Franchise Business: বাড়ির কাছেই মাদার ডেয়ারী ফ্র্যাঞ্চাইজি বিজনেস করে মাসে লক্ষাধিক টাকা রোজগার করুন। দেখুন বিস্তারিত

Mother Dairy Franchise Business

আপনি কি নতুন বিজনেস করতে চাইছেন? তবে Franchise Business করে প্রতিমাসে লক্ষাধিক টাকা রোজগার করতে পারেন। আপনার বাড়ির কাছেই এই বিজনেস করা যায়। অত্যন্ত লাভের এই ব্যবসা (Business Idea) শুরু করতে হলে প্রথমে পরিকল্পনা করতে হবে। কারণ প্রত্যেকটি ব্যবসা শুরুর আগে প্ল্যানিং মাস্ট। আপনার জন্য সুযোগ দিচ্ছে মাদার ডেয়ারি কোম্পানি। এই কোম্পানির সঙ্গে আরম্ভ করতে পারেন ফ্রাঞ্চাইজি বিজনেস। তারপর দেখবেন যে মাসে মাসে কত টাকা লাভ হয়। ‌

 Mother Dairy Franchise Business

ব্যবসা শুরুর আগেই যে বিষয়টি মাথায় রাখতে হয়, এমন কোন জিনিসের ব্যবসা শুরু করা যায় যেটি লাভজনক হবে। অল্প সময়ে ভালো টাকা রোজগার করা যাবে। তাই যদি আপনার ব্যবসার পরিকল্পনা থাকে তো মাদার ডেয়ারী কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে আর কাজ করে আপনিও প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। এখনো পর্যন্ত অনেকেই কিন্তু মাদার ডেয়ারির ফ্রাঞ্চাইজি নিয়ে ব্যবসা করছেন আর সকল কেরিয়ার গড়েছেন। চাইলে আপনিও এই ব্যবসা শুরু করতে পারেন।

কিভাবে এই ব্যবসা শুরু করবেন?

বর্তমানে ভারতের অন্যতম প্রধান দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা মাদার ডেয়ারি। এই কোম্পানিটি খাঁটি দুধ, ঘি, মাখন, পনির, চিজ, আইসক্রিম, পিজ্জা এই সব কিছুই প্রস্তুত করে থাকে। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এই কোম্পানিটির কদর রয়েছে। তাই যদি এই কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার  রোজগার নিয়ে ভাবতে হবে না এবং ভবিষ্যৎ নিশ্চিত হবে।

আপনি যদি মাদার ডেয়ারি কোম্পানির সঙ্গে ফ্রাঞ্চাইজি বিজনেস করতে চান তাহলে এই কোম্পানির আউটলেট খুলেও ব্যবসা করতে পারেন। এবার মূল ব্যাপার হল, আপনি আপনার পছন্দ মতো একটি মাদার ডেয়ারির আউটলেট খুলে অথবা আইসক্রিমের স্কুপিং পার্লার দিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন। সেখান থেকে আপনার পকেটে আসবে লক্ষ লক্ষ টাকা।

আরও পড়ুন: এক টাকাও খরচ না করে নতুন ব্যবসা শুরু করুন। প্রতিমাসে লক্ষাধিক টাকা আয় হবে

এই ব্যবসায় লাভবান হবেন কিভাবে?

আপনিও যদি মাদার ডেয়ারির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ব্যবসা করতে চান তাহলে একটু বুদ্ধি খাটাতে হবে। ক্রেতাদের চাহিদার মত মাল তুলতে হবে। দরকার। তবে প্রথমেই প্রচুর টাকা খরচ করে একগুচ্ছ মাল কেনার প্রয়োজন নেই। বুঝতে হবে বাজার কি রকম, কোন প্রোডাক্টটার বিক্রি কি রখম। আর সেই অনুযায়ী আপনাকে মাল তুলতে হবে। তারপর ধীরে ধীরে ব্যবসা বাড়লে প্রোডাক্ট বাড়ান।

এই ব্যবসা শুরু করতে খরচ কি রকম?

একটা ব্যবসা শুরু করতে হলে আপনাকে সেই প্রোডাক্টের জিনিস তো কিনতেই হচ্ছে। তবে এর সাথে Mother Dairy Franchise নিতে গেলে কোম্পানির কাছ থেকে একটি ব্র্যান্ড ফি হিসেবে ৫০ হাজার টাকা রাখতে হবে। ব্যবসার আউটলেট তৈরী ও সাজানো গোছানোর খরচ হিসেবে আরও কিছু টাকা লাগবে। সব মিলিয়ে প্রায় 5 থেকে 10 লাখ টাকা থাকলেই এই ব্যবসা শুরু করা সম্ভব।

আরও পড়ুন: ড্রপশিপিং ব্যবসা কীভাবে শুরু করবেন? সহজ গাইড বাংলা ভাষায় নতুনদের জন্য

উপসংহার

অর্থাৎ বুঝতেই পারছেন মাদার ডেয়ারি ব্যবসা করতে হলে আপনাকে এই কয়েকটি বিষয় মেনে চলে এগোতে হবে। তাছাড়া যেহেতু সম্পূর্ণ নিজের ব্যবসা নয় ফ্রাঞ্চাইজি বিজনেস তাই কিছু সীমাবদ্ধতাও থাকবে। তারপর বাজার বুঝে ঠিকঠাক ব্যবস্থা করতে পারলে আপনিও প্রতিমাসে লাখ লাখ টাকা রোজগার করবেন। এছাড়া আরো বিস্তারিত জানতে সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন।

Related Articles

Back to top button