বর্তমানে বিনিয়োগ (Investment) নিয়ে আমরা সবাই কমবেশি চিন্তিত। ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখা আমাদের কর্তব্য। কিন্তু সকলের মনে প্রশ্ন থাকে, কোথায় কিভাবে টাকা জমালে মোটা টাকার রিটার্ন পাওয়া যাবে। সহজ কথায় কোথায় টাকা জমালে বেশি লাভবান হওয়া যাবে। বর্তমানে নিজেদের জন্য যেমন বিনিয়োগ হয় ঠিক তেমনভাবেই সন্তানদের জন্য বিনিয়োগ করেন বাবা-মায়েরা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিনিয়োগ (Investment)-এর নতুন ফিল্ডের সন্ধান দিয়েছে। এই কেন্দ্রীয় সরকারি স্কিমে আপনিও যদি সন্তান এর জন্য টাকা রাখেন, তাহলে আপনিও প্রভূত লাভবান হবেন। কোন স্কিম? কিভাবে টাকা রাখতে হবে? আসুন ডিটেলসে জানা যাক।
আবাস যোজনার টাকা কবে ঢুকবে? আবাস যোজনা ঘরের লিস্ট 2024 দেখে নিন
Investment In NPS Vatsalya Yojana
সব বাবা-মা চান তাঁদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হোক। আর তাই জন্য কেন্দ্রীয় সরকার এনপিএস বাৎসল্য যোজনার সূচনা করেছে। আপনিও যদি এই প্রকল্পে টাকা বিনিয়োগ (Investment) করেন তাহলে আপনাকে কি কি নিয়ম মানতে হবে? এই বিষয়ে জানা যাক। কেন্দ্রীয় সরকারের নতুন স্কিম হলো এনপিএস বাৎসল্য স্কিম (NPS Vatsalya Scheme) এটি আসলে একটি পেনশন প্রকল্প। চলতি বছর তথা ২০২৪ সালের বাজেটে প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানত কিশোর –কিশোরীদের কথা ভেবে প্রকল্প চালু করা হয়েছে দেশে। ইতিমধ্যে দেশের বিভিন্ন অংশে এই প্রকল্প চালু হয়ে গেছে।
সম্প্রতি এই প্রকল্পের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই প্রকল্প প্রসঙ্গে কেন্দ্রের তরফে যা জানানো হয়েছে, সাধরনত এই স্কিমে টাকা রাখা যাবে সাধারণ এনপিএস অ্যাকাউন্টের মতোই। অনলাইন বা ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে আপনি এই স্কিমে নাম নথিভুক্ত করে আসতে পারবেন।
আসলে এনপিএস বাৎসল্য স্কিম একটি ন্যাশনাল পেনশন সিস্টেম, যা নাবালকদের জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছে। দেশের সকল অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই স্কিমে নিজেদের টাকা জমা রাখতে পারবেন। আপনার সন্তানের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত এই স্কিমে টাকা রাখা যাবে। আর সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, এটি চেঞ্জ হয়ে যাবে সাধারণ এনপিএস অ্যাকাউন্টে।
ধামাকা খবর! পুজোর আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000/- টাকা পাঠাচ্ছে সরকার! কিভাবে পাবেন জানুন
NPS Vatsalya Scheme Details
এনপিএস বাৎসল্য যোজনার আপনি ন্যূনতম ১০০০ টাকা মাসে জমা রাখতে পারবেন। তবে বছরে আপনি ১০ হাজার টাকাও জমা করতে পারেন। এনপিএস বাৎসল্য স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য সন্তানের বয়স হতে হবে ১৮ বছর-এর কম।
আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। তবে, এনআরআই, অনাবাসী ভারতীয়রাও এনপিএস বাৎসল্য যোজনার অ্যাকাউন্ট খুলতে পারেন। ন্যাশনাল পেনশন স্কিম এর মত বাৎসল্য স্কিমেও একইভাবে বিনিয়োগ করা যায়। ঠিকঠাক ভাবে বিনিয়োগ করতে পারলে অবসরের সপিময় আপনার সন্তান পাবে সর্বোচ্চ ১০ কোটি টাকা।