ন্যাশনাল পেনশন স্কীম (National Pension Scheme)

কর্ম জীবনে রোজগার করে শেষ বয়সে একটু ভালো থাকতে পেনশন প্রকল্প বা Pension Scheme এর বিকল্প নেই। কিন্তু পেনশন সবার ভাগ্যে জোটেনা। বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন কিম্বা নামী কোনও প্রতিষ্ঠানে কাজ করেন না। আর বর্তমান সমাজ ব্যাবস্থায় কেবলমাত্র সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই ভালো মানের Pension Scheme এর ব্যবস্থা রয়েছে। কিন্তু চাকরি না করেও পেনশন পাওয়া যায়। এই প্রতিবেদনে জেনে নিন, সেটা কিভাবে সম্ভব!

Advertisement

বিষয়বস্তু

National Pension Scheme

সরকারি চাকরি না করেও মাসে মাসে ৫০ হাজার টাকা পেনশন পাওয়ার উপায়।
যতক্ষণ শরীরে দম রয়েছে, ততক্ষণ খেটেখুটে টাকা ইনকাম করা যায়। আর বয়স বেড়ে গেলেই, যখনই বার্ধক্যের দোরগোড়ায় চলে গেলেন, তখনই কাজ থেকে অবসর নিতে হয়। তখন আর শারীরিকভাবে পরিশ্রম করা হয়ে ওঠে না। আর সেই সময় এই টাকার প্রয়োজন শুরু হয়ে যায়। সরকারি চাকুরেদের কথা বাদ দিন। তারা তো চাকরির অবসর গ্রহণের পরে একটা নির্দিষ্ট অংকের টাকা পেনশন পেতে থাকেন।

Ads

কিন্তু যারা বেসরকারি কোনো কোম্পানিতে চাকরি করেন বা ছোটখাটো কোনো ব্যবসা করে দিন গুজরান করছেন, তাদের কিভাবে চলবে? বৃদ্ধ বয়সে তারা কিভাবে টাকা আয় করবেন? তাদের জন্যই এখানে আলোচনা করা হবে।
কোনো সরকারি চাকরি না করে প্রতি মাসে ৫০ হাজার টাকা পেনশন পেতে পারেন। এপর্যন্ত শুনে অবাক হয়ে যাচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই। এটাই বাস্তব।

Advertisement

যদি সরকারি কর্মচারী নাও হন, তাহলে নিজের অবসর জীবনে এই টাকা পেনশন পেতে পারেন। তবে তার জন্য আপনাকে ন্যাশনাল পেনশন সিস্টেমে (National Pension Scheme) মাসিক আয়ের বেশ কিছুটা অংশ বিনিয়োগ করতে হবে। NPS এ বিনিয়োগ করা যথেষ্ট লাভজনক এবং এটি নিরাপদ। কেন্দ্রীয় সরকারের দ্বারা এটি পরিচালিত করা হয়।

Advertisement

আরও পড়ুন, PNB ব্যাংকে একাউন্ট থাকলেই কেল্লাফতে! আবেদন করলেই পাবেন নগদ 50000 টাকা।

National Pension Scheme calculator:

যদি প্রতিমাসে 50 হাজার টাকা করে পেনশন পেতে চান, তাহলে এনপিএস একাউন্টে 2.5 কোটি টাকা থাকতে হবে। ২৫ বছর বয়স থেকে যদি প্রতি মাসে 7 হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে দেখবেন ৬০ বছর পূর্ণ হলেই প্রতি মাসে 50 হাজার 200 টাকা করে পেনশন পাচ্ছেন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। একসঙ্গে পুরো টাকা তুলে নিতে পারবেন না। মূল টাকার ৪০ শতাংশ কোনো জীবন বীমাতে বিনিয়োগ করতে হবে।

Ads
ATM Withdrawal Limit Per day - এটিএম থেকে টাকা তোলা

ন্যাশনাল পেনশন স্কীম বা এনপিএস সিস্টেমে দুইভাবে বিনিয়োগ করতে পারেন, অ্যাকটিভ এবং অটো চয়েস। এন পি এসে Equity, Governance Bond, Corporate Det এবং অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড রয়েছে। এখানে মাসিক আয়ের কিছু অংশ বিনিয়োগ করলে ৬০ বছর বয়স হওয়ার পর মোটা অংকের টাকা ফেরত পাবেন।

Income Tax Benefits

National Pension Scheme বা এই পেনশন প্রকল্প কেবল মাত্র মাসে মাসে পেনশন ই প্রদান করে, তা কিন্তু নয়। এই প্রকল্পের অধীনে প্রতি বছরে অতিরিক্ত ৫০০০০ টাকা পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যায়। সুতরাং সরকারি নিরাপত্তার সাথে আর্থিক সাপোর্ট ও আয়কর ছাড়ের সুবিধা রয়েছে এই প্রকল্পে। আর আপনার যদি সামর্থ্য কম থাকে, তবে প্রতিমাসে ১০০০ টাকা করেও বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে একই হিসাবে প্রতিমাসে প্রায় ১০০০০ টাকার মতো পেনশন পেতে পারেন।

কোথায় কোথায় একাউন্ট করা যায়?

ন্যাশনাল পেনশন স্কীম (National Pension Scheme) যেকোনো ব্যাংক বা পোষ্ট অফিসে করা যায়। এই একাউন্টে ১০০০ টাকা দিয়ে একাউন্ট খোলা যায়। এক্ষেত্রে প্রতি ৩ মাস অন্তর অন্তর সুদ পরিবর্তিত হয়। সরকার প্রতি তিন মাস অন্তর অন্তর সুদের হার ঘোষণা করে।
এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। অর্থনৈতিক আরও পোস্ট পেতে সুখবর বাংলা ফলো করুন।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *