GST Reforms: সারা দেশে জিএসটি পণ্য ও পরিষেবা কর নিয়ে বিরাট পরিবর্তন। কিসের দাম বাড়ছে, কি সস্তা হচ্ছে?
GST Reforms In India
জিএসটি নিয়ে এবার বড়সড় পরিবর্তনের (GST Reforms) ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পণ্য ও পরিষেবা কর ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে। সাধারণ মানুষের জন্য জিএসটির এই পরিবর্তন (GST Reforms). বিশেষ গুরুত্বপূর্ণ। আসুন আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক কিসের দাম বাড়ছে আর কি সস্তা হচ্ছে।
GST Reforms In India
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাধারণ মানুষের জন্য ‘ডবল দিওয়ালি’ উপহার আনছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, নতুন প্রস্তাবে জিএসটি-র একাধিক স্ল্যাব কমিয়ে এনে পণ্য ও পরিষেবা কর ব্যবস্থাকে আরও সহজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে (GST Reforms). যার ফলে দৈনন্দিন ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমতে পারে।
বর্তমান জিএসটি কাঠামোটি কিরকম?
বর্তমানে ভারতে জিএসটি-র পাঁচটি স্ল্যাব রয়েছে। সেগুলি কী কী? আসুন জেনে নেওয়া যাক।
- ০%: সমস্ত খাদ্যশস্য, তার সঙ্গে তাজা ফল ও সবজির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে।
- ৫%: ভোজ্য তেল ও ১০০০ টাকার কম দামের জুতোর ক্ষেত্রে।
- ১২%: সকল প্রক্রিয়াজাত খাবার, মোবাইল ফোন এবং ফলের রসের ক্ষেত্রে।
- ১৮%: সাবান এবং টুথপেস্টের মতো জিনিসের ক্ষেত্রে।
- ২৮%: বিভিন্ন বিলাসবহুল পণ্য, গাড়ি এবং তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে।
নতুন প্রস্তাবে কী ভাবা হচ্ছে?
নতুন প্রস্তাবে জিএসটিকে আনা হচ্ছে মূলত দুটি স্ল্যাবে (GST Reforms). একটি ৫% আর অপরটি ১৮%। তাই ধারণা করা হচ্ছে, হয়তো ১২% স্ল্যাবটি তুলে দেওয়া হতে পারে। ফলে এখনকার ১২% স্ল্যাবের অন্তর্ভুক্ত থাকা ৯৯% পণ্যকে নিয়ে আসা হবে ৫% স্ল্যাবে। আর বাকিগুলিকে মোটামুটি ১৮% স্ল্যাবে নিয়ে আসা হতে পারে। আর, ২৮% স্ল্যাবের অনেক পণ্যকে আনা হতে পারে ১৮% স্ল্যাবে। যার ফলে ১৮% স্ল্যাবটি স্ট্যান্ডার্ড রেট ধরা হবে (GST Reforms).
আরও পড়ুন: মোবাইল থেকে অনলাইনে 5 লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে এইভাবে আবেদন করুন
জিএসটির সংস্কারের পিছনে কী কী কারণ আছে?
- একাধিক স্ল্যাব থাকার কারণে গ্রাহকরা অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়েন। তাই এই জটিলতা দূর করা।
- অনেক ক্ষেত্রে এটা ঘটে যে, কাঁচামালের উপর জিএসটি উৎপাদন যদি চূড়ান্ত পণ্যের চাইতে বেশি হয়, সেক্ষেত্রে বহু সময় ব্যবসায়ীদের টাকা আটকে থাকে। সেক্ষেত্রে সমস্যার সমাধান করা।
- অনেক সময়েই বাস্তব পরিস্থিতি অনুযায়ী কর কমলে মানুষের হাতখরচ বেড়ে যায়। ফলে মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুন: প্রতিমাসে ১০০০০ টাকা! পোস্ট অফিসের লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের কাজ। পথ জীবন টাকা পাবেন
উপসংহার
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই পরিবর্তনগুলি (GST Reforms). হয়তো চলতি বছর অর্থাৎ 2025 সালের দিওয়ালি উৎসবের সময় কার্যকর হতে পারে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর সাধারণ মানুষ জানতে পারবেন। সেপ্টেম্বরে আয়োজিত জিএসটি কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হবে।