেই প্রয়োজনও মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া(RBI)।
UPI ব্যবহার করে টাকা তোলার পদ্ধতি
আপনি ইউপিআই(UPI) ব্যবহার করে ব্যাংকে টাকা জমা করতে পারেন। আর সেটি কিভাবে করবেন, সেটাই বর্ণনা করা হলো।
- প্রথমে আপনাকে এমন একটি এটিএম-এ যেতে হবে যেখানে UPI-ICD ফিচারটি ব্যবহার করা যায়।
- এবার এটিএম-এর মেশিনের স্ক্রিনে একটি QR কোড দেখতে পাবেন। এরপর ব্যবহারকারীকে তাঁর ফোনে UPI অ্যাপটি খুলতে হবে।
- আর নগদ জমার মেশিনে QR কোডটি স্ক্যান করতে হবে। এর পরের ধাপে মেশিনের ভিতরে টাকা রাখতে হবে জমা করার জন্য।
- এবার CDM দ্বারা শনাক্ত করা জমার পরিমাণ আপনার UPI অ্যাপে দেখা যাবে।
- আপনি যে নগদ অর্থ জমা করছেন সেটি মিলছে কিনা তা এবার যাচাই করতে হবে।
- আর পরের ধাপে ইউপিআই-লিঙ্ক করা অ্যাকাউন্টগুলির তালিকা থেকে, আপনি বেছে নিন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি নগদ টাকা জমা করতে চান সেটি।
- এরপর আপনাকে UPI পিনটি লিখতে হবে। আর এইভাবেই আপনার নগদ টাকা জমা হয়ে যাবে ব্যাংক একাউন্টে। আর আপনি পেয়ে যাবেন টাকা জমা দেওয়ার রশিদ।