স্কুল ড্রেসের মতো এবারে সরকারি অফিসেও চালু ড্রেস কোড! না মানলেই মাইনে কাটার নির্দেশ।

সঠিক পোশাকেই যেতে হবে এবারে সরকারি অফিসের অফিসারদের।

স্কুল পড়ুয়াদের মতো এবার সরকারি অফিসেও ড্রেস কোড চালু হতে চলেছে। নিয়ম কানুন গুলো তৈরী হয়েছে সব ধরণের কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে এগিয়ে নিয়েই যাবার জন্য। অনিয়ম করলে কোন কিছুই সঠিকভাবে পরিচালিত হতে পারে না। আর যদি তা হয় সরকারি কাজ তাহলে তো আর কিছু বলার নেই।

যেখানে রোজ কাজগুলি চলে সাধারণ জনগণকে নিয়ে সেখানে যে নীতি, নিয়ম, নিষ্ঠা শব্দগুলির কতটা প্রয়োজনীয়তা সেটি আর বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে নিয়ম মেনে চললে প্রতিষ্ঠানে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে সব সময়।

বহু ক্ষেত্রেই দেখা যায় যে অফিসে যে যার নিজস্ব রুচিবোধ অনুসারে পোশাক পরেই অফিসে আসেন। সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায় যেমন অফিসে গেলে বুঝতে অসুবিধা হয় যে কে সরকারি অফিসের কর্মী আর কে নয়? ফলে গ্রাহকদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয় সঠিক ব্যক্তিকে খুঁজে পেতে।

PF এ কত টাকা পাবেন, চেক করেছেন? দেখে নিন

এবারে এই নিয়মে বদল আনলো উত্তর প্রদেশ রাজ্যের বেরোলি প্রশাসন। সরকারি অফিসে আর পরা যাবে না ক্যাজুয়াল পোশাক। বারোলি এর ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট জানিয়েছেন, এই নিয়ম না মানলে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন।
ঐ এলাকার ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট শিবকান্ত দ্বিবেদী বলেন, “যাতে অফিসারের মতো দেখতে লাগে, তার জন্য সরকারি কর্মকর্তাদের ফর্মাল পোশাক পরতে হবে। ক্যাজুয়াল পোশাক বাইরে পড়তে হবে। জিন্স, টি- শার্ট অফিসে চলবে না”।

ষ্টেট ব্যাংক গ্রাহকদের পুজোর বোনাস দিচ্ছে ব্যাংক কতৃপক্ষ, কিভাবে পাবেন দেখুন।

আরো এক প্রশাসনিক অফিসার শিব কুমার গুপ্তা জানান, এই পদক্ষেপ খুবই প্রশংসনীয়। বারোলি তে এই প্রথম নয়। এর আগেও অনেক রাজ্য সরকার সরকারি অফিসে এই ধরণের অর্ডার দিয়েছেন। প্রসঙ্গত বলা যায়, উত্তরাখন্ডে এর আগেও ফর্মাল পোশাক পরার কথা বলা হয়েছিল। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর যেমন রেলের কিছু কর্মীদের ক্ষেত্রেও সাদা ড্রেস পরার নিয়ম রয়েছে। জরুরী পরিষেবার কর্মীরাও আলাদা ড্রেস কোড মেনে চলেন।

2021 সালে CBI অফিসারদের জন্য সুবোধ কুমার জয়সাওয়াল এই আইন চালু করেছিলেন। সুতরাং বিষয়টি বেশ গ্রহণযোগ্য। পশ্চিমবঙ্গেও কি এই ধরনের ড্রেস কোড চালু হওয়া উচিত? নিচে কমেন্ট করে জানাতে পারেন। এমন আরো খবর পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

পড়াশোনা বা কাজের ফাঁকে বাড়িতে বসে অনলাইনে আয় করার দারুন সুযোগ

Related Articles

2 Comments

  1. অবশ্যই ড্রেসকোড থাকা উচিত। সরকারি কর্মীদের কর্তব্যরত অবস্থায় যাতে তাকে দেখেই বোঝা যায় যে সে কে। এক্ষেত্রে Formal Dress এর সাথে গলায় id card বাধ্যতামূলক করা উচিত।

  2. Dress coad is required for WB Govt employees.
    Like police service system of star or identifying the rank of the employee is required.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button