পিএম কিষাণ যোজনা

আপনি কি আবেদন করেছেন পিএম কিষাণ যোজনায়! আপনার একাউন্টে চালু রয়েছে PM-Kisan Samman Nidhi প্রকল্প। তাহলে এই বিশেষ আপডেট আপনার জন্যই। কেন্দ্রের তরফ থেকে জানা গেল বেশ বড়ো আপডেট যা জানা আপনার জন্য খুবই দরকার। এই পি এম কিষাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি নিজস্ব প্রকল্প যেখানে সারা দেশের কৃষকদের সুবিধার্থে কেন্দ্র অর্থ বরাদ্দ করে থাকে। এবারে এই যোজনা নিয়ে বিস্তারিত আপডেট জেনে নেওয়া যাক।

Advertisement

পিএম কিষাণ যোজনার 13তম কিস্তির টাকা নিয়ে সামনে এলো বড়ো আপডেট।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা সংক্ষেপে পিএম কিষাণ স্কিমের। এই স্কিমের মূল লক্ষ্য ছিশ দেশে চাষযোগ্য জমি সহ সমস্ত জমির মালিক কৃষক পরিবারকে আয় সহায়তা প্রদান করা। এই স্কিমটির অধীনে প্রতি বছর কৃষকদের 6000 টাকা করে দেওয়া হয়। চলতি অর্থবছরের তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে যে, পরবর্তী কিস্তি 24 ফেব্রুয়ারি তারিখে দেওয়া হবে।

 কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা করা না হলেও ধারণা করা হচ্ছে যে 24 ফেব্রুয়ারী 2023 তারিখ থেকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। কারণ, 24 ফেব্রুয়ারি তারিখে এই প্রকল্পের 4 বছর পূর্ণ হতে চলেছে। এই প্রকল্পের 12 তম কিস্তিটি গত অক্টোবর মাসের 17 তারিখে দেওয়া হয়। এই পর্যায়ে 10 লক্ষেরও বেশি সুবিধাভোগী কৃষক পরিবার টাকা পান। এর জন্য 16,000 কোটি টাকারও বেশি টাকা খরচা হয়েছে।

Ads

আপনিও যদি এই প্রকল্পের সাথে যুক্ত থাকেন, তবে চলতি বছরের কিস্তিতে আপনার নাম আছে কিনা দেখতে চাইলে নীচের ধাপগুলি অনুসরণ করতে হবে।
1. পিএম কিষাণ এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালটি খুলুন।
2. এবার ‘পেমেন্ট সাকসেস’ ট্যাবের অধীনে ভারতের মানচিত্র দেখতে পাবেন।

Advertisement

বিনা আবেদনের রাজ্যের মা বোনেদের প্রতিমাসে 1000 টাকা করে দেবে সরকার।

3. পেজটির ডানদিকে, “ড্যাশবোর্ড” নামে একটি হলুদ রঙের ট্যাব থাকবে।
4. এবার ড্যাশবোর্ড অপশনে ক্লিক করুন।
5. ক্লিক করার পরে, আপনাকে একটি ফ্রেশ পেজে নিয়ে যাওয়া হবে।
6. এবার ড্যাশবোর্ড ট্যাবে, আপনাকে আপনার যাবতীয় তথ্য প্রদান করতে হবে।

Advertisement

জিও 150 টাকার নিচে লঞ্চ হল সেরা 3টি প্ল্যান, সুযোগ হাতছাড়া হবার আগেই জেনে নিন।

7. এই পর্যায়ে রাজ্য, জেলা, উপ-জেলা এবং পঞ্চায়েত যেই এলাকায় আপনি থাকেন তা নির্বাচন করুন।
8. শো বাটনে ক্লিক করুন।
9. এবার আপনি আপনার সমস্ত বিবরণ দেখতে পাবেন।
দেখে নিন আপনার অ্যাকাউন্টে টাকার স্ট্যাটাস কী দেখাচ্ছে।
Written by Parna Banerjee.

Ads
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *