প্রাথমিক টেট

বহু বছরের অপেক্ষার পরই গত বছরের ডিসেম্বরে নেওয়া হর পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষা। পর্ষদ সভাপতির বক্তব্য ছিল যে, Primary TET পরীক্ষা হবে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত। সেই অনুসারে পরীক্ষা হলেও বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু নতুন সুযোগ দিচ্ছে পর্ষদ। পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হলেও এই কাজ সম্পর্কে সকলেরই জেনে রাখা দরকার। বিস্তারিত দেখে নিন।

Advertisement

প্রাথমিক টেট সংক্রান্ত PPS এবং PPR সংক্রান্ত বিষয়ে আপডেট।

২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। যাঁরা সামান্য কিছু নম্বরের জন্য ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষা পাশ করতে পারেন নি, তাঁরা এবার পাশ করে যেতেও পারেন। আসলে, প্রাথমিক শিক্ষা পর্ষদের এবার নিয়ে এসেছে Post Publication Scrutiny (PPS) এবং Post Publication Re- evaluation (PPR) এর সুবিধা।

এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে প্রাইমারি শিক্ষা পর্ষদ (WBBPE) এর তরফ থেকে। পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক প্রাথমিক টেট প্রার্থী, যারা ১১.১২.২০২২ তারিখে প্রাইমারি শিক্ষক নিয়োগ বোর্ড পরিচালিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, টেট ২০২২ (TET 2022) দিয়েছেন, তারা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.wbbpe.org বা https://wbbprimary education.org এ গিয়ে এই কাজ করতে পারবেন।

Ads

PPS (পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি) এবং/অথবা PPR (অপটিক্যাল মার্ক রিকগনিশন সিস্টেমের মাধ্যমে প্রকাশনা পুনঃমূল্যায়ন) এর সুবিধা গ্রহণ করতে পারেন। ০৩.০৩.২০২৩ তারিখের বিকেল ৫ টা থেকে PPS এবং PPR এই সুবিধে দুটি পাওয়া যাবে। তবে বিনামূল্যে এই সুবিধে দুটি পাওয়া যাবে না। রীতিমতো গ্যাঁটের কড়ি খরচা করে নিতে হবে এই সুবিধে।

Advertisement

TET রেজাল্ট প্রকাশের পরই আবার নতুন টেট পরীক্ষা! পর্ষদের তথ্য জানতে ক্লিক করুন।

টাকার পরিমাণ ধার্য্য করা হয়েছে ১,০০০ টাকা। যেসব পরীক্ষার্থীরা এই সুবিধে পেতে চান, তাঁদের অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিতে হবে। অনলাইনে আবেদন করার শেষ দিন ১০.০৩.২০২৩ তারিখ। সারা রাজ্য এখন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল। এমতাবস্থায় প্রাথমিক টেটের মূল্যায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ সম্ভাব্য স্বচ্ছতা বজায় রাখার জন্য বোর্ড আয়োজনকারী পরীক্ষক সংস্থা হিসাবে, অংশগ্রহণকারী প্রার্থীদের এই ধরনের সুবিধা দিয়েছে।

Advertisement

আপনি যদি এই সুবিধে নিতে চান, তবে নীচের ধাপগুলি অনুসরণ করে আবেদন করুন।
১. প্রাইমারি শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org অথবা https://wbbprimaryeducation.org যে কোনো একটি সাইটে যান।

Ads

অবশেষে কর্মীদের আন্দোলনে নতি স্বীকার, শেষমেশ 17% ডিএ ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর।

২. সাইটটি খুললে, “TEACHER ELIGIBILITY TEST-2022 (TET-2022) FOR CLASSES I TO V” লেখা অপশনটিতে ক্লিক করুন।
৩. এবার একটি পেজটি খুলে যাবে, সেখানে “APPLICATION FOR PPS/ PPR OF TET-2022” অপশনটি লেখা থাকবে। এই অপশনটিতে ক্লিক করুন এবং পরীক্ষার খাতা স্ক্রুটিনি করার জন্য আবেদন করুন।Written by Parna Banerjee.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *