Money Making Tips: 1 লাখ টাকা রাখুন 4 লাখ টাকা রিটার্ন পান। কিভাবে? টপ সিক্রেট জেনে নিন
আমরা সবাই এখন উপার্জন এবং বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সাবধানী। কিভাবে বিনিয়োগ করলে টাকা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হতে পারে সেই ভাবনা চলতেই থাকে(Money Making Tips). বিনিয়োগ করার ক্ষেত্রে কিছু বিষয়ে অবশ্যই মেনে চলা জরুরী। যেমন, আপনি কোথায় বিনিয়োগ করছেন, কিভাবে বিনিয়োগ করছেন, কত দিনের মধ্যে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন ইত্যাদি। যদি আপনিও অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করতে চান(Money Making Tips) তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব, কিভাবে ১ লাখ টাকা রেখে আপনি ৪ লাখ টাকা রিটার্ন পেতে পারবেন। ভাবছেন অসম্ভব? আসুন বিস্তারিত জানা যাক।
দারুন খবর! এলআইসি আনল 4 টি নতুন বিমা পলিসি! থাকছে বিপুল সুবিধা! বিস্তারিত জেনে নিন
Money Making Tips 2024
আসলে বিনিয়োগের অর্থ হল আপনার সঞ্চিত অর্থ যাতে দ্বিগুণ হয়(Money Making Tips) কিংবা আপনি সেই অর্থ সঞ্চয় করে অধিক লাভ করতে পারেন। যদিও বিষয়টির মধ্যে কিছু দ্বিমত রয়েছে তবুও মূল ব্যাপারটা কিন্তু সে রকমই। বর্তমানে অর্থ বিনিয়োগের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প রয়েছে(Money Making Tips).
বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য নানান সুযোগ -সুবিধা দেওয়া হয়। এবার আপনাকে বেছে নিতে হবে এর মধ্যে কোন বিকল্পটিতে আপনি আপনার টাকা গচ্ছিত রাখবেন। কোন প্রকল্প অধিক লাভ দিচ্ছে, কোথায় টাকা রাখলে আপনি বেশি লাভবান হবেন (Money Making Tips).
এই বিষয়গুলি প্রথম থেকেই আপনাকে ভেবে নিতে হবে। আজকাল কার মুদ্রাস্ফীতির বাজারে আমাদের সবাইকেই অনেক সামলে, হিসাব করে চলতে হয়। তাই কোথায় ও কিভাবে টাকা রাখলে লাভ বেশি আসতে পারে সে বিষয়টি অবশ্যই বিবেচনার ব্যাপার।
আপনি যদি অল্প সময়ে টাকা দ্বিগুণ করতে চান তাহলে আপনার জন্য সেরা স্কিম হলো মিউচুয়াল ফান্ড। এখানে অল্প সময়ে ব্যাপক হারে অর্থ দ্বিগুণ করা যায়। বর্তমানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ বেড়েছে। কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও অনেকে এখন মিউচুয়াল ফান্ডের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। আর কে না চান সঞ্চয়ের অর্থ দুর্দান্ত রিটার্ন নিয়ে ফেরত আসুক? তাই বর্তমানে দেখা যাচ্ছে এখানে বিনিয়োগ বাড়ছে।
পোস্ট অফিসের এই স্কিমে মাত্র 1000 টাকা বিনিয়োগ করুন! টাকা ডবল হবে নিমেষে! আপনিও হবেন বড়লোক
Money Making Tips In 2024
আপনি কি জানেন? মিউচুয়াল ফান্ডে যদি আপনি বিনিয়োগ করেন, তবে দ্বিগুণের বেশি লাভ পেতে পারেন। এবার আপনি নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনও পরিমাণ টাকা বিনিয়োগ করে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে বেশি টাকা রিটার্ন পেতে পারেন। আর এটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সুবিধা। এবার আপনি ভাবতেই পারেন মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করে আপনি কত দিনে কত পরিমাণে রিটার্ন পাবেন?
ব্যাংকের হিসেব বলছে, সাধারণ ক্ষেত্রে ৭ বছরে বিনিয়োগকারীদের টাকা ডবল করছে ব্যাংকগুলি। অর্থাৎ আপনি যদি ব্যাংকে টাকা রাখেন এবং বিনিয়োগ করেন তবে সাত বছর পর্যন্ত টাকা দ্বিগুণ করার জন্য অপেক্ষা করতে হবে। তবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সময় সীমা অপেক্ষাকৃত কম।
অর্থাৎ কম সময়ে ভালো রিটার্ন পাওয়া যায়। তবে আরও একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। ব্যাংকে টাকা রাখা অনেক বেশি নির্ভরযোগ্য। সেখানে মিউচুয়াল ফান্ডে টাকা রাখা অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ। তাই, আপনাকে সবদিক বিবেচনা করে টাকা রাখতে হবে।
১ লাখ টাকা রাখলে কিভাবে মিলবে ৪ লাখ?
আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন, আর মিউচুয়াল ফান্ডে কেউ যদি ১ লাখ টাকা রাখেন, তবে হিসেব করে বলা যায়, এখানে আপনি ভাল সুদ পাবেন। প্রতিবছরে মোটামুটি আপনি ১৫% হারে সুদ পাবেন, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার টাকা হয়ে যাবে প্রায় চার গুণ। তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মোটামুটি ১০ বছর। আর এই সময়সীমার মধ্যে আপনি ৪,০৪,৫৫৬ টাকার রিটার্ন পেতে পারেন। আপনি এত টাকার মালিক হয়ে যেতে পারেন।