Medhashree Scholarship 2023 – বাংলার ছেলে মেয়েদের জন্য মুখ্যমন্ত্রীর নতুন স্কলারশিপ, আবেদন করলেই নগদ টাকা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের জনগণের জন্য সর্বদা চিন্তাশীল। Medhashree Scholarship 2023 সহ বিভিন্ন স্কলারশিপ ও প্রকল্প হিসেবে তিনি নিজেই পশ্চিমবঙ্গে চালু করেছেন একাধিক প্রকল্প যার সুবিধা পাচ্ছেন রাজ্যের পড়ুয়ারা। সম্প্রতি রাজ্যে নতুন আরো একটি প্রকল্প চালুর কথা জানালেন মাননীয়া। তবে কিভাবে আর কারা পাবেন এই টাকা, কবে থেকে শুরু হবে আবেদন, সমস্ত বিষয়গুলি জেনে নেওয়া যাক।

রাজ্যের পড়ুয়াদের জন্য Medhashree Scholarship 2023.

সম্প্রতি কেন্দ্রের ঘোষণায় বন্ধ হয়েছে বেশ কিছু প্রি-মেট্রিক স্কলারশিপ। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই বিষয়কে উল্লেখ করে বলেন যে, তিনি রাজ্যের OBC সম্প্রদায়ের জন্য (OBC Scholarship) চালু করতে চলেছেন এই Medhashree Scholarship 2023 নতুন স্কলারশিপ। গত বৃহস্পতিবার তিনি এই নতুন ঘোষণা করেছেন। তবে এখন পর্যন্ত এই বৃত্তি প্রকল্প বাস্তবায়ন হয় নি। তবে খুব শীঘ্রই এই স্কলারশিপ চালু হতে চলেছে রাজ্যে।

রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) এর পড়ুয়াদের জন্য নয়া প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুদুয়ার থেকে মমতা ঘোষণা করেন, ওই প্রকল্পের নাম ‘মেধাশ্রী’ (Medhashree Scholarship 2023)। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার ওবিসি পড়ুয়াদের বৃত্তির টাকা বন্ধ করে দিয়েছে। Medhashree Scholarship চালু করে সেই দায়িত্ব রাজ্যই নেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গে বর্তমানে 2 লক্ষ 63 হাজার পড়ুয়া আছেন যারা পাবেন 800 টাকা করে স্কলারশিপ। এতে রাজ্যের খরচ হবে প্রতি মাসে 21 কোটি টাকার বেশি। কিন্তু এর ফলে পড়ুয়াদের পড়াশোনা চালাতে বেশ সুবিধা হবে। জনদরদী সরকারের এই Medhashree Scholarship বৃত্তি প্রকল্পে বেশ খুশি হচ্ছেন রাজ্যের OBC পড়ুয়ারা। এতে পড়াশোনাও বেশ গতি পাবে পশ্চিমবঙ্গে।

গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে, কেন্দ্রীয় সরকার একাধিক ক্ষেত্রে রাজ্যের তহবিল বকেয়া রেখেছে। তিনি আরো জানান যে,  ‘‘100 দিনের কাজে আমরা 6 হাজার কোটি টাকা পাই। তা সত্ত্বেও রাজ্য সরকার 40 লক্ষ জব কার্ড প্রাপককে কাজ দিয়েছে।’’ এই পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রীর এই স্কলারশিপ ঘোষণা রীতিমতো সাড়া জাগানোর মতো।

আবেদন করলেই মিলবে 2 বছরের পড়াশোনার খরচ। কিভাবে আবেদন করবেন, দেখুন।

কিভাবে আবেদন করবেন?এই Medhashree Scholarship যেহেতু সবেমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেহেতু এখন পর্যন্ত এই স্কলারশিপে আবেদন শুরু হয় নি। তবে রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী কোন কাজই ফেলে রাখার পক্ষপাতী নন। তাই, এটা আশা করাই স্বাভাবিক যে, খুব শীঘ্রই এই স্কলারশিপ চালু হতে চলেছে। এরপর এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে।

কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করেই  তিনি বলেন, ‘‘ওবিসিদের বৃত্তি বন্ধ করে দিয়েছে। আমি সাইকেল দিলে সব ধর্ম, জাতি, বর্ণের লোক পায়। আমি আপনাদের পাহারাদার। ওবিসি বৃত্তির 800 টাকা আমরা দেব।’’ তিনি এই বৃত্তি প্রকল্প বা সকলারশিপের নামকরণ করেন মেধাশ্রী স্কলারশিপ বা মেধাশ্রী প্রকল্প। এর মাধ্যমে রাজ্যের মেধার বিকাশ আরো বেশি করেই গতি পাবে, এটাই স্বাভাবিক।

বদলে গেল মাধ্যমিক পরীক্ষার সূচি, নতুন রুটিন Download করুন।

এই Scholarship চালু হবার সাথে সাথে তার আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত খুঁটিনাটি জানতে দেখতে থাকুন আমাদের ওয়েবসাইট। এছাড়া রাজ্য এবং কেন্দ্রের সব ধরণের প্রকল্প, সরকারি এবং বেসরকারি বিভিন্ন স্কলারশিপ, টেলিকম অফার সহ যাবতীয় বিষয়গুলি জানতে দেখতে থাকুন আমাদের ওয়েবসাইট। এছাড়া আপনি আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button