MSME Loan: আপনার প্রয়োজনে সরকার টাকা দেবে। অ্যাকাউন্টে দ্রুত টাকা পেতে আবেদন করুন এইভাবে।
MSME Loan Application Process
আপনার কি টাকার দরকার? তবে কম সময়ে দ্রুত টাকা পেতে MSME Loan প্রকল্পে আবেদন জমা করুন। আমাদের জীবনে বেশিরভাগ সময়েই টাকা প্রয়োজন হয়। নতুন ব্যবসা শুরু করতে বা নতুন করে কোন কাজ শুরু করার হলে পুঁজির প্রয়োজন হয়েই থাকে।
আপনি যদি আবেদন করেন তবে সেই আবেদন বিবেচনা করে সরকার একাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করে। আর তার জন্যই ক্রমে জনপ্রিয় হচ্ছে MSME Loan প্রকল্পটি। আজ এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হলো।
What Is MSME Loan?
MSME কথাটির অর্থ (Micro Small Medium Enterprises). অর্থাৎ এর দ্বারা বোঝায় ক্ষুদ্র ছোট ও মাঝারি ধরনের শিল্পকে। ভারতবর্ষের প্রচুর মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। ভারতে নথিভুক্ত থাকা MSME Unit সংখ্যা মোট ৬.৩৪ কোটি।
ভারত থেকে যা রফতানি হয় তার ৪৫ শতাংশই হল ছোট ও মাঝারি সংস্থা। প্রত্যেক বছর ভারতবর্ষের লাখ লাখ ছেলে-মেয়ে লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে যারা এই সেক্টরগুলি থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য দাঁড়ান। বর্তমানের হিসেব বলছে,প্রায় ১২ কোটি মানুষের কর্মসংস্থান এই ক্ষেত্রের সঙ্গে জড়িত।
আরও পড়ুন: ৫০০ টাকার নোটের বিনিময়ে জিতে নিন লাখ লাখ টাকা! শুধু এই একটি বিষয় খেয়াল রাখলেই কেল্লাফতে
MSME Loan এর সুবিধা কী কী?
আপনি যদি MSME Loan এর জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে প্রাথমিকভাবে কিছু বিষয় মনে রাখতে হবে। ছেলেমেয়েরা এই লোন নিয়ে নিজেদের উজ্জ্বল ক্যারিয়ার তৈরি করতে পারেন। এই লোন প্রকল্পে অত্যন্ত সহজ ও সুবিধাজনক শর্তে লোন দেওয়া হয়। পাশাপাশি লোন শোধের ওপর ভর্তুকির সুবিধা পাওয়া যায়। এবার আপনিও যদি আগ্রহী থাকেন তাহলে এই প্রতিবেদন থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিন।
এই লোন প্রকল্পে সরকার (Central Government) আবেদনকারীকে ৫০০০০ থেকে ২ কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে থাকে। যদিও মাইক্রো, স্মল এবং মিডিয়াম শিল্প ভেদে বিভিন্ন ধরনের এমাউন্টের লোন দেওয়া হয়ে থাকে। তবে মাইক্রো স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রি বলতে কোনগুলিকে বোঝানো হচ্ছে এক নজরে জেনে নিন।
মাইক্রো ইন্ডাস্ট্রি বলতে বোঝায় সেই সকল ইন্ডাস্ট্রিকে যে গুলোর অ্যানুয়াল ইনভেস্টমেন্ট প্রায় ১ কোটি এবং টার্ন ওভার ৫ কোটির মধ্যে। স্মল ইন্ডাস্ট্রি বলতে বোঝায় সেই সকল ইন্ডাস্ট্রি যাদের ম্যানুয়াল ইনভেস্টমেন্ট প্রায় ১০ কোটি এবং টার্নওভার ৫০ কোটির মধ্যে থাকে। মিডিয়াম ইন্ডাস্ট্রি বলতে বোঝায় সেই সমস্ত শিল্প ইন্ডাস্ট্রিকে যে সকল ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্ট ৫০ কোটি এবং বার্ষিক আয় ২৫০ কোটির মধ্যে থাকে।
MSME Loan Eligibility Criteria
- সেই সকল ব্যক্তিরা এমএসএমই লোনের জন্য আবেদন করতে পারবেন যাদের বয়সসীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
- লোনের আবেদনকারী প্রার্থীকে বর্তমানে ম্যানুফ্যাকচারিং সার্ভিস, ট্রেডিং যে কোনো বিজনেস চালাতে হবে।
- ব্যক্তিকে হতে হবে কোম্পানিরই ওনার।
- এছাড়াও, সেই শিল্প থেকে বছরে ব্যক্তির রিটার্ন থাকতে হবে কমপক্ষে ২ লক্ষ টাকা।
- লোন পাওয়ার আগে আবেদনকারী প্রার্থীকে Udyam পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- লোন পাওয়ার জন্য ব্যবসার অভিজ্ঞতাও দরকার হবে।
- বর্তমান ব্যবসার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
MSME Loan Application Process
- MSME লোনের জন্য আবেদন করতে হলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে।
- ওয়েবসাইট ওপেন করার পর টপ রাইট কর্নারে থাকা থ্রি লাইন চিহ্নটিতে ক্লিক করবেন।
- তারপর তালিকা থেকে নির্বাচন করে নিন MSME Loan.
- স্ক্রিনে দেখতে পাবেন এই লোনের জন্য আবেদন পত্র।
- সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করুন।
- প্রয়োজনীয় নথি জমা করুন।
- সম্পূর্ণটা ভালোভাবে পড়ে নিয়ে Agree চেক বক্সে ক্লিক করতে হবে।
- আপনার আবেদনপত্র জমা করুন। এবার আপনার আবেদন গৃহীত হলে সঠিক সময় আপনিও লোন পেয়ে যাবেন।
আরও পড়ুন: পোস্ট অফিস দিচ্ছে পার্সোনাল লোন। কম সুদে ঋণ পাওয়ার জন্য কি করতে হবে?
উপসংহার
আজকের প্রতিবেদন থেকে আপনারা জেনে নিলেন এমএসএমই লোন সম্পর্কে বিস্তারিত তথ্য। এবার আপনারাও যদি এই লোনের জন্য নিজের আবেদন জমা করতে চান, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বর্তমানে প্রচুর মানুষ এই লোনের সহায়তা নিচ্ছেন।