1 সেপ্টেম্বর থেকে বদলে গেল গ্যাস, আধার কার্ড, ব্যাংকের একাধিক নিয়ম! সুবিধা হবে কোটি কোটি মানুষের।
নতুন মাসের বড় চমক। শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। আর এই সেপ্টেম্বর মাসে একসঙ্গে বদল করতে চলেছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নিয়মের। যেমনটা সরকার সূত্রে খবর পাওয়া গেছে বিশেষ নিত্য প্রয়োজনীয় কিছু ক্ষেত্র যেমন ব্যাংক, আধার কার্ড, রান্নার গ্যাস ইত্যাদিতে বড়সড় কয়েকটি পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রধানত ৭ টি বিশেষ ক্ষেত্রে নিয়মে পরিবর্তন ঘটানো হবে বলে জানানো হয়েছে সরকার মারফত।
New Rules on LPG Gas Booking Price, Aadhaar card and Bank accounts.
আর বিশেষজ্ঞদের অনুমান এর মাধ্যমে সরাসরি ভাবে উপকৃত হতে চলেছেন দেশের কোটি কোটি মানুষ। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক এই ৭ টি ক্ষেত্র সম্পর্কে যেখানে আসতে চলেছে নিয়মের গুরুত্বপূর্ণ কিছু বদল।
প্রথমত,
প্রথমেই যে পরিবর্তন আসতে চলেছে সেটি হলো রান্নার গ্যাস সিলিন্ডারের দামে। সাধারণত প্রতিমাসের শুরুতে ই সরকারের তরফ থেকে নির্ধারণ করা হয়ে থাকে পেট্রোজাত পণ্যের দাম। সেই অনুযায়ী সেপ্টেম্বর মাসে ও পুনর্নির্ধারিত হতে চলেছে পেট্রোপণ্য LPG গ্যাসের দাম। ইতিমধ্যেই সরকার ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম 200 টাকা কমিয়েছে। এর ওপর বর্তমানে বাণিজ্যিক এবং গৃহস্থালির দৈনন্দিন জীবনে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামেও বিরাট পরিবর্তন আসতে চলেছে বলে শোনা যাচ্ছে নতুন মাসে।
দ্বিতীয়ত,
প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি, জাতীয় ক্ষুদ্র সঞ্চয় ও অন্যান্য কিছু সরকারি অর্থ প্রকল্পের খেতেও পরিবর্তনের কথা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার মারফত। এই সমস্ত প্রকল্পে বিনিয়োগকারীদের নিজেদের ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করার জন্য নিজেদের আধার কার্ড জমা দেওয়ার কথা বলা হয়েছে। এজন্য ৩১শে মার্চ ২০২৩ তারিখে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল সরকার কর্তৃক।
সেই অনুযায়ী সময় সীমা চূড়ান্ত ভাবে নির্ধারণ করা হয়েছিল ৩১শে মে তারিখ পর্যন্ত। কিন্তু অনেকেই এখনো পর্যন্ত এই কাজ করেননি। তাদেরকে শেষ সুযোগ দেওয়া হয়েছে ৩০ শে সেপ্টেম্বর তারিখ অব্দি। আর সেই সঙ্গে জানানো হয়েছে এরপরও না যদি কেউ এই কাজ করেন, তবে ১ অক্টোবর থেকে সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট freeze করে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
তৃতীয়ত,
কিছুদিন আগেই রিসার্ভ ব্যাঙ্ক দেশ জুড়ে ২০০০ টাকার নোট কে বাতিল বলে ঘোষণা করেছে। সেই সঙ্গে সকল ব্যক্তি যাদের কাছে এখনো পর্যন্ত এই ধরনের কোন নোট আছে তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে সত্তর নিজেদের ব্যাংকে গিয়ে সেই নোট পরিবর্তন করে একই মূল্যের অন্য ধরনের নোট নিয়ে নেওয়ার জন্য।
যারা এখনো পর্যন্ত এই কাজ করেননি তাদের শেষ সময় দেওয়া হয়েছে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। তারপরেও যদি কোন ব্যক্তি বিষয়টিকে এড়িয়ে যান, তবে ব্যাংক কিন্তু নির্দিষ্ট তারিখ পেরোনোর পর আর সেই টাকা গ্রহণ করবে না। একথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে Reserve Bank of India মারফত।
চতুর্থত,
Security and Exchange Board of India বা SEBI এর অধীনে যাদের ডিম্যাট অ্যাকাউন্ট খোলা রয়েছে তাদের কর্তৃপক্ষ মারফত নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে নিজেদের নমিনেশন ফাইল জমা করার। এই মর্মে গত ২০২২ সালে ২৪ শে ফেব্রুয়ারি তারিখে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই অনুযায়ী ৩১ শে মার্চ তারিখ পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তখন।
কিন্তু তারপরেও অনেক শেয়ার হোল্ডার নিজেদের এই নমিনেশন ফাইলগুলি জমা করেননি। তাদেরকে সে সুযোগ দিতে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সময় সীমা ধার্য করা হয়েছে। এই সময়সীমার মধ্যে যদি কোন ব্যক্তি তার নমিনেশন ফাইভ নির্দিষ্ট দপ্তরে জমা না করেন তবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে SEBI।
পঞ্চমত,
যেসমস্ত ব্যক্তির অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং ম্যাগনাস ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করছেন তাদের জন্যও রয়েছে বড় নির্দেশিকা এই সেপ্টেম্বর মাসে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে এখনো পর্যন্ত যাদের যাদের এই ধরনের ক্রেডিট কার্ড রয়েছে তাদেরকে বার্ষিক চার্জ হিসেবে ১০ হাজার টাকা এবং জিএসটি জমা করতে হতো ব্যাংকের কাছে।
আরও পড়ুন, স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য দারুন সুখবর। উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক।
তবে সেপ্টেম্বর মাস থেকে সেই টাকার পরিমাণ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া আগে যে বার্ষিক ১০ হাজার টাকা দেওয়া এবং মাসিক ১ লাখ টাকা খরচের জন্য ব্যাংক গ্রাহকদের ২৫ হাজার টাকার Edge Reward প্রদান করতে হত সে ক্ষেত্রেও কিছু পরিবর্তন করা হতে চলেছে।
ষষ্ঠত,
ভারতের আধার কার্ড দপ্তর বা UIDAI দ্বারা গত জুন মাসে সমস্ত আধার কার্ড ব্যবহারকারীদের জন্য একটি জরুরি সূচনা জারি করা হয়েছিল। এতে বলা হয়েছিল ১৪ ই জুন ২০২৩ তারিখের মধ্যে সকল ব্যক্তি যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে তাদের নিজেদের আধার কার্ডের নথিপত্র আপডেট করার জন্য, আর যাদের এখনো পর্যন্ত মোবাইল নাম্বার লিঙ্কড নেই তাদের শীঘ্রই মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে উপরোক্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য।
কিন্তু অনেক মানুষই বিষয়টিকে অবজ্ঞা করে এড়িয়ে যান। তাদেরকে এ ও জানানো হয় যে ১৪ ই জুন তারিখ এর পরে সকলকে নির্দিষ্ট মূল্য দিতে হবে এই প্রক্রিয়া করার জন্য। কিন্তু তা সত্ত্বেও দেশের মানুষ তা মানতে রাজি হয়নি। এখনো পর্যন্ত এমন অনেক ব্যক্তি আছেন যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করানো হয়নি। তবে এইবার কর্তৃপক্ষের তরফ থেকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে সকলকে জানানো হয়েছে আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে যদি প্রক্রিয়াকরণ সম্পূর্ণ না হয় তবে সেই সমস্ত ব্যক্তির আধার কার্ড ল্যাপস করে দেওয়া হবে।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা। বাচ্চাদের সম্পূর্ণ ফ্রি করে দিলেন।
সপ্তমত,
State Bank of India এর তরফ থেকে, যে সমস্ত প্রবীণ নাগরিকরা WeCare Fixed Deposit স্কিমের আওতায় অর্থ বিনিয়োগ করেন, তাদের সেই বিনিয়োগের মেয়াদ বাড়ানো হবে এই সেপ্টেম্বর মাস থেকে। মেয়াদ বাড়িয়ে করা হলো আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। বর্তমানে যে সকল ব্যক্তি এখানে ৫ অথবা ১০ বছরের জন্য অর্থ বিনিয়োগ করেন, তাদেরকে বাড়তি সুদ দেওয়া হয়। মেয়াদ বাড়ার কারণে আরো অতিরিক্ত সুদ পেতে চলেছেন তারা। এর পাশাপাশি আবার IDBI ব্যাংক তাদের Amrit Mahotsav Fixed Deposit স্কীমের মেয়াদও ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে।
Written by Nabadip Saha.
I was not believe it. That LPG is 200/- off. So the people are happy for the LPG.Thank yor sir Narandra Modi ji