NPS Calculator – কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে সামান্য বিনিয়োগেই অবসরের পর মিলবে মাসিক 50,000 টাকা পেনশন।
NPS Calculator – জেনে নিন বিস্তারিত তথ্য।
চাকরি হোক বা ব্যবসা জীবনের প্রতিটি জরুরি সময়ে সন্তান বা পরিবারের পাশে দাঁড়াতে গেলে প্রয়োজন হয়ে অর্থের (NPS Calculator)। তবেই কঠিন থেকে কঠিনতর সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। এমন অনেকেই আছেন চাকরির ক্ষেত্রে অবসরের পর নিশ্চিত জীবনযাপন করতে চান। তাদের জন্য আজকের এই প্রতিবেদনটিতে এই বিষয় নিয়ে জানানো হবে।
অবসরের পর পেনশনের মাধ্যমে জীবনযাপন করতে চান সকল পেশাদারী ব্যক্তি। কিন্তু সেই সুবিধা অনেকেই হয়তো পান না। তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে নতুন একটি স্কিম। যেটির মাধ্যমে মাসে পেনশন হিসেবে মিলবে ৫০,০০০ টাকা পর্যন্ত। (NPS Calculator)
SSC তে Grade- C ও Grade- D কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
স্কিমের নাম– ন্যাশনাল পেনশন স্কিম বা NPS.
এই স্কিমে চাকরিজীবীরা পেশাদারী জীবনে সামান্য করে টাকা জমা রেখে অবসরের পর সেই টাকা তুলতে পারবেন। এর জন্য রয়েছে দুটি পদ্ধতি। চলুন জেনে নেওয়া যাক। (NPS Calculator)
একটি অংশের মাধ্যমে একেবারে তুলে নেওয়া যাবে। অন্য অংশের মাধ্যমে পেনশনের জন্য জমা রাখা যাবে। এটির সাহায্যে বিনিয়োগকারী অ্যানুইটি কিনতে পারবেন। অ্যানুইটি কেনার জন্য যদি অধিক টাকা জমানো যায়, তবে তা পেনশন হিসেবে পাওয়া যাবে।
এই স্কিমের অন্যান্য সুবিধা–
১) ন্যাশনাল পেনশন স্কিম এ দুই ধরনের একাউন্ট রয়েছে। একটি tier-1 ও অন্যটি tier-2. তবে পেনশনের ক্ষেত্রে বেশি সুবিধা নিতে হলে tier-1 বেশি সাহায্য করবে। যেসকল ব্যক্তির প্রভিডেন্ট ফান্ড এর সুবিধা নেই, তাদের জন্য এই একাউন্ট সুবিধাজনক।
২) এই একাউন্টে কমপক্ষে ৫০০ টাকা জমা করা যাবে। এছাড়া অবসরের পর ৬০ শতাংশ টাকা তোলা যাবে। বাকি ৪০ শতাংশ রেখে পেনশনের মত করে টাকা তোলা যাবে। (NPS Calculator)
কর ছাড়– NPS স্কিমের tier-1 একাউন্টের কন্ট্রিবিউশান এবং উইথড্রল দুটি ক্ষেত্রেই কর ছাড়ের সুবিধা মেলে। এই একাউন্ট হোল্ডারদের ITR ৮০সি অনুসারে দেড় লাখ টাকা পর্যন্ত এবং ৮০ সিসিডি অনুযায়ী ৫০,০০০ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা মেলে। (NPS Calculator)
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.