নতুন ব্যবসায়ীদের ঋণ দিচ্ছে সরকার। আবেদন করুন MSME Loan প্রকল্পে। সুবিধা ও আবেদন পদ্ধতি জেনে নিন
MSME Loan Application 2025
সরকারের তরফে চালু করা হয়েছে MSME Loan প্রকল্প। আপনি যদি নতুন ব্যবসা শুরু করবেন বলে স্থির করে থাকেন তাহলে সরকারের তরফ থেকে পাবেন লোনের সুবিধা। এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুদ্রা যোজনা প্রকল্প চালু করেছেন। আর এবার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সাহায্য করতে MSME লোন প্রকল্পের সূচনা হয়েছে। ঋণ নেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন জেনে নিন।
MSME Loan Scheme 2025
বর্তমানে অনেকেই নতুন স্টার্টআপ ব্যবসা চালু করবেন বলে ভাবছেন। তাঁদের জন্য নতুন MSME প্রকল্প (Government Scheme). বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এই প্রকল্প অত্যন্ত উপকারী। গত বছরের বাজেটে অর্থমন্ত্রী জানান, (MSME) জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম থাকছে। এবার ১০০ কোটি টাকা মূল্যের সেলফ ফাইনান্সিং গ্যারান্টি ফান্ডের জন্য তৈরি হচ্ছে। সরকারি ব্যাংকগুলি এগুলির ঋণ দেওয়ার ক্ষেত্রে কাজ করবে।
MSME Scheme Benefits 2025
MSME যোজনার মূলত অ-কর্পোরেট এবং অ-কৃষি ক্ষেত্রে ঋণের সুবিধা দেওয়া হবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সুবিধার জন্য। আবেদনকারীরা সরকারের গ্যারান্টিতে ২০ লক্ষ টাকা মুদ্রা লোন পাবেন। আগে যা ছিল ১০ লক্ষ টাকা সেটাই বেড়ে হয়েছে ২০ লক্ষ টাকা। সব মিলিয়ে এই প্রকল্প দেশের নতুন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উপকার দেবে। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে নয়া ব্যবসায়ীদের কাছে লোনের সুবিধা বিশেষ ভাবে ভূমিকা রাখবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অনলাইনে ঘরে বসে ইনকামের জন্য 2025 সালে কিভাবে শুরু করবেন জানুন
MSME Scheme Application
আপনি যদি এই লোনের জন্য আবেদন করতে চান তাহলে সরাসরি আপনাকে আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখান থেকে লোনের কাগজপত্র নিয়ে সেটি সঠিকভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যুক্ত করে লোনের জন্য আবেদন জমা করতে হবে। আপনি এই লোন-এর যোগ্য হলে আপনাকে লোন প্রকল্পে প্রয়োজন মতো অর্থ সাহায্য করা হবে।