New Recharge Plan – মন্দার বাজারে একই ভ্যালিডিটিতে কোন টেলিকম সংস্থা দিচ্ছে বেশি লাভ? চটপট দেখে নিন। Best Recharge Offer 2022.

New Recharge Plan – থাকছে আনলিমিটেড কলিং, এসএমএস এবং ডেটা ব্যবহারের সুযোগ।

একেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধির (New Recharge Plan) ফলে আমজনতার নাজেহাল অবস্থা। প্রায় সকলেই করতে চাইছেন কিছু অতিরিক্ত আয়। তার ওপরে গত এক বছরে বেশ কয়েকবার বেড়েছে রিচার্জ প্ল্যানের দাম। গত বছর নভেম্বর মাসে বেসরকারি সংস্থা টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের নাম ২০ শতাংশের বেশি বৃদ্ধি করেছে।

এই পরিস্থিতে সকলেই চান যে কোম্পানি কম দামে বেশি দিনের জন্য এবং ভালো পরিষেবা দেবেন সেই কোম্পানির সিম রিচার্জ করতে। অনেক ক্ষেত্রে দেখা গেছে বহুদিনের পুরনো কোন কাস্টমার রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির জন্য সেই টেলিকম কোম্পানির অন্য কোম্পানিতে পোর্ট করিয়েছেন (New Recharge Plan)। সে কথা মাথায় রেখে সব টেলিকম সংস্থা চায় আকর্ষণীয় পরিষেবা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে।

তাই গ্রাহকদের কথা মাথায় রেখে Reliance Jio, Vodafone Idea এবং Airtel এনেছে কয়েকটি মিড-টার্ম প্ল্যান অফার। যেখানে গ্রাহকরা পেয়ে যাচ্ছেন প্রায় দুই মাসের ভ্যালিডিটি অফার, তাও আবার ৫০০ টাকার (New Recharge Plan) কমে। তাহলে দেখে নেওয়া যাক টেলিকম কোম্পানিগুলি আর কি কি পরিষেবা দিচ্ছে তাদের গ্রাহকদের।

১) Reliance Jio-র ৪৭৯ টাকার প্রিপেইড প্ল্যান-
৪৭৯ টাকার প্ল্যানে জিও গ্রাহকদের দিচ্ছে ৫৬ দিনের ভ্যালিডিটি অফার। তার সাথে এই প্ল্যানে প্রতিদিন পাওয়া যাবে ১.৫ জিবি ডেটা। অর্থাৎ এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ৮৪ জিবি ডেটা ব্যবহারের সুযোগ (New Recharge Plan)। আর অবশ্যই থাকছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ। উপরন্তু এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন বিনামূল্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো জিও অ্যাপসগুলি ব্যবহারের সুবিধা।

পোস্ট অফিসের এই স্কিমে একবার বিনিয়োগে মিলবে প্রতি মাসে প্রায় ৫ হাজার টাকা

২) Vodafone Idea (VI)-এর ৪৭৯ টাকার প্রিপেইড প্ল্যান-
৪৭৯ টাকার প্ল্যানে ভোডাফোন আইডিয়া গ্রাহকদের দিচ্ছে ৫৬ দিনের ভ্যালিডিটি অফার। তার সাথে থাকছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ। এছাড়া প্রতিদিন পাওয়া যাবে রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত আনলিমিটেড নাইট ডেটা, সপ্তাহান্তে ডেটা রোলওভার এবং প্রতি মাসে ২ জিবি ব্যাকআপ ডেটার (New Recharge Plan) সুবিধা।

অনেকেই জানে না, ষ্টেট ব্যাংকে একাউন্ট থাকলেই, পেতে পারেন 20 হাজার টাকা

৩) Airtel-এর ৪৭৯ টাকার প্রিপেইড প্ল্যান-
৪৭৯ টাকার প্ল্যানে এয়ারটেল গ্রাহকদের দিচ্ছে ৫৬ দিনের ভ্যালিডিটি অফার। আর থাকছে প্রতিদিন ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ। অর্থাৎ মোট পাওয়া যাবে ৮৪ জিবি ডেটা অফার। আর অবশ্যই থাকছে প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০ টি এসএমএস করার সুযোগ (New Recharge Plan)। উপরন্তু এই রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাচ্ছেন বিনামূল্যে HelloTunes, Wink Music, Fastag-এ ১০০ টাকার ক্যাশব্যাক এবং Apollo 24/7 Circle-এর মতো মেম্বারশিপ অফারও।

তাহলে আর দেরি না করে চটপট বেছে নিন আপনার পছন্দের প্ল্যান এবং রিচার্জ করিয়ে ফেলুন আপনার মোবাইল। আর এমন অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

বঙ্গে ফের নিয়োগ সরকারি চাকরিতে। দেখুন কিভাবে করা যাবে আবেদন

রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির সময়সীমা বাড়ানোর মুল কারন কি? জানুন বিস্তারিত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button