Airtel Recharge – এয়ারটেল গ্রাহকদের মাথায় হাত। সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গেল। নতুন তালিকা দেখুন।

চলতি সপ্তাহের মঙ্গলবার ভারতের অন্যতম বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel Recharge নিয়ে একটি জরুরী ঘোষণা করেছে। জানানো হয় যে অতি শীঘ্রই নাকি বাড়ানো হতে পারে এয়ারটেল ট্যারিফের দাম। আর ট্যারিফ বাড়ার ফলে স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে এর রিচার্জ প্ল্যান (Airtel Recharge Plan) গুলোর দামও। ফলে এখন কোটি কোটি এয়ারটেল কাস্টমারের মাথায় হাত পড়েছে।

Airtel Recharge Plan List 2023

এই দুর্মূল্যের বাজারে ইতিমধ্যেই ফোনের সমস্ত আনলিমিটেড রিচার্জ প্ল্যান গুলোর দাম হয়েছে আকাশ ছোঁয়া। ২০০ টাকার কমে কোন রিচার্জ প্ল্যান উপলব্ধ নেই। কিন্তু দাম থাকলেও রিচার্জ তো করাতেই হবে। কারণ বর্তমানে ইন্টারনেট ছাড়া দুনিয়া অচল। এদিকে আয় কমায় মানুষকে অনেক কষ্ট করে রিচার্জের টাকা জোগাড় করতে হয় প্রতিমাসে। এর ওপর যদি রিচার্জের দাম (Airtel Recharge) আরো বাড়ে তাহলে মানুষের পক্ষে ফোন রিচার্জ করানোই দুঃসাধ্য হয়ে পড়বে।

বর্তমানে ভারতের মধ্যে সবচেয়ে সস্তা আনলিমিটেড রিচার্জ প্ল্যান (Airtel Recharge Plan) প্রদান করে থাকে জিও। এর সর্বনিম্ন রিচার্জ প্ল্যান এর দাম হল ১৪৯ টাকা। যাতে রয়েছে ২১ দিনের জন্য আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং দৈনিক ১ জিবি ডেটার সুবিধা। এয়ারটেল এর ক্ষেত্রে এই একই রিচার্জের দাম হলো ২০৯ টাকা। যাতে রয়েছে সমান সুবিধা।

কিন্তু এগুলি কেবল ফোর জি সিম ব্যবহারকারীদের জন্য। বর্তমানে এসেছে 5g নেটওয়ার্কের যুগ। আর এই পরিষেবা চালু হওয়ার পর অনেক প্ল্যানের (Airtel Recharge Plan) দামই বেড়ে গেছে। কারন সেগুলিতে ফাইভ-জি সুবিধা দেওয়া হয় কাস্টমারদের। আর ফাইভ-জি প্ল্যানগুলির সুবিধা বেশি এবং সেই সঙ্গে ট্যারিফের দামও বেশি। তাই বাধ্য হয়েই কোম্পানিগুলি এই রিচার্জের দাম বাড়িয়েছে।

যাইহোক এখন যদি এয়ারটেল কোম্পানির তরফে রিচার্জ প্ল্যানের দাম আরো বৃদ্ধি করা হয় তো অসুবিধায় পড়বেন গরিব মানুষ।
ট্যারিফের দাম বাড়ানোর সম্পর্কে কোম্পানির সিইও গোপাল বিট্টল বলেছেন, “…এগুলি আমাদের হাতে নেই, ভারতে ট্যারিফ যথেষ্ট কম, ইউজার প্রতি গড় আয় এবং প্রতি জিবি ডেটার দাম উভয় ক্ষেত্রেই। এই দুটি দিক বিচার করলে আমরা সবার নিচে রয়েছি।” তিনি আরো জানিয়েছেন যে বর্তমানে ভারতের অন্যান্য সংস্থা যেমন জিও এবং ভি আই কিন্তু ট্যারিফের দামে তাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।

তাই বাজারে চরম প্রতিযোগিতা সম্মুখীন হতে হচ্ছে এই সংস্থাকে অন্যান্য টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে। সেই কারণে ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদেশে এয়ারটেলের ট্যারিফের দাম আরো বাড়ানোর। তবে তিনি এও জানিয়েছেন, দাম বাড়ার সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের পরিষেবা আরো উন্নত করার দিকে চেষ্টা করা হবে। বর্তমানে ফাইভ-জি ব্যবহারকারীর সংখ্যা দেশে অনেক।

রান্নার গ্যাসের দাম তথা LPG Cylinder Rate

আর ফাইভ-জি নেটওয়ার্ক হয় আল্ট্রা হাই স্পিডের। সেক্ষেত্রে নেটওয়ার্কে যাতে কোন রকম সমস্যা না হয় বা সকল ব্যবহারকারী যাতে সুপারফাস্ট পরিষেবা পেতে পারে সেদিকেও নজর রাখবে কোম্পানি।
ভারতী এয়ারটেল কোম্পানির সিইও গোপাল বিট্টল গত মঙ্গলবার জানিয়েছেন, “সেপ্টেম্বর কোয়ার্টারে বার্ষিক হিসাবে মোট লাভ 37.5 শতাংশ হ্রাস পেয়ে 1,341 কোটি টাকায় নেমে এসেছে, যা একবার অসাধারণ ট্যাক্সের ফলে কমে গেছে।

ফ্রি রিচার্জ অফার পেতে, এটি দেখুন।

অন্যদিকে সেপ্টেম্বর কোয়ার্টারে বার্ষিক ট্যাক্স 7.3 শতাংশ বেড়ে 37,044 কোটি টাকা হয়ে গেছে।” তো দেখা যাচ্ছে, বর্তমানে অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ধাক্কা খেতে হচ্ছে এই এয়ারটেল কে। অন্যদিকে বাজারে রয়েছে জিও ভিআই ইত্যাদির মত বড় বড় প্রতিদ্বন্দ্বী। এই সমস্ত সমস্যার সমাধান চিন্তা করেই ট্যারিফের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতী এয়ারটেল (Bharati Airtel)

আরও পড়ুন, ATM কার্ডের পিন ভুলে গেলেও টাকা তোলার সহজ পদ্ধতি জেনে নিন।

তাতে যদি রিচার্জ প্ল্যানের দাম কিছুটা বাড়ে তাতে কিছুই করার নেই বলে জানিয়েছে কোম্পানি। তবে এয়ারটেলে রিচার্জ এর দাম বাড়লেও জিও (Jio Recharge Plan) এবং VI সিমের ট্যারিফ একই থাকবে বলে জানা গিয়েছে। যা এই সমস্ত সিম ব্যবহারকারীদের জন্য সুখবর।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button