LPG Gas Price Today – সুখবর রাজ্যবাসী, দাম কমলো LPG গ্যাস সিলিন্ডারের, দেখে নিন নতুন দাম।
LPG Gas Price Today – তবে কি এবার কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম?
জুলাই মাসের শুরু থেকেই বদলেছে একাধিক নিয়ম কানুন, দাম বেড়েছে একাধিক পণ্য (LPG Gas Price Today) এবং পরিষেবার। বদলেছে জিএসটির হার। যেটি লাগু করা হবে আগামী ১৮ জুলাই থেকে। তবে এবার এত কিছুর মধ্যে একটি সুখবর দেশবাসীর জন্য। জুলাইয়ের শুরুতে একাধিক পণ্য এবং পরিষেবার দাম বাড়লেও সস্তা হয়েছে এলপিজি সিলিন্ডার।
আশঙ্কা করা হয়েছিল এতো কিছুর মধ্যেও দাম বাড়বে এলপিজির (LPG Gas Price Today)। তবে সেই ধারণাকে নস্যাৎ করে দিল কেন্দ্র। কিছুটা হলেও দাম কমলো গ্যাসের। কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বাই শহর দেশের অন্যান্য বড় বড় শহরগুলিতে দাম কমেছে এলপিজি সিলিন্ডারের। কলকাতায় বর্তমান বাণিজ্যিক গ্যাসের দাম ১৮২ টাকা।
গত কয়েক মাসে চড়চড় করে বেড়েছে জ্বালানি পেট্রোপণ্যের দাম (LPG Gas Price Today)। চার ছেলের নাজেহাল অবস্থা দেশবাসীর। এবার ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম কমায় কিছুটা স্বস্তি পাবে হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসায়ীরা। বিশেষ করে কিছুটা হলেও হাত ছেড়ে বাঁচবে ছোট ছোট ব্যবসা। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন জ্বালানির দাম কিছুটা কমার ফলে কমতে পারে খাবারের দামও।
জব্বর খবর! এই পুরনো নোট বিক্রি করে রাতারাতি হয়ে যান লাখ লাখ টাকার মালিক
চলুন তাহলে দেখে নেওয়া যাক ভারতের কোন রাজ্যে কত কমলো এলপিজি সিলিন্ডারের দাম- (LPG Gas Price Today)
১) কলকাতায় ১৮২ টাকা কমায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বর্তমান দাম হয়েছে ২১৪০ টাকা।
২) দিল্লিতে ১৯৮ টাকা কমেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম।
৩) অন্যদিকে মুম্বাইয়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১৯০.৫০ টাকা।
আশংকা সত্যি হলো, পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলেছে স্কুল, তড়িঘড়ি করে শেষ করার নির্দেশ এলো
তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও আপাতত গৃহস্থালীতে ব্যবহার্য ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমার কোন তথ্য দেওয়া হয়নি। আপাতত তা একই থাকছে। তবে এটি নিঃসন্দেহে কলকাতায় ১ হাজার টাকার (LPG Gas Price Today) উপরেই ঘোরাফেরা করছে। প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য দারুন সুযোগ, নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার