Government Scheme: ঘরে বসেই পেয়ে যান 1000 টাকা মাসে মাসে! লক্ষ্মীর ভান্ডার নয়! রাজ্য সরকারের এই প্রকল্পেও মিলবে দেদার সুবিধা

Old Age Pension Scheme Application

দেশের ও রাজ্যের সরকার সাধারণ মানুষের জন্য একাধিক স্কিম (Government Scheme) এনেছে। আর এই প্রকল্পগুলি দরিদ্র মানুষদের উপকার সাধন করে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার স্কিম সম্পর্কে কমবেশি সবাই জানেন। কিন্তু আরও এক প্রকল্প সম্পর্কে আপনার জানা দরকার। এই স্কিমে একইরকম ভাবে প্রতিমাসে মেলে ১০০০ টাকা। কোন প্রকল্প? কিভাবে আবেদন করবেন? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

WB Government Scheme Benefits

পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের মানুষকে সাহায্য করার জন্য একটি বিশেষ ধরনের প্রকল্প চালু করেছে। আজকের প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কে আলোচনা করা হচ্ছে। যে প্রকল্পে আপনি মাসে মাসে ১০০০ টাকা করে পাবেন। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে কে না জানেন?

এই প্রকল্প নির্মাণ করা হয়েছিল প্রধানত মহিলাদের জন্য। এখনো পর্যন্ত এই প্রকল্পে সাহায্য পাচ্ছেন মহিলারাই। এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা ও সংরক্ষিত শ্রেণীর মহিলাদের ১২০০ টাকার আর্থিক সাহায্য করা হয়। এছাড়াও রাজ্য সরকারের ওপর এক প্রকল্পে মাসে ১০০০ টাকা পেয়ে যাবেন কোনো কাজ না করেই।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বছর শেষে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের নয়া সিদ্ধান্ত কি?

আসলে বয়স বৃদ্ধির সাথে সাথে আগের মতো কাজ করা স্বাভাবিক ভাবেই কঠিন হয়ে পড়ে এবং অনেক বয়স্ক ব্যক্তি জীবিকা নির্বাহের জন্য লড়াই করেন। তবে সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের পর পেনশন পান, কিন্তু অন্যান্য ক্ষেত্রের কর্মরতরা কিভাবে ৬০ বছরের পর নিজেদের প্রতিদিনের জীবন অতিবাহিত করবেন? তাই তাঁদের সহায়তা করার জন্য এই প্রকল্পটি আনা হয়েছে সরকারের তরফে।

যে প্রকল্পের কথা বলা হচ্ছে, সেই প্রকল্পের নাম হল বার্ধক্য পেনশন প্রকল্প। এই সরকারি কর্মসূচিচালু রাখা হয়েছে ৬০ বছর উর্ধ্বে বয়সী ব্যক্তিদের সাহায্য করার জন্য। এই প্রকল্পের মাধ্যমে যারা যোগ্য সেই সকল ব্যক্তিরা তাঁদের দৈনন্দিন খরচ মেটাতে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা।

Bardhyaka Bhata Scheme Eligibility

যে সকল ব্যক্তিদের বয়স ১ জানুয়ারী, ২০২৫ অনুসারে ৬০ বছর বা তার বেশি, তাঁরা প্রকল্পে আবেদন করতে পারবেন পেনশনের জন্য। যদি আপনার বয়সের শর্ত পূরণ হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনার কাছে থাকে, তাহলে আপনি প্রতি মাসে ১০০০ টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সক্ষম হবেন।

বড় খবর! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 2100 টাকা। লাখ লাখ মহিলা আবেদন করছেন এই প্রকল্পে

Bardhyaka Bhata Scheme Application

রাজ্য সরকার একটি বিশেষ শিবির আয়োজন করবে ২৪শে ফেব্রুয়ারী থেকে ১লা ফেব্রুয়ারী, ২০২৫ পর্যন্ত। আপনারা যারা আগ্রহী, তাঁরা এই শিবিরের সময় বার্ধক্য পেনশন ফর্ম নিয়ে সেটি ফিল আপ করে জমা দিতে পারবেন এবং পেনশন পেতে পারবেন। তবে শুধু বার্ধক্য ভাতা (Old Age Pension) প্রকল্প নয় এই শিবিরে আপনি অন্যান্য সরকারি প্রকল্পের জন্যও নিজ আবেদন জমা করতে পারবেন। নিয়ম মেনে এই প্রকল্পের আবেদন করলে আপনার অ্যাকাউন্টেও চলে আসবে ১০০০ টাকা প্রতিমাসে।

Related Articles

Back to top button