Investment: 1 লাখ টাকা রাখলে হাতে পাবেন 53 লাখ। কোন ম্যাজিকে এমন কামাল হবে? দেখে নিন একনজরে

Best Investment Tips 2025

আজকের দিনে দাঁড়িয়ে বিনিয়োগ (Investment) নিয়ে কমবেশি সবাই ভাবছেন। ব্যাংক, পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ড-সহ একাধিক জায়গায় বিনিয়োগের দরজা খোলা রয়েছে। কিন্তু কোথায় বিনিয়োগ করলে লাভ হবে বিস্তর? আসবে দ্বিগুণ রিটার্ন? চুপিচুপি জেনে নিন সিক্রেট। আজকের প্রতিবেদন থেকে সে বিষয়ে জেনে নেওয়া যাক।

Best Investment Tips For High Profit

অবসর গ্রহণের আগে প্রতিটি মানুষই নিজেদের ভবিষ্যত নিয়ে ভাবেন। বিশেষ করে যেখান থেকে ভাল রিটার্ন আসা সম্ভব। একটি বিশেষ পরিকল্পনা দিয়ে শুরু করুন ইনভেস্টমেন্ট। জেনে নিন বিশেষ এক বিনিয়োগ কৌশল। এই পরিকল্পনাতে ১ লাখ টাকা বিনিয়োগ করে হাতে আসবে ৫৩ লাখ টাকা।

১ লাখ রাখলে ৫৩ লাখ টাকা পাবেন!

নিজের অবসরকে নিশ্চিত করতে চান? তাহলে আজকেই বিনিয়োগ শুরু করুন। এখন আপনি যে আয় করছেন, সেই টাকা থেকেই ধীরে ধীরে বিনিয়োগ শুরু করতে হবে। আর তার জন্য নিজ অর্থ বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ডে (Mutual Fund). এখানে বিনিয়োগ করে বিপুল অর্থ কমাতে পারবেন। এই কথা সত্য যে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। তবে এর দ্বারা লাভও কিন্তু ভালোই আসে।

এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে আপনার টাকা দ্বিগুণ হবে? আসুন এবার হিসেবটা স্পষ্ট করে দেখে নেওয়া যাক। মনে করুন আপনি ১ লাখ টাকা বিনিয়োগ করলেন নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে। সেই টাকার উপর বছরে আপনার সুদ হবে ১২ শতাংশ করে। অর্থাৎ সেখানে প্রথম বছরেই আপনি পেতে পারেন কড়কড়ে ১.১২ লাখ টাকা।

আরও পড়ুন: মাত্র 838 টাকা রাখলে 11 কোটি টাকা আসবে পকেটে। কেন্দ্র সরকারের এই নতুন স্কিমের সুবিধা পাবেন কিভাবে?

তবে যদি আপনি আরও কিছু টাকা কম বিনিয়োগ করতে চান, যেমন ধরুন ৫০,০০০ টাকা তাহলেও আছে উপায়। এবার আপনি যদি ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন তবে সেখানে সুদ পাচ্ছেন ১২ শতাংশ হারে। ১০ বছরে আপনার কাছে আসবে ১ লাখ ৫৫ হাজার ২৯২ টাকা। আরও ২০ বছর পর অর্থাৎ ২০ বছরে আপনি পাবেন ৪ লাখ ৮২ হাজার ৩১৫ টাকা। আরও দশ বছর পেরিয়ে গেলে ৩০ বছরে পাবেন ১৪ লাখ ৯৭৯ হাজার ৯৯৬ টাকা।

আপনার অবসর জীবন হবে নিশ্চিন্ত!

মনে করুন, কোনও ব্যক্তির বয়স ২৫ বছর এবং তিনি তাঁর নিজের অবসরের জন্য ৫ লাখ টাকা বিনিয়োগ করতে চাইছেন। এই টাকার উপর ১২ শতাংশ সুদের হিসেব করলে তিনি ৬০ বছরে হাতে পাবেন ২ কোটি ৬৪ লাখ টাকা। ২৫ বছর বয়সে ১ লাখ টাকা বিনিয়োগ করলে তার উপর মোট ১২ শতাংশ মিউচুয়াল ফান্ডের হিসেবে সেই ব্যক্তির ক্যাপিটাল গেন ৫১ লাখ ৭৯ হাজার ৯৬২ টাকা হবে। আর তাঁর মোট করপাস হবে ৫২ লাখ ৭৯ হাজার ৯৬২ টাকা। তাহলে বুঝতে পারছেন তো, কতটা লাভ? শুধু একটু বুঝেশুনে বিনিয়োগ করতে হবে।

আরও পড়ুন: LIC নিউ জীবন শান্তি পলিসির মাধ্যমে প্রতিমাসে ১,৪২,৫০০ টাকা পেনশন পাবে এলআইসি গ্রাহকেরা

উপসংহার

মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করার আগে অতি অবশ্যই সব তথ্য বুঝেশুনে নেবেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ।‌ তাই কাগজপত্র পড়ে নেবেন ও নিজ দায়িত্বে বিনিয়োগ করবেন।

Related Articles

Back to top button