Interest Rate Of PF – PF নিয়ে চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। Latest News 2022.

Interest Rate Of PF – তবে কি এবার বাড়তে চলেছে PF -এর সুদ?

চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা। পরিবর্তিত হতে চলেছে EPFO -তে (Interest Rate Of PF) সুদের হার। আসুন জানা যাক নতুন কি ঘোষণা করা হলো কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ২০২১-২২ অর্থবর্ষের জন্য প্রভিডেন্ট ফান্ডে ৮.১ শতাংশ সুদের হার ঘোষণা করেছে।

গত আর্থিক বছরে এটি ছিল ৮.৫ শতাংশ। বিগত ৪০ বছরের মধ্যে এটি সর্বনিম্ন সুদের হার (Interest Rate Of PF) নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার। পূর্বে EPFO -তে ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড অডিট কমিটি ইক্যুইটি লিঙ্কড ইনভেস্টমেন্টের সীমা ১৫ শতাংশ ছিল। পরবর্তীকালে এই সীমা বেড়ে হয় ২৫ শতাংশ।

এবার এই সীমা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ইনভেস্টমেন্টের সীমা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার অর্থ হল শেয়ার বাজারে সেই তারা কাজে লাগানো এবং তার থেকে সর্বোচ্চ রিটার্ন নেওয়ার চেষ্টা করা। (Interest Rate Of PF)

এজন্যই ইকুইটি এক্সপোজার বাড়ানো এবং বিনিয়োগের নির্দেশিকা সংশোধন করা হবে বলে জানা গেছে সংবাদ মাধ্যম সূত্রে। আর সঠিকভাবে এই টাকা কাজে লাগানো গেলে গ্রাহকদের বেশি পরিমাণে সুদ দিতে পারবে কেন্দ্র। তাই বলা যায় ভবিষ্যতে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে PF -এর সুদের হারও বৃদ্ধি পাবে।

লাগবেনা বড় ডিগ্রী, দশম অথবা দ্বাদশে 50 শতাংশ নম্বরেই মিলবে রেলে চাকরি

মাধ্যমিকে এবার 60% পেলেই 24 হাজার টাকা দিচ্ছে সরকার, আবেদন করুন

সংবাদ মাধ্যমে পেশ করা একটি রিপোর্ট থেকে বলা যায়, যদি ইকুইটি বিনিয়োগের সীমা বাড়িয়ে ৩০ শতাংশ করা হয় তাহলে EPFO শেয়ারবাজারে প্রতি মাসে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারবে। বর্তমানে EPFO Exchange Traded Fund (ETFs) এর মাধ্যমে শেয়ার বাজারের ইকুইটিতে বিনিয়োগ (Interest Rate Of PF) করে থাকে।

এখন এটাই দেখার কোন দিকে এগোয় ভারতের অর্থনীতি। প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

বাকি সব প্ল্যান ফেল, ২০ টাকায় ৯০ দিনের ভ্যালিডিটি!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button