ভারতবর্ষের ঘরে ঘরে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) ছাড়া চলেই না। এদিকে রান্নার গ্যাসের দাম যে হারে বাড়ছে সেখানে সেখানে মধ্যবিত্তের রীতিমতো নাভিশ্বাস দশা। অত্যাধিক দাম দিয়ে রান্নার গ্যাস(LPG Cylinder) কিনতে চিন্তার ভাঁজ আমজনতার কপালে। কিন্তু আপনাদের আর চিন্তা নেই! কারণ, মাত্র ৪৫০ টাকা খরচ করলেই পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার (LPG Cylinder). শুধু জেনে নিতে হবে কিভাবে এই সুবিধা পেতে পারেন।আজকের প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করা হলো।
অবিশ্বাস্যভাবে দাম কমলো সোনার! পুজোর আগে ঊর্ধ্বে চাহিদা! সেপ্টেম্বরে 10 গ্রাম সোনার দাম কত হলো?
LPG Cylinder Price 2024
দিনের পর দিন দেশে মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাপন অনেক বেশি কঠিন হয়েছে। নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম অনেকটাই বেড়ে যাওয়ায় আগামী দিনের পরিস্থিতি নিয়ে বেজায় চিন্তায় সাধায় মানুষ। ঠিক এমন এক পরিস্থিতিতে দেশের লক্ষাধিক পরিবারের জন্য বিরাট বড় পদক্ষেপ সরকারের। এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) পেয়ে যাবেন মাত্র 450 টাকায়। আসলে মুদ্রাস্ফীতি থেকে মুক্তি দিতে এই রাজ্যের সরকার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শোনা যাচ্ছে, এবার থেকে বিপিএল এবং উজ্জ্বলা ভোক্তা ছাড়াও, লক্ষাধিক পরিবার পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডারে ভর্তুকি। ইতিমধ্যে কোমর বেঁধে পদক্ষেপ গ্রহণ করেছে রাজস্থান রাজ্যের সরকার। ধারণা করা যাচ্ছে, এই প্রকল্পটি মূল্যস্ফীতি থেকে অনেক মানুষকে এবার স্বস্তি দেবেই।সরকারের এই সিদ্ধান্তে নিঃসন্দেহে উপকৃত হবেন রাজ্যের বহু মানুষ।
ATM কার্ড নেই? চিন্তা কিসের? হাতে ফোন থাকলেই তোলা যাবে ক্যাশ টাকা! জেনে নিন সিক্রেট
Government Decision About LPG Cylinder
সম্প্রতি খবর পাওয়া যাচ্ছে, উজ্জ্বলা ও বিপিএল সংযোগ যদি না থাকে, তাহলেও এই রাজ্য সরকার সেই রাজ্যের সকল বাসিন্দাদের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় প্রত্যেকটি পরিবার কে মাত্র 450 টাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করবে। আর এই সিদ্ধান্তের ফলে রাজ্যবাসী লাখ লাখ পরিবারের রান্নাঘরের বাজেট একলাফে কমে যাবে।
সম্প্রতি রাজস্থান রাজ্যের খাদ্য এবং নাগরিক সরবরাহ বিভাগের নির্দেশিকা অনুসারে বলা যায় যে, সেই রাজ্যের প্রতিটি পরিবারকে ভর্তুকির দামে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে। এই সিলিন্ডার ডেলিভারি নেওয়ার সময়, পরিবারগুলিকে অর্থ প্রদান করতে হবে সাধারণ পরিবারের মতোই। যদিও পরে অবশিষ্ট অর্থ পাঠিয়ে দেওয়া হবে তাঁদের ব্যাংক একাউন্টে। নিঃসন্দেহে, সরকারের এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে বহু জনতার।
সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দাদের সিলিন্ডার নেওয়ার সময় পুরো মূল্য অর্থাৎ 806.50 টাকা জমা করতে হবে। এই অর্থ দেওয়ার পরে বাকি টাকা ভর্তুকি হিসাবে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করা হবে। সুতরাং হিসেব বলছে একটি গ্যাস সিলিন্ডারের জন্য বাসিন্দার খরচ হবে ৪৫০ টাকা। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার বছরে বারোটি করে সিলিন্ডার পাবেন। আর প্রত্যেক মাসে একটি করে সিলিন্ডার দেওয়া হবে।