ভারতের ঘরে ঘরে রান্নার জন্য অতি প্রয়োজনীয় এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder). একটা সময় ছিল যখন উনুন কিংবা কাঠের জালে রান্না হতো। কিন্তু এখন সময় বদলেছে। আধুনিক হয়েছে মানুষ। আর তার ফলেই ঘরে ঘরে ব্যাপক হারে বেড়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) ব্যবহার।
কিন্তু রান্নার গ্যাসের দাম যে হারে বাড়ছে, তাতে রীতিমতো চিন্তায় সাধারণ মানুষ। তবে এরই মধ্যে শোনা গেল একটি খুশির খবর। মাত্র ৪৯৯ টাকা খরচ করলেই পেয়ে যাবেন আপনার বাড়ির জন্য গ্যাস সিলিন্ডার। ভাবতে খুব অবাক লাগলেও বিষয়টা কিন্তু সত্যি। কিন্তু, প্রধান প্রশ্ন হল কিভাবে মিলবে এই গ্যাস সিলিন্ডার? আর কারা পাবেন, সেই বিষয়ে বিস্তারিত জানা যাক।
মাসের শুরুতে এলপিজি গ্যাসের দামে বিরাট বদল! দাম বাড়লো নাকি কমলো? দেখে নিন এক নজরে
LPG Gas Cylinder Price 2024
রান্নার গ্যাসের বর্ধিত দাম নিয়ে অনেকদিন ধরেই চিন্তায় আছেন সাধারণ মানুষ। এলপিজি সিলিন্ডার (LPG Gas Cylinder) কিনতে গিয়ে হিমশিম দশা সবার। এমনিতেই বর্তমান জীবনযাপন বেশি ব্যয় বহুল হয়ে গিয়েছে। চড়া দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। রান্নার গ্যাস থেকে শাক সবজি, বিদ্যুতের বিল থেকে মুদিখানা সামগ্রী কোন কিছুর দামই কম নয়। বরং অত্যাধিক টাকা খরচ করে শখ স্বাচ্ছন্দ্য পূরণ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
এদিকে, সামনে আসছে দূর্গাপুজো। আর পূজোর আগে কেনাকাটা টুকটাক লেগেই থাকে। তাই পকেট বাঁচিয়ে চলতে হচ্ছে বাঙালিকে। ঠিক এমন সময় দারুন একটি সুখবর রইল সবার জন্য। যার কারনে পকেটে বাঁচবে টাকা। রান্নার গ্যাসের জন্য অতিরিক্ত টাকা খরচ এখন অতীত। আর হাজার হাজার টাকা নয়, ৪৯৯ টাকা খরচ করলেই পাবেন গ্যাস সিলিন্ডার।
একদিকে যেমন ভারতে রান্নার গ্যাসের দাম কমার কোনো লক্ষণ নেই, তেমনি অন্যদিকে সাধারণ মানুষের জন্য খুলে গিয়েছে নতুন একটি রাস্তা। পুজোর আগে সস্তায় ভারতবর্ষে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) কেনার জন্য নতুন একটি অপশন পাওয়া যাচ্ছে। আপনাকে এখন আর ৯০০-১০০০ টাকা খরচ করার দরকার নেই। ৪৯৯ টাকা খরচ করেই পেয়ে যাবেন সিলিন্ডার। ভারতবর্ষের চড়া দামের বাজারে চলে এসেছে একটি নতুন অপশন।
আর সেটি হল কম্পোজিট গ্যাস সিলিন্ডার (Composite Gas Cylinder)। এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের অপেক্ষাকৃত অনেকটাই কম। মাত্র ৪৯৯ টাকা। একটি সাধারণ সিলিন্ডারের থেকে প্রায় ৩৫০ টাকা কমে পাওয়া যায় এই গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডার ১০ কেজি গ্যাস ধারণের ক্ষমতা রাখে। এই সিলিন্ডারে গ্যাস-এর পরিমাণ খুব সহজেই বাইরে থেকে দেখা যায়। শুধু তাই নয়, এই সিলিন্ডার অনেক বেশি হালকা। খুব সহজেই তোলা যায়।
বছরে 3টি এলপিজি সিলিন্ডার পাবেন এক্কেবারে ফ্রিতে! রাজ্য সরকারের নতুন ঘোষণায় ঘুম উড়লো সবার
How to LPG Gas Cylinder at 499/-
তবে ভারতের সমস্ত পরিবারের জন্য কম্পোজিট গ্যাস সিলিন্ডার উপযোগী নয়। বিশেষ করে ছোট পরিবারগুলির জন্য এই সিলিন্ডার সবচেয়ে ভালো।যে পরিবারগুলিতে গ্যাসের খরচ কম হয়, তাঁদের জন্য কম্পোজিট গ্যাস সিলিন্ডার উপযোগী। শুধু তাই নয়, যারা ভাড়া বাড়িতে থাকেন, মাঝেমধ্যে বাড়ি পরিবর্তন করেন, তাঁদের জন্য এই সিলিন্ডার ভালো।
যাদের ভারী সিলিন্ডার তুলতে অসুবিধা এই সিলিন্ডার অনায়াসেই ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই সিলিন্ডার-এর দাম। ৪৯৯/- টাকা খরচ করে যারা সিলিন্ডার কিনবেন, তাঁরা বাজার দামের তুলনায় সস্তায় এই সিলিন্ডার পাবেন।
বর্তমানে এই সিলিন্ডার সর্বত্র পাওয়া যায় না। শুধুমাত্র কিছু বড় শহরেই পাওয়া যায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডার বিক্রয় করে প্রধানত ইন্ডিয়ান অয়েলের ইন্ডেন কোম্পানি। বর্তমানে ভারতে গ্যাস সিলিন্ডারের দাম কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই অনেকেই এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার ব্যবহার শুরু করেছেন।