Scholarship – স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানুন।
মেধাবী হওয়া সত্বেও চাকরির জন্য অপেক্ষা করতে হয় প্রায় অনেক পড়ুয়াকেই (Scholarship)। তবে চাকরি পাওয়া থেকে সবচেয়ে বড়ো বিষয়টি হল অর্থের অভাব। যে কারণেই শিক্ষা গ্রহণের মাঝপথেই বন্ধ হয়ে যায় পড়াশোনা। সেই জন্য মেধাবী পড়ুয়াদের অর্থ সাহায্যের মাধ্যমে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয় স্কলারশিপ। আজকে এই প্রতিবেদনে সেই স্কলারশিপ সম্পর্কে জানানো হবে। পড়ুয়ারা খুব সহজেই তাতে আবেদন জানাতে পারবেন।
শুধুমাত্র পড়ুয়ারাই নয়, অভিভাবকেরাও সন্তানের উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত থাকেন। কিন্তু এখন আর নয় কোনো চিন্তা। স্কলারশিপের নাম, আবেদন সংক্রান্ত জরুরি তথ্য সম্পর্কে জানতে হলে পুরো প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। (Scholarship)
স্কলারশিপের নাম– ন্যাশনাল মেরিট – কাম স্কলারশিপ পরীক্ষা ২০২২ (NMMSE 2022).
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীকে সপ্তম শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। তবে তপসিলি জাতি ও তপসিলি উপজাতি, শারীরিক দিক থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। (Scholarship)
স্কলারশিপের পরিমান – আবেদনকারী নবম-দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বৃত্তি হিসেবে দেওয়া হবে বার্ষিক ১২,০০০ টাকা। তবে প্রতি বছর আবেদন রিনিউয়াল করতে হবে।
অন্যান্য নিয়ম– আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩,৫০,০০০ টাকার কম হতে হবে।
পশ্চিমবঙ্গের স্কুল ছাত্র ছাত্রীদের জন্য নতুন স্কলারশীপ, আবেদন করলেই মিলবে নগদ টাকা
আবেদন পদ্ধতি– কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই করতে হবে আবেদন। অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট নিচে দেওয়া হয়েছে। (Scholarship)
অফিশিয়াল ওয়েবসাইট-
https://scholarships.wbsed.gov.in/
পরীক্ষার তারিখ– ১৮ ডিসেম্বর, ২০২২.
আবেদনের শেষ তারিখ– ২০ সেপ্টেম্বর, ২০২২.
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
পুরনো এই কয়েন থাকলে হাতে, লাখপতি হবেন এক রাতে, পুরন হবে সব স্বপ্ন