DA Update 2022 – একসঙ্গে তিন-তিনটি বড় ধামাকা সুখবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য।

DA Update 2022 – লাভবান হতে চলেছেন পেনশনভোগীরাও।

সমস্ত সরকারি চাকরিজীবীদের জন্য দারুন সুখবর! (DA Update 2022) একসঙ্গে পেতে চলেছেন তিন-তিনটি বড় সুযোগ। সাধারনত বছরে দুবার অর্থাৎ জানুয়ারি এবং জুলাই মাসের সংশোধিত হয় মহার্ঘ ভাতা বা ডিএ। আশা করা যায়, আগামী জুলাই মাসে বাড়তে পারে কর্মীদের মহার্ঘভাতার পরিমাণ।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, গত ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত মোট ১৮ মাস অর্থাৎ ১.৫ বছরের বকেয়া মহার্ঘ ভাতা (DA Update 2022) দেওয়ার সমস্যাটি শীঘ্রই সমাধান হতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও মুলতবি বকেয়া হিসেবে ২ লক্ষ টাকা পেতে পারেন।

গত মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৭ম পে কমিশনের অধীনে ডিএ বৃদ্ধি করা হয়েছে (DA Update 2022) ৩ শতাংশ। যার ফলে তার পরিমাণ হয়ে দাঁড়িয়েছে মূল বেতনের ৩৪ শতাংশ। এই বৃদ্ধির ফলে লাভবান হয়েছেন ৫০ লক্ষের বেশি সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী কর্মচারী। অনেকে হয়তো জানেন না সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের পরিবর্তনের ওপর ভিত্তি করে সংশোধন করা হয়েছে মহার্ঘ ভাতার পরিমান।

মেধাবী পড়ুয়াদের জন্য ডানা মেলতে হাজির পঙ্খ স্কলারশিপ

আগামী মাসের ডিএ-এর পরিমাণ আরো ৪ শতাংশ বেড়ে ৩৮ শতাংশ পৌঁছে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গত মে মাসে (DA Update 2022) এই খুচরো মূল্যস্ফীতি ৭.০৪ শতাংশে গিয়ে পৌঁছেছে। যেটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ঘোষণা করা ২ থেকে ৬ শতাংশ কমফোর্ট লেভেলের উপরে বিরাজমান। আর তাই বকেয়া ডিএ পেলে এবং নতুনভাবে ডিএ সংশোধিত হয়ে বৃদ্ধি পেলে সরকারি কর্মচারীরা লাভবান হবেন তা বলাই বাহুল্য।

গত দু’বছরের অধিক সময় অতিমারির জন্য কেন্দ্রীয় সরকার ডিএ (DA Update 2022) এবং ডিআর-এর তিনটি কিস্তি আটকে রেখেছিল। গত বছর আগস্ট মাসে রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এই ডিএ এবং ডিআর আটকে রাখায় সাশ্রয় হয়েছে প্রায় ৩৪,৪০২ কোটি টাকা।

ডাক্তারের প্রেসক্রিপশন পড়ার নিয়ম, এই সঙ্কেত গুলোর মানে জেনে নিন

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ভবিষ্যনিধি তহবিলে নতুন সুদের হার অনুমোদন করেছে। যার ফলে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা বা ইপিএফও এখন পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে সুদ জমা করতে শুরু করবে। তবে গত আর্থিক বর্ষ বা ২০২১-২২ আর্থিক বছরের জন্য সরকার ইপিএফ-এ ৮.১০ সুদের হার অনুমোদন করেছিল।

প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

ব্যাঙ্কের কাজের সাথে যুক্ত সকল ব্যক্তিদের কড়া বার্তা RBI গভর্নরের, না মানলে নেওয়া হবে আইনি পদক্ষেপ

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button