ভারতবর্ষের আয়কর ব্যবস্থা নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত (Income Tax System). ভারতীয় কর ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগ নিচ্ছে মোদি সরকার। শোনা যাচ্ছে, ভারতের আয়কর ব্যবস্থাকে জটিলতা মুক্ত করতে সরকার নিচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আয়কর ব্যবস্থাকে অনেক বেশি সরল করতে চলেছে সরকার। যাতে সাধারণ মানুষের উপকার হয়।
বর্তমানে ভারতীয় আয়কর ব্যবস্থার জটিলতার কারণে সাধারণ মানুষের বহু সমস্যা পরিলক্ষিত হয়। অনেকেই এই জটিলতা বুঝতে পারেন না। আর তাই কেন্দ্রীয় সরকারের তরফে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে নতুন আয়কর সিস্টেম (Income Tax System) আসতে পারে বলে একটি আভাস শোনা যাচ্ছে।
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট! হঠাৎ বদলে গেল নিয়ম! অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি দেখে অবাক হবেন
Indian Income Tax System
ভারতবর্ষের আয়কর ব্যবস্থায় (Income Tax System) এবার বিরাট পরিবর্তনের সম্ভাবনা কেন্দ্রীয় সরকারের তরফে। সেক্ষেত্রে আয়কর ব্যবস্থায় রদবদলের সম্ভাবনা তীব্র। এমনকি এও শোনা যাচ্ছে, নতুন আয়কর ব্যবস্থা চালু হবে। সূত্রের খবর, নতুন আয়কর কাঠামো নিয়ে কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ভারতের কর ব্যবস্থা সরল করার জন্য এবার যুক্ত হতে পারে ১২৫ টি ধারা ও উপধারা।
সাম্প্রতিক এক সাংবাদিক প্রতিবেদন থেকে বিষয়টি সম্পর্কে আরো ডিটেলসে জানা গিয়েছে। আর প্রতিবেদনে বলা হয়েছে, এখন যে আয়কর আইন চালু রয়েছে তার জায়গায় নতুন আয়কর আইন চালু হবে। যার প্রধান উদ্দেশ্য আয়কর ব্যবস্থাকে সরল করা। এও জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির বাজেটে নতুন আয়কর ব্যবস্থা নিয়ে ঘোষণা করবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
সেক্ষেত্রে ঠিক কিভাবে গড়ে উঠবে নতুন আয়কর ব্যবস্থা? সূত্রের খবর, নতুন আয়কর ব্যবস্থায় আয়কর আইন থেকে অপ্রয়োজনীয় ধারা ও উপধারা বাদ দেওয়ার পক্ষে কথা বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
আর এই বিষয়টিকেই নজরে রেখে আয়কর আইনের যথাযথ সংস্কারের জন্য ব্যস্ত ভারতীয় অর্থ মন্ত্রক। ভারতবর্ষে আয়কর আইনের যথাযথ সংস্কার সেরে তবেই নতুন করে সংশোধিত আয়কর আইন আনা হবে বলে কেন্দ্র সরকার সুত্রে খবর। আর এই নতুন ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে। বিশেষভাবে প্রভাবিত হবেন করদাতারা।
পুজোর বাম্পার উপহার! রাজ্যে কর্মরত ১৫,০০০ কর্মীর পকেটে আসছে কড়কড়ে নোট! জারি হল নতুন বিজ্ঞপ্তি
New Income Tax System In India
১৯৬২ সালের ১ এপ্রিল থেকে ভারতের আয়কর আইন লাগু হয়। সেই সময় থেকে আজ পর্যন্ত সারা ভারতবর্ষে এই আয়কর আইন চালু রয়েছে। আয়কর আইনের সংস্কারের কথা আগে ভাবেনি কেন্দ্রীয় সরকার। বছরের পর বছর ধরে ভারতীয় আয়কর ব্যবস্থায় অভ্যস্ত হয়ে ইনকাম ট্যাক্স ফাইল করেছেন ভারতের করদাতারা। তবে এখন কোমর বেঁধে লেগেছে কেন্দ্রীয় সরকার।
ভারতের আয়কর ব্যবস্থায় আসছে আমুল পরিবর্তন। ভারতে নতুন আয়কর ব্যবস্থা লাগু হলে কতটা উপকৃত হবেন ভারতের সাধারণ মানুষ? সূত্রের খবর, সরকারের উদ্যোগে যেহেতু আয়কর আইনের জটিলতা কম করে দেশের আয়কর সিস্টেমকে অনেক বেশি সরল করার চেষ্টা চলছে, সেক্ষেত্রে সাধারণ মানুষ-এর উপকার হতে পারে।
তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জানা যাচ্ছে, বিভিন্ন পক্ষের মতামত পর্যালোচনা করছে কেন্দ্রীয় সরকার। আর পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নতুন আয়কর ব্যবস্থাটি সরলের পাশাপাশি অনেক বেশি স্বচ্ছ হবে বলে মতামত। এই ব্যবস্থায় নাকি ব্যক্তির আয়ের উৎসও খতিয়ে দেখা হতে পারে।