New Business Idea : স্বল্প বিনিয়োগে ব্যাপক লাভ! আজই শুরু করুন এই চাষাবাদ, মাসে আয় করুন লাখ টাকা

New Business Idea : কী চাষ করবেন এবং কীভাবে চাষ করবেন, বিশদে জেনে নিন

বর্তমানে অফিসে বসে কাজের তুলনায় ব্যবসা করতেই অনেকে পছন্দ করেন (New Business Idea)। ভালোভাবে ব্যবসার উন্নতির পদ্ধতি জানা থাকলে মাসে ৪০,০০০-৫০,০০০ টাকা আয় করা সম্ভব। কিন্তু অনেকে জানেনই না কীভাবে ব্যবসা করতে হবে। আবার অনেকে বুঝতে পারেন না কিসের ব্যবসা করলে লাভ অর্জন করা যাবে। অনেকে আবার ব্যবসায় টাকা বিনিয়োগ করতে ভয় পান। সেই সকল ধারণার অবসান ঘটাবে এই প্রতিবেদন।

আরও পড়ুন, ইনস্টাগ্রামের মাধ্যমে ব্যবসা করে হয়ে যান মালামাল, মাসিক আয় অন্তত ১ লাখ টাকা, Best Opportunity!

আজকে এই প্রতিবেদনের মাধ্যমে এমন একটি জিনিসের ব্যবসা সম্পর্কে জানানো হবে, যার মাধ্যমে কোটি টাকা রোজগার করা সম্ভব (New Business Idea)। এই পণ্যটির চাহিদা এতটাই যে, দাম থাকা সত্বেও মানুষ দোকান থেকে এটি কিনে থাকেন। স্বাস্থের জন্য উপকারি এই ফল এটি। সকল বয়সের মানুষ খেয়ে থাকেন। ফলতির নাম সকলের জানা। এটি হল কাজবাদাম।
হ্যাঁ, ঠিকই শুনেছেন কাজুবাদাম চাষ  (New Business Idea)। তবে কীভাবে কাজবাদাম চাষ করলে ব্যবসার উন্নতি করা যাবে, টা জানতে হলে অবশ্যই পড়তে হবে সম্পুর্ণ প্রতিবেদনটি। তাহলে চলুন শুরু করা যাক।

কীভাবে কাজুবাদাম চাষ করতে হবে –
এই ফল যেকোনো মাটিতেই চাষ করা সম্ভব  (New Business Idea)। তবে লাল, ল্যাটেরাইট মাটিতে চাষ করা ভালো। চাষ করার আগে ক্ষেতে তির্যকভাবে লাঙ্গল দিতে হবে। বিশেষত যেসব জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, সেখানে কাজুবাদাম চাষ ভালো হয়। ক্ষেতের জমিতে প্রতিটি গাছের মধ্যে ৪ মিটার দূরত্ব রাখতে হবে। সেইমতো ১ হেক্টর জমিতে প্রায় ৫০০ টি চাড়া রোপণ করা যাবে। তবে বৃষ্টির কারণে এই চাষে সেচের প্রয়োজন হয় না। তবে গাছকে আদ্রতা এবং ঠাণ্ডা থেকে বাঁচাতে হবে।

কত টাকা রোজগার করা যাবে –
এই গাছের দৈর্ঘ্য ১৪-১৫ মিটার (New Business Idea)। মাত্র ২ থেকে ৩ বছরের মধ্যেই গাছের ফলন শুরু হওয়া যায়। শুধু কাজুবাদাম বিক্রি করে রোজগার করা সম্ভব তেমনটা নয়। এই গাছের ফলের খোসা থেকে রং তৈরি করা হয়। একটি গাছ থেকে ২০ কেজি কাজুবাদাম পাওয়া যায়। বর্তমানে বাজারে ১ কেজি কাজুর দাম ১,০০০-১২০০ টাকা। হেক্টর জমিতে চাষ করলে কোটি টাকা আয় করা সম্ভব।
ব্যবসা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন , গরমকালে অল্প পুঁজি দিয়ে শুরু করুন এই ফাটাফাটি ব্যাবসা, তিন মাসেই লাইফ বদলে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button