Govt Pension Scheme: সরকারি চাকরি না করেও মাসে মাসে পাবেন 1 লাখ টাকা পেনশন। কিভাবে? জেনে নিন
National Pension Scheme Money Investment
আমাদের দেশে চালু রয়েছে বিভিন্ন পেনশন প্রকল্প (Pension Scheme). চাকরি থেকে অবসরের পর এই সকল পেনশন প্রকল্পগুলি জীবনধারণের ক্ষেত্রে বিশেষভাবে সুবিধা প্রদান করে। বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে ভালোভাবে জীবনযাপনের জন্য প্রয়োজন অর্থ। আর তার জন্য অবসরের পর মাসে মাসে অর্থের প্রবাহ থাকা জরুরী। তাই আমাদের দেশে চালু থাকা একাধিক পেনশন স্কিমগুলি যেমন- ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme) বিশেষভাবে সাহায্য করে। তবে জানেন কি, সরকারি চাকরি না করেও মাসে মাসে পেতে পারেন ১ লাখ টাকা পেনশন।
Government Pension Scheme
ভারতবর্ষের চাকরিজীবী হোক কিংবা যেকোনো পেশার মানুষ, সকলকেই সময়ের মধ্যে একটা পেনশন প্রকল্পে বিনিয়োগ করা উচিত। সরকারি একাধিক দুর্দান্ত স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে আপনাকে আর অবসরের পর আর ভাবতে হবে না। এখান থেকেই আপনি পাবেন ভবিষ্যৎ নিরাপত্তা। তাই মাসে ১ লাখ টাকা পেনশন পেতে হলে আপনাকে কিভাবে বিনিয়োগ করতে হবে, তার একটা হিসাব রইল আজকের প্রতিবেদনে।
National Pension Scheme
কেন্দ্র সরকারের জনপ্রিয় স্কিম NPS National Pension Scheme. এই প্রকল্পে একদিকে যেমন উচ্চ সুদের হার প্রদান করা হয়, আবার অন্যদিকে বৃদ্ধ ব্যক্তিদের কর থেকেও মুক্তি প্রদান করছে সরকার। আপনি যে কোনো ব্যাংক কিংবা পোস্ট অফিস সর্বত্র এই স্কিমের সুবিধা পাবেন। তবে মনে রাখবেন, প্রকল্পের সঠিক সুবিধা পেতে হলে যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করতে হবে।
যদি আপনি ঠিকঠাকভাবে বিনিয়োগ করেন তবে ৬০ বছর পেরোলে পাবেন ১ লক্ষ টাকা পেনশন। চাকরি জীবন থাকাকালীন যদি আপনি এখানে বিনিয়োগ শুরু করেন, তবে অবসরের পর পাবেন মোটা টাকা রিটার্ন। এখানে বিনিয়োগ করতে পারেন সরকারি কর্মচারীরা থেকে শুরু করে যে কোনো বেসরকারি কর্মচারী অথবা একজন সাধারণ ব্যক্তিও। ভারতবর্ষে ২০০৪ সাল থেকে পুরনো পেনশন স্কিম সরে এসেছে এই ন্যাশনাল পেনশন স্কিম ভারতে। এই পেনশন প্রকল্পে সুদের হার থাকে ৯% থেকে ১২%। এই স্কিমে বিনিয়োগের জন্য নূন্যতম বয়সসীমা হল ১৮ এবং সর্বোচ্চ বয়স সীমা ৭০ বছর।
LIC জীবন উমং পলিসি। সারা জীবন বিনা পরিশ্রমে টাকা পাবেন প্রতিমাসে
মাসে ১ লাখ টাকা পেনশন পাবেন কিভাবে?
এবার প্রশ্ন হল আপনি সরকারি চাকরি না করেও কিভাবে মাসে ১ লাখ টাকা পেনশন পাবেন। যদি আপনি একজন বেসরকারি ক্ষেত্রে কর্মী হন তবে ন্যাশনাল পেনশন প্রকল্পে আপনাকে বুদ্ধি করে টাকা জমাতে হবে। সেক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে ১ লাখ টাকা পেনশন চান তবে এখন থেকে মাসে প্রায় ৬০ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে। ফলে আপনার মোট বিনিয়োগ হবে ১.৫৮ কোটি টাকা।
যুবক-যুবতীদের 10 লাখ টাকা দিচ্ছে মোদি সরকার। টাকা পেতে তাড়াতাড়ি আবেদন করুন
যদি প্রতিবছর এই প্রকল্প থেকে ১০ শতাংশ করে সুদ পান, তবে রিটার্নের পরিমাণ হবে ৩.৪৬ কোটি টাকা। আর ২০ বছর পর পেনশন ফান্ডে আপনার জমাকৃত অর্থের পরিমাণ হবে ৫.০৫ কোটি টাকা। যদি আপনি ২০ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তবে প্রতিমাসে আপনার ৩০০০০ টাকা টাকা ম্যাচিওর্ড হলে আপনি ৬০ শতাংশ প্রত্যাহার করতে পারেন। এছাড়া আর বাকি ৪০ শতাংশ আপনাকে রাখতে হবে। মোটামুটি প্রায় ৩.০৩ কোটি টাকা আপনি তুলে নিতে পারবেন। আর বাকি পড়ে থাকা ২.০২ কোটি টাকার মধ্যে আপনি প্রতিবছর পাবেন ৬ শতাংশ সুদ রিটার্ন। আর সেই হিসাব ধরে আপনার হাতে প্রতিমাসে আসছে এক লক্ষ টাকা।