SBI Alert – একসঙ্গে দু-দুটি বড় ঘোষণা SBI-এর, না জানলেই বিপদে পড়বেন, Bank Cyber Security.

SBI Alert – এখনই জানুন কি বলছে SBI.

ভারতের বৃহত্তম রাষ্ট্র ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Alert)। সম্প্রতি ব্যাংকের তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। দেশ জুড়ে প্রায় প্রতিটি পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এসবিআই-তে। তবে যে ব্যাংকেই একাউন্ট থাকুক না কেন সম্প্রতি আকসার ঘুরতে দেখা যাচ্ছে সাইবার জালিয়াতি।

ভারতে এখন ডিজিটাল লেনদেনের মাত্রা বেড়ে গিয়েছে ঠিকই তবে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার জালিয়াতিও (SBI Alert)। তাই আর দেরি না করে এসবিআই এই সাইবার জালিয়াতির ঝুঁকি কমাতে নিয়ে এসেছে এসবিআই জেনারেল ইনসিওরেন্স। যেকোনো ব্যাংক গ্রাহক এই বীমার সুযোগ নিতে পারবেন।

আইসিইআরটি-ইন (ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম)-এর দাবি অনুযায়ী সাইবার নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় ২০১৮ সালে ক্ষতির পরিমাণ ছিল ২.০৮ লক্ষ টাকা। ২০২১ সালে এটি বেড়ে দাঁড়ায় ১৪.০২ লক্ষ টাকা। আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ২০২০-২০২১ অর্থবর্ষে দেশে নথিবদ্ধ জালিয়াতির পরিমাণ ৬৩.৪ কোটি টাকা। চলুন তাহলে জেনে নেওয়া যাক বীমা (SBI Alert) সংক্রান্ত বিস্তারিত তথ্য।

ফের বাড়লো গ্যাসের দাম, গ্যাসের খরচ কমানোর গোপন টেকনিক দেখুন

সাইবার ভোল্টেজ- সমস্ত গ্রাহকের নিরাপত্তার উদ্দেশ্যে এসবিআই জেনারেল চালু করেছে সাইবার ভোল্টেজ নামে একটি বীমা প্রকল্প। (Cyber Security)
এতে কি কি সুবিধা মিলবে?
১) ব্যাংকের তরফে জানানো হয়েছে ডিজিটাল লেনদেন সংক্রান্ত যেকোনো ধরনের বিপদ হলে এই বীমার মাধ্যমে পাওয়া যাবে ক্ষতিপূরণ। (SBI Alert)
২) পাশাপাশি অবৈধ ই-লেনদেনের ক্ষেত্রেও এটি একটি রক্ষা কাজ হিসেবে কাজ করবে।

৩) এছাড়া সাইবার অপরাধের অন্যান্য দিক যেমন তথ্য চুরি নেট মাধ্যমে সম্মানহানি বুলিং, স্টকিং, ট্রলিং-এর মতো নানান সমস্যাতে কাজে আসবে এটি। (SBI Alert)
৪) ব্যাংকের তরফে আরো জানানো হয়েছে কারো কোন ক্ষতি হলে আইনি সাহায্য বা আইটি বিশেষজ্ঞের পরামর্শের দরকার হলে সংস্থার পক্ষ থেকে তার ব্যবস্থা করা হবে।
৫) তাছাড়া আর্থিক ক্ষতির কারণে কেউ হতাশা অবসাদে ভুললে তার চিকিৎসার খরচ পাওয়া যাবে এই বীমা থেকে।

কারা করতে পারবেন এই বীমার জন্য আবেদন?
সাইবার সংক্রান্ত ঝুঁকি রয়েছে এমন কোন ব্যক্তি নিজের এবং পরিবারের জন্য এই বীমার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পরিবারের মধ্যে থাকতে পারে স্বামী বা স্ত্রী এবং দুই নাবালক সন্তান। সম্প্রতি এসবিআই এর তরফ থেকে আরও একটি বড় ঘোষণা করা হয়েছে সমস্ত গ্রাহকদের জন্য। (SBI Alert)

পশ্চিমবঙ্গে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, এই মুহুর্তের বড় খবর

SBI-এর নতুন নিয়ম-
এবার থেকে স্টেট ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্টে টাকা জমা করতে অবশ্যই দরকার পড়বে SBI Green Card-এর। আর পাঁচটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মতোই একটি হল SBI Green Card (SBI Alert). যাদের এই কার্ড নেই তাদের অবশ্যই ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে কার্ডটি বাড়ানোর জন্য। সেক্ষেত্রে ব্যাংকের তরফে চার্জ করা হবে ২০ টাকা।

টাকা জমা করার নিয়ম-
ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মীর হাতে SBI গ্রীন কার্ড (SBI Alert) দিলে তিনি কার্ডটি একটি মেশিনে সোয়াইপ করবেন। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস দেখতে পাবেন। এবার আপনি টাকা দিলে তিনি সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেবেন।

গ্রীন কার্ড না থাকলে টাকা জমা করার নিয়ম-
গ্রীন কার্ড না থাকে সরাসরি ব্যাংকে গিয়ে টাকা জমা করতে পারবেন না। এক্ষেত্রে আপনি নিকটবর্তী এটিএমে গিয়ে Cash ডিপোজিটের মাধ্যমে স্টেট ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে।
প্রতিদিন এমন নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

পোস্ট অফিসে কর্মী নিয়োগ, বেতন 63,200 টাকা, জানুন আবেদনের পদ্ধতি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button