(ব্যবসা) Paper Tea Cup Business idea with loan

সমাজের বেকার যুবক যুবতীদের জীবনের আর্থিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায় উদ্যোগী (Business Idea) করতে বিভিন্ন প্রকল্প আনছে সরকার। যেখানে রাজ্য তথা গোটা দেশে চাকরির আকাল, সেখানে সমাজের আর্থিক উন্নতি ঘটাতে ব্যবসার বিকল্প কিছুই হতে পারে না। সেই লক্ষ্য পূরণ করতে সরকারি সাহায্য নিয়েই শুরু করা যেতে পারে এই Business. তবে আগে গোটা বিষয়ে ভালোভাবে জেনে নেওয়া যাক।

Advertisement

Business Idea with Government Subsidy.

সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বের অর্থনৈতিক হাল বেশ শোচনীয়। তার ওপর সরকারি হোক কিংবা বেসরকারি, চাকরির বাজারের অবস্থাও খুব একটা ভালো নয়। কিন্তু এসব অজুহাত দিয়ে ঘরে বসে থেকে কোন লাভ নেই। কারণ দিনের পর দিন এ রাজ্য তো বটেই গোটা দেশে প্রতিনিয়ত বাড়ছে বেকারের সংখ্যা।

এই অবস্থায় কিভাবে রাজ্যের বেকার যুবক- যুবতীদের বিকল্প কর্ম সংস্থানের দিশা দেখানো যায় তা নিয়ে সরকারের মাথা ব্যাথার অন্ত নেই। আর সেই লক্ষ্য পূরণের জন্যই সরকারের এই নীতি। Business করতে যেমন পুঁজির দরকার তেমনি দরকার উপযুক্ত শ্রম আর তার সঙ্গে প্রয়োজন Business Idea Planning বা সঠিক ব্যবসা পরিকল্পনা। এই তিন বিষয়ের যোগ ঘটাতে পারলেই আর পেছন ফিরে তাকাতে হবে না।

Ads

আসলে অনেক উদ্যোগকারী অনেক সময় তার নতুন উদ্যোগ কিভাবে কোন Business Idea দিয়ে শুরু করবেন তা ভেবে উঠতে পারেন না। তাই Business Plan এর শুরুর কিছু দিনের মধ্যেই গুটিয়ে নিতে বাধ্য হন। কিন্তু কোনও Business Idea শুরুর আগে যদি একটু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যায় তাহলে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ অনেকটাই কমে যায়।

Advertisement

তাই আজ সেই সব বেকার যুবক-যুবতীদের সামনে এমন একটি Business Idea Oppurtunuties এর ধারণা দিতে চলেছি যেখানে সরকারি সাহায্য নিয়ে সহজেই যে কেউ এই ব্যাবসা করে মাসে মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। তাহলে আসুন দেখি বিশেষজ্ঞরা ঠিক কোন ধরণের ব্যবসার কথা বলেছেন। এ ব্যবসায় লসের তেমন সম্ভাবনা নেই।

Advertisement

New Business Ideas Opportunuties:

এ বিষয়ে ব্যবসায়িক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, নিজের বাড়িতে 500 বর্গফুটের জায়গা থাকলে কিংবা Business এর প্রয়োজন মতো জায়গা ভাড়া নিয়ে বেকার যুবক-যুবতীরা কাগজের চায়ের কাপ তৈরির ব্যবসা শুরু করতে পারেন। এতে পৃথিবীর পরিবেশ দূষণ যেমন কমবে তেমন এই কাগজের ব্যবহার প্লাস্টিক থেকে হবে আরো বেশি স্বাস্থ্যসম্মত।

Ads

পরিবেশ দূষণের মাত্রা ঠেকাতে গোটা পৃথিবী ব্যাপী প্লাস্টিক দ্রব্য বর্জনের দিকেই নজর দিয়েছেন বিশ্বের সকল দেশের পরিবেশবিদরা। এই অবস্থায় বেশ কয়েক বছর আগে থেকে প্লাস্টিকের চায়ের কাপের  বদলে কাগজের চায়ের কাপের ব্যবহার বেড়েছে। পাশাপাশি শুধুমাত্র চায়ের দোকানই নয়, যে কোনও অনুষ্ঠান বাড়ি হোক কিংবা নিজের বাড়িতে কাগজের চায়ের কাপের ব্যবহার বাড়ছে।

তাই এই Business Idea করলে বাজার নিয়ে যেমন চিন্তার কোনও কারণ নেই। তেমনি পরিবেশ দূষণ রোধে কাগজের চায়ের কাপের ব্যবসা কে প্রাধান্য দিয়ে এর জন্য উদ্যোগকারী কে তার বিনিয়োগের 75% টাকা দিয়ে সাহায্য করছে কেন্দ্র সরকার। তবে এই টাকা সঠিক সময়ে ব্যাংকে পরিশোধ করতে হবে। এবারে দেখে নেওয়া যাক, কিভাবে শুরু করতে হবে।

Business Idea Paper Tea Cup

1. এই Business এর প্রয়োজনীয় মূলধনের 75 শতাংশ টাকা যে কোনও ব্যাঙ্ক থেকে স্বল্প সুদে সহজ কিস্তিতে পাওয়া যাবে।
2. এক্ষেত্রে অন্তত পক্ষে 500 বর্গ ফুটের জায়গার প্রয়োজন হবে।
3. ব্যাঙ্ক থেকে নেওয়া লোণ বা ঋণের টাকা সঠিক সময়ে পরিশোধ করলে সরকারি তরফে মিলবে বিশেষ সাবসিডি বা ভর্তুকি।

এই ব্যবসা করলেই হবে ঘরে বসে বসে ইনকাম! অবাক হলেন? দেখুন এখুনি।

4. প্রথম দিকে স্থানীয় ভাবে বাজারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট উৎপাদন করলে মোটামুটি ভালোই ফলাফল মিলবে।
5. প্রথমেই এই কাগজের চায়ের কাপ তৈরির মেশিন ক্রয় করতে হবে নিজের অর্থ বিনিয়োগ করে।
6. উপযুক্ত মেশিন ক্রয় এবং ব্যবসার কাঁচামাল কিনতে প্রায় 4-5 লক্ষ টাকা মতো খরচ হতে পারে।
7. প্রয়োজনীয় মূলধনের 75 শতাংশ টাকা সহজেই ঋণ পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের মুদ্রা যোজনার স্কিমের আওতায়।

মহিলাদের জন্য জমিয়ে করার মত দারুন ব‍্যবসার আইডিয়া, একবার শুরু করলে লাইফ সেটেল্ড।

8. Business এর বাকি 25 শতাংশ টাকা আপনার নিজে জোগাড় করতে হবে।
তাহলে আর দেরি না করে সরকারি মুদ্রা যোজনার সহজ শর্তে ঋণ নিয়ে এখনই শুরু করুন এই নতুন ব্যবসা যার কদর বাজারে প্রচুর। সঠিক যোগান দিতে পারলে আর পেছন ফিরে তাকাতে হবে না। এছাড়াও অন্যান্য আরো ব্যবসার খোঁজ পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement
2 thoughts on “Business Idea – টাকা দেবে সরকার, ব্যবসা হবে আপনার, নিজের পায়ে দাড়ানোর এই সুযোগ আর পাবেন না”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *